🌼 হ্যালো, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন?
আশাকরছি সকলে ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি ।
আজকে আবারো চলে আসলাম নতুন আরও একটি লেখা নিয়ে। আশা করি আজকের লেখাটিও আপনাদের সকলেরই ভালো লাগবে।
আজকে আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে আসলাম এই বছরকে শেষ বিদায় দেওয়ার উদ্দেশ্যে। আসলে দেখতে দেখতে কি করে যে ২০২৩ চলে গেল তা টের ই পেলাম না। সময় কতো দ্রুত চলে যায়। তাই না? মনে হচ্ছে এই তো সেদিন মাত্র ২০২৩ শুরু হলো। আর আজকে ২০২৩ এর শেষ দিন।
আজকের এই লেখাটি সম্পূর্ণভাবেই নিজের কিছু অনুভব থেকে লিখা কিংবা নিজের কিছু স্মৃতিচারণ করতেই লেখা। বছর শেষে যখন ভাবতে বসলাম যে, জীবন থেকে এই বছরটাতে কি পেলাম, আর কি হারালাম। সবকিছুর ভিড়ে আসলে একটা ব্যাপারে বুঝতে পারছি যে, আমাদের জীবন থেকে খুব ধীরে ধীরে সময়গুলো চলে যাচ্ছে এবং আমরা খুব দ্রুতই মৃত্যুর কাছাকাছি পৌঁছে যাচ্ছি। এই যে একটা বছর শেষ হলো। একটা বছর শেষ হওয়ার মানে আমরা মৃত্যুর দিকে আরও একটা বছর এগিয়ে গেলাম। এই ব্যাপারটা ভাবলেই কেমন একটা শরীর শিওরে ওঠে তাই না?
আমার কিন্তু কেমন যেনো লাগে। কিন্তু এটাও ঠিক যে এই বছরে যেমন আমরা অনেক কিছু পেয়েছি, ঠিক আমরা অনেক কিছু হারিয়েছি। তবে এই বছরটিতে আমি বিশেষভাবে যে ব্যাপারটি পেয়েছি। তা হলো,আমি এই বছরটাতে খুব ভালোভাবে কিছু মানুষকে চিনতে পেরেছি। যারা সত্যিকারের দেখতে মানুষের মতোন। কিন্তু মানুষ নয়!কেনো এ কথা বলছি? কারণ সব মানুষ আসলে দেখতে মানুষের মতন হলেও তাদের মধ্যে মনুষত্ব থাকে না। আর যে মানুষের মধ্যে কোনো মনুষত্ব নেই, সে আসলে মানুষ হতে ও পারে না।
কিছু মানুষকে যেমন চিনতে শিখেছি। অনুরূপভাবে কিছু মানুষকে আসলে এতো কাছে পেয়েছি বিপদের সময়, এত বেশি সাহায্যের হাত পেয়েছি, যেটা আসলে আমি চাইলেও ভুলতে পারবো না। সাথে এই বছরটাতে অনেক অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। নিজের নামের সাথে অনেকগুলো পদবী অর্জন করেছি, সে সাথে আরো অনেক কিছু।
মানুষের জীবনে যেমন কখনোই সরল রেখায় চলে না। ঠিক তেমনটাই চড়াই উৎরায় পেরিয়ে এ বছরটা আসলে খুব সুন্দরভাবেই শেষ হচ্ছে, আলহামদুলিল্লাহ। কারণ যেহেতু আমরা মানুষ। তো আমাদের জীবনে সমস্যা থাকবেই।আর সব সমস্যাকে যদি আমরা বড় করে দেখি। তাহলে সত্যি বলতে জীবনটা একেবারেই সহজ মনে হবে না।
সব শেষ এ ২০২৩ কে বিদায় জানাচ্ছি ভালোবাসা ও অনেক স্মৃতির সাথে।আশা করছি নতুন বছর জীবনে নতুন উদ্দীপনা বয়ে আনবে।সময়গুলো নতুন ভাবে সাঁজাতে পারবো।নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো,যদিও তা খুব জটিল।তাও,চেষ্টা করতে তো ক্ষতি নেই।
তাহলে,বলুন সবাই।কেমন কাটলো ২০২৩?
আশা করছি লেখাটি আপনাদের ভালো লাগবে।এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল সে সাথে থেকে যাবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলোও।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখতে পাবো।
This is your beloved @nusuranur.
VOTE @bangla.witness as witness OR || আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Support @Bangla.Witness by Casting your witness vote
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই আপু বছরের শেষ দিনটিতে মনে হচ্ছে মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলাম।অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি এই বছরে।তবে এটা ই চাইবো নতুন বছরে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার।ধন্যবাদ আপু খুব সুন্দর ভাবে বছরের শেষ দিনে অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি ২০২৩ কে খুবই সুন্দরভাবে বিদায় দিলেন। আগামী বছরের জন্য প্রাণঢালা শুভেচ্ছা রইল আপনার প্রতি। যাতে আপনি আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারেন এবং একজন ভালো মানুষ হতে পারেন সে প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
I agree with you that as human our life is not always go on a straight line, we go through a lots of up and down. This year is nothing different but I'm happy with the experience and knowledge I get through this year.
I also get some new people in my life who are very humble and good, and at the same time I recognised some fake people and removed them from my life.
Well, thanks for writing such type of article it is always feel connected if anyone wrote some real thing from their mind or heart 👍🏻.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক একটা বছর আমাদের কে এক এক রকম শিক্ষা দিয়ে যায়। ২০২৩ সালে যেমন কিছু মানুষের সঙ্গে মিশতে পেরেছেন ঠিক তেমনিভাবে কিছু মানুষকে চিনতে পেরেছেন বটে। কিছু কিছু মানুষ আছে দেখতে মানুষের মত হলেও তারা আসলে মানুষের মতো কখনোই আচরণ করে না এরা সবসময়ই ভিন্ন ধরনের আচরণ করে থাকে। আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যেটা আমাদেরকে সব সময় সাপোর্ট করে এই মানুষগুলোকে আমরা কখনোই ভুলে যাই না তারাও আমাদেরকে ভুলে যায় না। ২০২৩ সাল মোটামুটি খুব একটা ভালো যায়নি আমার,আশা করি আপনার ভবিষ্যত দিনগুলো আরো ভালো কাটবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit