ঈদের দিন

in hive-129948 •  9 months ago 
🌼 হ্যালো, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন? আশাকরছি সকলে ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি ।

General Writing

IMG_1030.jpeg

captured by @nusuranur

Device - I Phone 15 Pro Max

nowrin,.png

আজকে আবারো চলে আসলাম নতুন আরও একটি লেখা নিয়ে। আশা করি আজকের লেখাটিও আপনাদের সকলেরই ভালো লাগবে।

আগে কয়েকটা পোস্টে শেয়ার করেছিলাম আমার ঈদের দিনটা একেবারেই ভালো কাটেনি। কিন্তু তাও আসলে ঈদের দিন যেহেতু, একটু নতুন কাপড় পরতে হয় এবং বড়দের সালাম করতে হয়। তাই আসলে দুপুরের বেশ অনেকটা পরে করেই গোসল করে নতুন কাপড় পরেছিলাম। কিন্তু তাও ঈদের মেইন ড্রেস পরিনি কারণ তখন আসলে ঈদের মেইন যেসব ড্রেস কিনে ছিলাম। সে সব পরার মতো পরিস্থিতি কিংবা মানসিকতা কোনোটাই ছিলো না। কারণ আম্মু অসুস্থ থাকলে এসব আসলে কিছুই ভালো লাগেনা।

IMG_1033.jpeg

যাইহোক প্রথমে গোসল করে আমি আর নুয়াইরা কিছু ফটোগ্রাফি করছিলাম। আর আমরা আসলে ঈদের সকাল বেলা পরার জন্য একই ধরনের একটা গজ কাপড় দিয়ে ড্রেস বানিয়েছিলাম,আমি নিজে ডিজাইন করে। তো সেটা পরেই কিছু ফটোগ্রাফি করছিলাম।

IMG_1036.jpeg

এরপরে আমরা যখন ছবি তুলছিলাম। তখন দুই ভাইও পেছন থেকে এসে বললো যে, তারাও ছবি তুলবে। তাই আসলে তাদের সাথেও কিছু ফটোগ্রাফি করছিলাম। কিন্তু যদিও তখন ফটোগ্রাফি করার মোটেও মুড ছিলো না। কারণ ওই যে বললাম, মন মানসিকতা আসলে খুবই খারাপ ছিলো। যে সব ছবি তুলেছিলাম সে সব আপনাদের সকলের সাথে শেয়ার করছি। আসলে খুব একটা ছবি তুলিনি। তাই খুব একটা ছবি শেয়ারও করতে পারছিনা।

IMG_1030.jpeg


এরপরে সালামি পেলাম বাবার কাছ থেকে। একেবারে নতুন নতুন সব নোট।

IMG_1059.jpeg


এরপরে নুয়াইরা এবং এক আপুর মেয়েকে মেহেদী দিয়ে দিলাম এবং সেই সাথে নিজেও একটু দিয়েছিলাম।

IMG_1072.jpeg


এরপরে বড় চাচাকে সালাম করতে গিয়েছিলাম। তো সেখানেও সালামি পেয়েছিলাম। সেখানে নুয়াইরা কেও নিয়ে গিয়েছিলাম। সে ও বেশ ভালোই সালামি পেয়েছিলো।সালামি পেতে কিন্তু দারুন লাগে তাই না।

IMG_1063.jpeg


যাইহোক এভাবেই কেটেছিলো ঈদের দিনটা। ভাবলাম যে আপনাদের সাথে ছবিগুলো শেয়ার করি। আশা করছি আপনাদের ভালোই লেগেছে।

এইতো, আপনাদের ঈদের দিন গুলো কেমন কাটলো সেটাও জানতে চাই। কারণ সকলের মুহূর্তগুলো কেমন কাটলো, কেমন কাটলো না। সে সব জানতে কিন্তু ভালোই লাগে।

The End📍
আশা করছি লেখাটি আপনাদের ভালো লাগবে।এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল সে সাথে থেকে যাবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলোও।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখতে পাবো।


This is your beloved @nusuranur.



8FF7198D-D313-4FC3-ADE4-05C262C64B9E.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মা হলো ঘরের মধ্য মনি। আর মা অসুস্থ থাকলে কি আর কিছু ভালো লাগে? তবুও যতটুকু আনন্দ করার চেষ্টা করেছেন সবটুকুই মনে হয় সুন্দর ছিল। বড় চাচাকে সালাম করে তো মোটামুটি ভালোই সালামী পেয়েছেন। তবে আপু আমাদের নূরাইয়াকে কিন্তু বেশ দারুন লাগছে। খুবই কিউট।

একদম তাই,কিচ্ছু ই ভালো লাগে না।

আপনি ঈদের দিন দেখছি সকলের কাছে থেকে বেশ ভালোই সালামি পেয়েছেন। আসলে সালামি নেয়ার সময় অনেক বেশি ভালো লাগে, সেটা যেমন এমাউন্টের হোক না কেন! আর আপনি এবং আপনার মেয়ে ম্যাচিং ড্রেস তৈরি করে ঈদের দিন পরেছিলেন, দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। বিশেষ করে আপনার মেয়ে কে অনেক সুন্দর লাগছে। যাইহোক, ঈদের দিন আপনার বেশ ভালোই কাটছে।

@riyadx2 পিচ্চি বাচ্চাটা আমার ছোটবোন।

এই ঈদের দিনের সালামি না পেলে ঈদের দিনটাকে ঈদের দিন বলে মনে হয় না। আপনি অনেকগুলো সালামি পেয়েছেন আপু। বিশেষ করে নতুন টাকা বাবার থেকে পাওয়া সালামি এটা সবসময় বেশি স্পেশাল হয়। নুয়াইরা কে অনেক বেশি কিউট লাগছে এবং আপনার সাথে ম্যাচিং ড্রেসেও খুব সুন্দর দেখাচ্ছে দুজনকে। অনেক ধন্যবাদ আপু আমাদের মাঝে এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

একদম তাই,সালামি ছাড়া ঈদ জমে না।

প্রথমে আন্টির সুস্থতা কামনা করছি।🙏মা পৃথিবীর সবচেয়ে আপনজন সেই মানুষটা যদি অসুস্থ থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগার কথা নয় আপু।তারপরও বছরের একটা আনন্দের দিন বলে কথা কিছু না হলেও নতুন জামাকাপড় পড়তে হয়।নুয়াইরা বনু একেবারেই খুবই ছোট্ট ওর আনন্দের কথা ভেবে হলেও সবাই মিলে একটু আনন্দ করা উচিত।যেকোনো অনুষ্ঠানে বড়দের থেকে উপহার পাওয়াটা সত্যিই খুব আনন্দের,সে হোল সালামি বা অন্য কোনো উপহার।সবাইকে দেখতে খুবই মিষ্টি লাগছে। আপু সবসময়ই সব পরিস্থিতিতে এভাবেই নিজেকে সামলিয়ে রাখবেন এই প্রার্থনা করি।🙏❤️

হ্যা,ওর জন্যে আসলেই ড্রেস বের করেছিলাম।নাহলে তো পরার ইচ্ছেই ছিলোনা।

মা হলো ঘরের প্রান।সেই মা অসুস্থ হলে সবকিছুই অন্য রকম লাগে।ভালো লাগা অনুভূতি গুলো ফিকে হয়ে যায়।আর আপনি এবার ঈদে অনেক কাজ করে সবাইকে নিয়ে কাটিয়েছেন আপু তা আগে ও পড়ে জেনেছি।ভাই-বোনকে একসাথে দেখে ভালো লাগলো।আমরা ও চার ভাই-বোন।তবে আপনি বড় আর আমি মেজো।আমার ভাইয়া বড়।আপু যতো কিছুই হোক না কেন ঈদ সালামী হলো ঈদের আনন্দ।ঈদ সালামী তো ভালো ই পেয়েছেন বাবা আর বড় চাচার কাছ থেকে।আপনার অনুভূতি গুলো পড়ে ভীষণ ভালো লেগেছে আমার। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

হাহাহা,হ্যা ভালোই পেয়েছি।

আপু আপনার আম্মুর অসুস্থতার মধ্যে আপনারা সবাই মিলে ঈদের আনন্দ সেভাবে উপভোগ করতে পারেননি বুঝতেই পারছি। এবারের ঈদ আমার জন্যও খুব একটা ভালো ছিল না। যাইহোক পরিস্থিতি অনেক সময় অনেক কিছুই পাল্টে দেয়। আর অনেক আনন্দই নষ্ট করে ফেলে। দুজনে একই রকমের জামা তৈরি করেছেন আর নিজের ডিজাইন করে ড্রেসটি তৈরি করেছেন দেখে ভালো লাগলো আপু। ঈদের সালামি পেতে সত্যি অনেক ভালো লাগে।

একদম তাই,পরিস্থিতি এমন ভাবে পালটায় যে ভাবা যায় না।

আপনার আগের কিছু পোস্ট থেকে জেনেছি আপনার মনটা খারাপ ছিল ঈদের দিন। তবুও দুপুরের মোটামুটি একটা ঈদের অনূভুতি খুঁজে নিতে চেষ্টা করেছিলেন। একটা কথা ঠিকই বলেছেন আপু সত্যি সালামি পেতে বেশ দারুণ লাগে। ঈদের বাকি দিনটা বেশ ভালোই কেটেছিল আপনার।

হ্যা,কারণ ছোট ভাইবোন গুলোর মন রক্ষার্থে।

পরিবারের কেউ অসুস্থ থাকলে ঈদের দিনেও কোন কিছু ভালো লাগেনা। যেহেতু ঈদের দিন আন্টি অসুস্থ ছিলেন তাই হয়তো পুরোপুরি মজাটা নিতে পারেননি। তবে আপনার চাচাকে সালাম করে তো বেশ মোটা অংকের সালামি পেয়েছেন। তিনটা নোট দেখে একটা নিতে ইচ্ছে করছে 🙂 আপনার একটা পোস্টে ঈদের সালামি চেয়েছিলাম এখন সেটা দিতে পারেন 😁

একদম,ঈদ টা আর ঈদের মতোন ই লাগে না। হাহাহাহ,আগে তো বড় ভাইরা দেবে!

আমার ঈদের দিনগুলো এবার খুবই ভালো কেটেছিল। তবে আন্টি অসুস্থ থাকার কারণে আপনার ঈদ যে ভালো কাটেনি,সেটা এর আগেই আপনার পোস্ট পড়ে জানতে পেরেছিলাম। আসলে পরিবারের কেউ অসুস্থ থাকলে এমনিতেই ভালো লাগে না। আর মা যদি অসুস্থ থাকে,তাহলে তো সবকিছু এলোমেলো হয়ে যায়। তখন মন-মানসিকতা আসলেই ভালো থাকে না। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো আপু। নুয়াইরাকে দেখতে ভীষণ কিউট লাগছে। সবমিলিয়ে বেশ ভালোই সালামি পেয়েছিলেন দেখছি। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

সে তো সারাদিন ই ড্রেস চেঞ্জ এর উপর ই ছিলো।