Image Source
সবাই বলে বৃষ্টি একটা সমস্যা আর একজন সেটির সমাধান বের করলো এবং সে সবার কাছে বিক্রি করে দিলো। তাই আজ সবার কাছে ছাতা আছে। লোকে বলে গরম একটা সমস্যা আর তাই কেউ এসি তৈরী করে দিলো, কেউ কুলার তৈরী করে ফেললো আবার কেই পাখা তৈরী করে ফেললো। আর এই সমস্ত সমাধানকারী কোম্পানিগুলো আজ কত কত টাকা রোজগার করে তার কোন হিসাব নাই।
যখনই কোন দুঃখ হবে কোন সমস্যা আসবে তো বন্ধু আপনাকে অভিনন্দন। কারন এটা দুঃখ নয় যেটাকে দুঃখ ভাবছেন বা যেটাকে সমস্যা ভাবছেন। সেটা আসলে আপনার জন্য একটা সুযোগ, যেটাকে আমার দুঃখ বা সমস্যা বলছি। আপনাকে বুঝতে হবে যে সমস্যা যদি আমার সঙ্গে থাকে তাহলে নিশ্চই আমার মধ্যে কিছুতো আছে। যদি আপনার জীবনের সমস্ত সমস্যা দূর করে দেওয়া হয় তাহলে জীবনে আর কিছুই থাকলোনা। কিছুতো সমস্যা ছিল যার কারনে মোবাইল, টিভি, প্লেন, কার কম্পিউটার তৈরী হয়েছে।
এখন পর্যন্ত যতকিছু তৈরী হয়েছে এবং আগামীতে হবে কোন কিছুই সমস্যা ছাড়া হওয়া অসম্ভব। কারন সমস্যা থাকবে তবেই নতুন কিচু তৈরী হবে। চাহিদাই নতুন কিছুর জন্ম দেয়। যদি কোন কিছুর প্রয়োজন থাকে, চাহিদা থাকে তারমানে সেটি একটা সমস্যা । আর সমস্যা যদি থাকে সেটিকে কাজে লাগিয়ে অবশ্যই কিছু বানানো যায়।
হতে পারে আজ আপনি যে সমস্যাতে আছেন পৃথিবীতে হাজার হাজার লোকের সেই একই সমস্যা। যেমন ধরুন যখন মোবাইল ছিলনা তখন যোগাযোগ করা কতটা সমস্যা ছিল। সেটিকে একজন সমাধান করলো আর মোবাইল তৈরী করলো। সে আজ কত টাকা ইনকাম করে তার কোন হিসাব নাই। আসলে যদি ভাল করে দেখেন আমরা যারা যেকোন কাজ করিনা কেন সেটির সাহয্যে কোন না কোন সমস্যাকে সমাধান করার চেষ্টা করছি।
এবার ভাবুন আপনি আপনার জীবনে এইরকম কত সমস্যা আছে যেগুলো আপনি চাইলে সমাধান করতে পারবেন। কিন্তু আমরা পারিনা কেন জানেন? আপনি আপনার সমস্যাটিতে মনোযোগ দিতে পারেন না। আর যদি সত্যিই আপনার সমস্যার দিকে মনোযোগ বেড়ে যায় তাহলে সেটির সমাধান হবেই হবে। যেমন কিছুদিন আগে বাংলাদেশে ইন্টারনেট অনেক স্লো ছিল, অনেক সমস্যা ছিল এবং তার জন্য অনেক দাম দিতে হতো। সবার মনে হতো এই সমাস্যার যদি কেই সমাধান করতো সে অনেক পপুলার হতো। আজ আমাদের মাঝে ব্রডব্যান্ড সহ আরো আধুনিক কিছু এসেছে। তাই সমস্যা যতই আসুক তাকে যেকোনো মূল্যে সমাধান করতে হবে।
সঠিক নিয়মকানুন না যেনে যেভাবে সেভাবে যেথায় সেথায় পোষ্ট করা ঠিক নয়।আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ভুলটা একটু বুঝিয়ে বললে আমি বুঝতে পারতাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগে গেস্ট ব্লগার অথবা ভেরিফাইড ব্লগার ছাড়া কেউ পোস্ট করলে সেটি মিউট করা হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit