মুখের সৌন্দর্য আরও ফুটিয়ে তুলে এক জোড়া সুন্দর ঠোঁট। আমাদের উচিত প্রতি ঠোঁটের যত্নশীল হওয়া।প্রতিদিনের ব্যস্ততায় ঠোঁট হয়ে উঠে নিষ্প্রাণ, কালো এবং ঠোঁট ফাটার প্রবনতা বেরে যায় মাঝে মাঝে এটি এতোটাই বেড়ে যায় যে রক্ত বের হয়। শীতকালে ঠোঁট ফাটা এবং ফাটতে পারে যখন এটি শুকনো এবং বাইরে ঠান্ডা থাকে। প্রচন্ড তাপ বা বাতাসও চ্যাপিং ট্রিগার করতে পারে। এটি একটি চেষ্টা করা এবং সত্যিকারের ত্বকের যত্নের পদ্ধতি হোক না কেন, আপনি কত ঘন ঘন চুল ধুবেন বা যে প্রসাধনী সম্পর্কে আপনি আগ্রহী, সৌন্দর্য ব্যক্তিগত। এটি একটি চেষ্টা করা এবং সত্যিকারের ত্বকের যত্নের পদ্ধতি হোক না কেন, আপনি কত ঘন ঘন চুল ধুবেন বা যে প্রসাধনী সম্পর্কে আপনি আগ্রহী, সৌন্দর্য ব্যক্তিগত।
কিভাবে আপনার ঠোঁটের যত্ন নেবেনঃ
স্বতঃস্ফূর্তভাবে আপনার ঠোঁটগুলিকে ময়শ্চারাইজড রাখার জন্য চাটতে পারেন, তবে এটি আসলে আরও শুষ্কতার দিকে পরিচালিত করে। চাটার ফলেও ঠোঁটে খামির তৈরি হতে পারে। ঠোঁটের কোণে বেদনাদায়ক প্রদাহ নামে পরিচিত একটি অবস্থার দিকে নিয়ে যেতে পারে। সুস্থ ঠোঁটের চাবিকাঠি হল প্রতিদিন একটি ময়শ্চারাইজিং পণ্য ব্যবহার করা। আপনার ঠোঁট খুব শুষ্ক হলে, আপনি প্রতি সপ্তাহে 1-2 বার আপনার ঠোঁট এক্সফোলিয়েট করতে চাইতে পারেন।
ঠোঁটের যত্নের ঘরোয়া প্রতিকারঃ
এই DIY রেসিপিগুলি আপনার ঠোঁটের যত্নের রুটিনকে সমর্থন করতে পারে।
ঠোঁট স্ক্রাব বাড়িতে একটি সাধারণ ঠোঁট স্ক্রাব তৈরি করার জন্য, দেশাই 2 চা চামচ প্রাকৃতিকভাবে ঘষে ফেলা উপাদান, যেমন লবণ বা চিনি, 1 টেবিল চামচ পুষ্টিকর উপাদানের সাথে একত্রিত করার পরামর্শ দেন।
পুষ্টিকর উপাদানগুলি অন্তর্ভুক্ত করতে পারে:
নারকেল তেল।
জোজোবা তেল।
আভাকাডো তেল।
মোম।
বিশুদ্ধ পেট্রোলেটাম।
বাদাম তেল।
শিয়া মাখন।
আপনি একটি আলগা মিশ্রণ চান যদি আরো তেল যোগ করুন।
লিপ বামঃ
আপনি বাড়িতে একটি লিপ বাম তৈরি করতে চিনি বা লবণ ছাড়া একই পুষ্টিকর উপাদান ব্যবহার করতে পারেন।
আমার বাংলা ব্লগে এই ধরনের পোস্ট গ্রহনযোগ্য নয়।
আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে কিছু নিয়ম জানতে হবে 👇
আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।
পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
👇
আর আপনি পরিচিতি মুলক পোস্ট তখনি করবেন যদি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনার পরিচিত কোনো ভেরিফাইড মেম্বার থেকে থাকে। আশাকরি বুঝতে পেরেছেন।
তবে এই মুহুর্তে এই বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়া হচ্ছে না, আপনি আমাদের discord জয়েন করুন। নিউ মেম্বার নেয়ার সঠিক সময় discord এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
আরও কিছু জানতে
জয়েন করুন আমাদের discord server এ
Discord link : ঃhttps://discord.gg/5aYe6e6nMW
নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের পোস্ট আমার বাংলা ব্লগ কমিউনিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।
কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source:https://cultessentials.com/blog/ever-wondered-why-your-lips-tend-to-chap-and-crack-even-if-your-skin-is-oily/
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit