হতাশা যেথায় আশা!

in hive-129948 •  last year 
🌼 হ্যালো, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশাকরছি সকলে ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি ।

General Writing

IMG_20231127_010147.jpg

made by @nusuranur

nowrin,.png

আজকে আবারো চলে আসলাম নতুন আরও একটি লেখা নিয়ে। আশা করি আজকের লেখাটিও আপনাদের সকলেরই ভালো লাগবে।

আজকে ভাবলাম আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করি।।আসলে নিত্য নতুন বিভিন্ন কিছু নিয়ে আপনাদের সকলের সাথে লেখা শেয়ার করতে আমার বরাবরই ভালো লাগে এবং বিভিন্ন সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরে আমার কাছে মনে হয় যে অনেক কিছুই আসলে ক্লিয়ার করা সম্ভব হয়। যদিও যারা পোস্ট পড়ে শুধুমাত্র তাদের জন্যই। কারণ কিছু ইউজারগনই পোস্ট না পড়েই আসলে কমেন্ট করে এবং বিশেষভাবে জেনারেল রাইটিং পোস্ট তো খুব একটা পড়তেও চায়না। যাই হোক এসব বিষয় তো কারো অজানা নয়।তো এইসব আপাতত বাদ দেই,মূল কথায় আসি।

আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আপনাদের সকলের সাথে শেয়ার করবো ভেবেছি। তা হলো পাওয়ার ডাউন। হ্যাঁ একেবারেই ঠিক শুনেছেন। আমাদের অভ্যাস আসলে কখনোই বদলাবে না। এই যে বেশ কয়েকদিন আগে কিন্তু স্টিমের প্রাইস অসম্ভব কম ছিলো। এখনো যে অনেক বেশি তা কিন্তু নয়। কিন্তু এখন অনেক বেশি যার পরিমাণটা বেড়ে গিয়েছে তা হলো নিজেদের মেইন আইডির পাওয়ার ডাউনের। আমি আমাদের কমিউনিটির কথা বলছি না। আমি প্লাটফর্মের সকল ইউজারদের কথা বিবেচনা করেই বলছি ।

এইতো আমাদের প্রতিদিন অনেক কিছু কাজ থাকে। অর্থাৎ কমিউনিটির বাইরেও অনেক কাজ থাকে। সেই সুবাদে যে ব্যাপারটা বেশ ভালোভাবে পরিলক্ষিত হয়েছে। তা হলো পাওয়ার ডাউনের পরিমাণ প্লাটফর্মে অনেক বেশি বেড়ে গিয়েছে। এখন ইউজাররা যদি এভাবে করতে থাকে। তাহলে আসলে প্রাইজ ধরে রাখাটা বেশ কঠিন। কারণ সবার যদি সবসময় পাওয়ারটাও বিক্রি করে দেওয়ার মন মানসিকতা থাকে। তাহলে আসলে কি করে সম্ভব! আর আমাদের যদি একটা প্লাটফর্মকে বাঁচিয়ে রাখার ইচ্ছা থাকে। তাহলে আমরা কিভাবে সে প্লাটফর্মের পাওয়ার গুলোকে এভাবে নষ্ট করে দিতে পারি। কারণ এখানে আমরা সকলেই জানি পাওয়ারটা কিন্তু নিজের জন্য, নিজের সক্ষমতার জন্য।

কিছু সুযোগ সন্ধানী মানুষ সব সময় এই কাজগুলো করে থাকে এবং উনাদের জন্যই প্ল্যাটফর্ম গুলো কখনোই ঘুরে দাঁড়াতে পারে না। কারণ একটা প্লাটফর্মে যদি এতো বেশি অসৎ মানুষ থাকে। তাহলে আসলে কিভাবে সম্ভব! কারণ যেখানে আমাদের দাদা প্রতিনিয়তই এই প্লাটফর্মকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে চিন্তা করছে। আর অন্যদিকে এমন অনেক বড় বড় মানুষজন এই প্লাটফর্মকে কিভাবে একেবারে শেষ করে দেওয়া যাবে,শুধুমাত্র নিজের পকেট ভর্তি করতে সে চিন্তা করছে!

এই কারণেই আজকে আমার এই টাইটেলটা লেখা। অর্থাৎ আমরা যেখানে আশায় বুক বাঁধছি। সেখানেই আমাদের মূল হতাশা! আমরা সকলে যদি একটা প্লাটফর্মের ভালো না চাই। তাহলে শুধুমাত্র কিছু মানুষের ভালো চাওয়া দিয়ে আসলে কখনোই কোনো প্লাটফর্মের উন্নতি সাধন সম্ভব নয়।

The End📍
আশা করছি লেখাটি আপনাদের ভালো লাগবে।এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল সে সাথে থেকে যাবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলোও।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখতে পাবো।


This is your beloved @nusuranur.



8FF7198D-D313-4FC3-ADE4-05C262C64B9E.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দারুন লিখেছেন তো আপু। সত্যিই কিন্তু প্রতিটি জিনিসের মূলই হলো শক্তি। যার যত বেশী শক্তি তার ভিত্তি তত মজবুত। এখন কথা হলো আমরা যদি আমাদের মাথার উপরের ছাদটিকে নড়বড়ে করে দেই তাহলে কি করে আমরা সেই ছাদের নীচে থেকে সুন্দর জীবন আশা করি। তবে আশা করবো যারা পাওয়ার ডাউন করছে তারা বেশ তাড়াতাড়ি তাদের এই পদক্ষেপ থেকে ঘুরে দাঁড়াবে।

  ·  last year (edited)

আবারও আজকে সকাল সকাল আপনার পোস্টটি পড়তে চলে আসলাম। আপু অনেকেই পোস্টে টাইটেল দেখে কমেন্টস করে, ভিতরে যে কি হচ্ছে তারা কিছুই পড়ে না। একটা নিয়ম করা উচিত যে, জেনারেল রাইটিং পোস্টগুলোকে বেশি গুরুত্ব দেওয়া। একজন পাঠক এত কষ্ট করে যখন জেনারেল রাইটিং পোস্টটি লেখে তখন একটা মন্তব্য না থাকে তখন সে হতাশায় পড়ে যায়। যাই হোক, আমরা মূল কথায় চলে যায়। খুব ভালো লাগতেছে যে, ইউজারদের নিয়ে বর্তমান পরিস্থিতির ওপর পোস্ট করতেছেন। জ্বী আপু, পাওয়ারটা আমাদের নিজের জন্য, নিজে সক্ষমতার জন্য। আমাদের উচিত হবে পাওয়ারটা ধরে রাখার।আপনারা বলেছিলেন যে, প্রাইসটা কিন্তু বেশিক্ষণ দাঁড়াবে না।অসৎ মানুষ সব জায়গায় আছে আপু। আমাদের সকলেরই উচিত পাওয়ারটাকে ধরে রাখা এবং প্ল্যাটফর্মটাকে দাড়িয়ে রাখা। পাওয়ার যতক্ষণ থাকবে, আমরা সঠিকভাবে কাজ করতে পারব। জ্বী আপু আমাদের প্ল্যাটফর্মে ভালো চাইতে হবে এবং আমাদের ভাল চাওয়াগুলি দিয়ে উন্নতি সাধন করতে হবে। অনেক সুন্দর আলোচনা করেছেন

Posted using SteemPro Mobile

এক শ্রেণীর মানুষ থেকে সুবিধাভোগী যখন সুবিধা পায় তখন সেখানে তার সুবিধা ভোগ করে আবার যখন সুবিধা বঞ্চিত হয় আবার তখন চলে যায়। আমাদের এই প্লাটফর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটি আফ্রান চেষ্টা করছে কিন্তু অনেকেই আছে তারা সুযোগের অপব্যবহার করে। আসলেই আশা থেকে হতাশার জন্ম হয়েছে।

Posted using SteemPro Mobile

আসলেই আপু আমরা যেখানে আশায় বুক বাঁধছি, সেখানে আমাদের মূল হতাশা রয়েছে। কিছু লাভের আশায় এভাবে পাওয়ার ডাউন দিতে থাকলে লং টাইম অনেক লস হবে। এই প্লাটফর্মে আমাদের সবার উচিত স্টিম পাওয়ার ধরে রাখা এবং খুব প্রয়োজন ব্যতীত স্টিম না বিক্রি করা। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আসলে যদি পাওয়ার ডাউন দেওয়ার ইচ্ছা থাকে তাহলে প্রতিনিয়ত এত পাওয়ার আপ করার কি দরকার ছিল। অর্থাৎ আমি বলতে চাচ্ছি সবকিছু যদি একটু ব্যালেন্স করে চললে তাহলে তো বেশি ভালো হতো। আর হয়তো যারা এখন পাওয়ারডাউন দিতে ব্যস্ত তারা হয়তো বা দীর্ঘদিন এখানে কাজ করতে চান না। আবার এটাও হতে পারে যে অনেকদিন ধরে তারা এই স্টিম দাম বাড়ার অপেক্ষায় ছিল যে তাদের কোন একটা বড় শখ পূরণ করবে। আর বর্তমান যেহেতু স্টিমের দাম বৃদ্ধি পেয়েছে তাই তাদের আশাটা পূরণ করার জন্য পাওয়ার ডাউন দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। যাইহোক ধন্যবাদ আপনাকেই সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের মাঝে আলোচনা করার জন্য।

  ·  last year (edited)

আসলে আপু সুযোগ সন্ধানী লোকের অভাব নেই। আমাদের কমিউনিটি ছাড়াও, বিভিন্ন কমিউনিটিতে অনেকেই পাওয়ার ডাউন দিয়ে, তাদের অবশিষ্ট স্টিমগুলো সেল করে দিচ্ছে। এটি আসলে কি রকম মন-মানসিকতা আমি সেটাই চিন্তা করি। স্টিমিট প্ল্যাটফর্মে ভালবেসে কাজ করি ২০১৮ সাল থেকে।কখনো পাওয়ার ডাউনের কথা তো চিন্তাই করি না। বরং নিজে ইনভেস্ট করে কাজ করি। সে জায়গাতে হালকা কিছু রেট আপ হাওয়াতে অনেকেই দেখছি পাওয়ার ডাউন দিয়ে সব বিক্রি করে ফেলছে। আসলে এই রকম পাওয়ার ডাউন ও এই রকম সেলিং প্রেসারের কারণেই কিন্তু স্টিমের রেট উপরের দিকে যেতে পারছে না। একটা সময় রেট কম ছিল তখন অনেকেই কাজ ছেড়ে দিয়েছে। এরপর যখন এসবিড়ি চালু হতে লাগলো, বা স্টিম রেট টা একটু আপ হতে লাগলো। তখন দেখা গেছে হামাগুড়ি দিয়ে সবাই এসে পড়েছে স্টিম প্লাটফর্মে কাজ করতে। আমি মনে করি প্রত্যেকটা কমিউনিটির উচিত এ ধরনের সুবিধাবাদী ইউজারদেরকে সাপোর্ট না দেওয়া।কারণ কথায় আছে না নুন খাই যার গুন গাই তার। ন্যূনতম অবদানের কথা চিন্তা করে হলোও পাওয়ার ডাউন দেওয়া মোটেও উচিত নয়। ধন্যবাদ আপু এই বিষয়টি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

এই সুযোগ সন্ধানী মানুষগুলোর কারণেই সবকিছু নষ্ট হয়ে যায়। প্রতিটি সেক্টরে অসৎ এবং লোভী মানুষের অভাব নেই। স্টিমের প্রাইস বাড়াতে কতো মানুষের মুখে হাসি ফুটেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই হাসি কতদিন থাকবে সেটাই ভাবার বিষয়। কারণ অনেকেই পাওয়ার ডাউন দিয়ে একাউন্ট খালি করে স্টিমিট প্লাটফর্মের ক্ষতি করছে। আসলে যারা পাওয়ার ডাউন দিয়ে একাউন্ট খালি করে দিচ্ছে, তারা ব্লগিং করতে ভালোবাসে না এবং তারা বেশ লোভী প্রকৃতির মানুষ। তারা যদি স্টিমিট প্লাটফর্মকে ভালোবাসতো,তাহলে স্টিমিট প্লাটফর্মের ভবিষ্যৎ নিয়ে ভাবতো। তারা নিজেদেরকে অতি চালাক মনে করলেও, প্রকৃতপক্ষে তারা হচ্ছে বোকা। কারণ স্টিমিট প্লাটফর্মের অবস্থান ভবিষ্যতে আরও ভালো হলে, তারা তো আরও বেশি ইনকাম করতে পারতো। লোভে পরলে মানুষ হিতাহিতজ্ঞানশূন্য হয়ে যায়, তারা সেটাই প্রমাণ করেছে। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

আপু এই পৃথিবীটাই যেন প্রতারণায় ভরে গিয়েছে। যার জন্য আমরা সামনে এগিয়ে গিয়েও পিছিয়ে আসতে হয়। তেমনি আমাদের প্লাটফর্মের অবস্থাও। এখানে কিছু সুযোগ সন্ধানী মানুষ থাকে যারা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে। তাদের যত সুযোগ দেবেন তারা আরও বেশি পেয়ে বসে। তাই তো দাদার মতো মানুষেরা এগিয়ে এসেও সুযোগ সন্ধানী মানুষদের জন্য পিছিয়ে পড়ে। তারা যেমন এই পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দেয় তেমনি একটি সুন্দর পরিবারকেও ধ্বংস করে ফেলে। এসব মানুষদের এখানে কাজের সুযোগ না দেওয়াই ভালো। তারা এখন যেই দেখেছে দাম বেড়ে সেই হুমড়ি খেয়ে পড়েছে। আমাদের সবার উচিত পাওয়ার ডাউন কে না বলে, ভালো কাজের মাধ্যমে এই প্লাটফর্মকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া। ধন্যবাদ আপু সময় উপযোগী পোস্ট শেয়ার করার জন্য।