🌼 হ্যালো, আসসালামু আলাইকুম।সবাই কেমন আছেন?
আশাকরছি সকলে ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি ।
আজকে আবারো চলে আসলাম নতুন আরও একটি লেখা নিয়ে। আশা করি আজকের লেখাটিও আপনাদের সকলেরই ভালো লাগবে।
আজকে ভাবলাম আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করা যাক। আর এটা একান্তই আমার অনুভূতি নিয়ে এবং আমি আশা করছি যে আজকের লেখাটি পড়ে আপনাদের বরাবরের মতো ভালোই লাগবে।
আমি আমার পরিবারের বড় সন্তান। অর্থাৎ আমার তিনজন ছোট ভাই-বোন রয়েছে এবং তারা বলতে গেলে আমার বয়সের চেয়ে বেশ অনেকটাই ছোট। আর একেবারে ছোট জনের কথা যদি বলি। তাহলে তো সে অনেক বেশি ছোট আমার চেয়ে। অর্থাৎ নুয়াইরার কথা বলছি। এখন একটা মজার ব্যাপার হলো, অনেকেই আমি যখন নুয়াইরার ছবি এখানে শেয়ার করি। তখন আসলে পোস্ট না পড়েই। তাকে আমার মেয়ে হিসেবে বলে। ব্যাপারটা বেশ বিরক্তিকর, কারণ বোঝাই যায় যে হয়তো পোস্টটা পড়ে না। তো আমি তাদেরকে আবার এই পোষ্টের মাধ্যমেই ক্লিয়ার করছি যে, সে হচ্ছে আমার আপন ছোট বোন।
আসলে আমার কেনো জানি আমার আপন ছোট ভাই-বোন গুলো যখন আমার কাছে এসে কোনো কিছু আবদার করে, তখন আমার খুব ভালো লাগে। এই যে যেমন, নুয়াইরা সব সময় আমাকে জড়িয়ে ধরে এসে বলে যে, "আপু আমাকে এটা কিনে দিবে?আপু আমাকে সেটা কিনে দিবে? আপু আমাকে ওখানে নিয়ে যাবে?" এই ধরনের আবদার আসলে তার হর-হামেশাই চলতে থাকে এবং আমিও মোটামুটি সে আবদারগুলো যথাসম্ভব পূরণ করার চেষ্টা করি এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে সেসব আমি অনেকটাই পূরণ করতে পারি।
আর আরেকটি মজার ব্যাপার হলো, আমার ছোট ভাই-বোন আমার বাবা-মায়ের কাছে আবদার করার চেয়ে আমার কাছেই আবদার করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। কারণ বাবা-মায়ের ব্যাপারগুলো তো জানেন ই। অর্থাৎ অন্যায় আবদার কখনোই মেনে নেয় না সন্তানদের। তবে আমি আবার তাদের মোটামুটি সবকটা অন্যায় আবদারই মেনে নেই, হাহাহা।যদি না তাদের কোনো ক্ষতি হয় কোনো ব্যাপারে, সে ক্ষেত্রে সেটা মানি না।
এই ব্যাপারগুলো আসলে হয়তো প্রতিটা বড় ভাই-বোন ই এনজয় করে শুধু আমি নয়, ঠিক বললাম কি?
আমার কাছে মনে হয়, এই আবদার গুলো সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া আমার জন্য উপহার। কারণ এই যে এই আবদার গুলোর মাধ্যমে আমার মধ্যে যে ভালোলাগাটা তৈরি হয়। সেই ভালো লাগার মূল্য আসলে কখনোই টাকার মূল্যে হিসাব করে ঠিক করা যাবে না।
আসলে তাদের এই ছোট ছোট আবদার গুলোর কোনো সীমানা নেই। তেমনটাই এই আবদার গুলোর মাধ্যমে পাওয়া ভালো লাগারও কোনো সীমা নেই। আচ্ছা এই বিষয়ে আপনাদেরকে মতামত কি?অর্থাৎ আমি অনেককেই দেখেছি যে। কেউ যখন তাদের কাছে কোনো কিছু আবদার করে। তখন আসলে তারা বেশ বিরক্ত হয়। কিন্তু আমার আবার সেটা একেবারেই হয় না।
আশা করছি লেখাটি আপনাদের ভালো লাগবে।এই প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল সে সাথে থেকে যাবে আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যগুলোও।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য দেখতে পাবো।
This is your beloved @nusuranur.
VOTE @bangla.witness as witness OR || আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Support @Bangla.Witness by Casting your witness vote
এই জিনিসটা আমিও খুবই ইনজয় করি আপু। ছোটরা যখন কোন কিছু আবদার করে তখন সব সময় চেষ্টা করি সেগুলো পূরণ করার। আমার ছোট ভাই বোনেরা প্রায় সব কিছুতেই আমার কাছেই আবদার করে। আব্বু আম্মুকে কোন কিছুতে রাজি করাতে হলেও আগে আমার কাছে এসে বলবে রাজি করানোর জন্য। কিন্তু মাঝে মাঝে আবার মনে হয় আমারও যদি বড় কেউ থাকতো তবে আমিও এমন আবদার করতে পারতাম।
তবে ছোট বোনকে মেয়ে বানিয়ে দেওয়া ব্যাপারটা আসলেই বিরক্তিকর। জানিনা তারা কিভাবে কমেন্টগুলো করে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম তাই। এই তো একটু আগেও অনেকগুলো টাকা নিয়ে গেলো দুই ভাই মিলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু ছোটদের আবদার গুলো শুনতে আর সেটা পূরণ করে দিতে ভীষণ ভালো লাগে। সত্যি বলেছেন আপু এই আবদার গুলো মনে হয় সৃষ্টিকর্তার থেকে পাওয়া। আপনি বড় আপু তাই আপনার কাছেই আবদার করে। আর আসল কথা হচ্ছে বাচ্চারাও বোঝে কার কাছে আবদার করলে এ আবদার পূরণ করে দেবে। দুঃখের কথা কি আর বলবো গতকালকে ছোট আন্টি আর ছোট ভাইকে নিয়ে একটা দাওয়াত খেতে গিয়েছিলাম সেখান থেকে একটা মহিলা আন্টির কাছে জিজ্ঞাসা করছে যে এটা কি মনির বাবা হয় নাকি? না জেনে এরকম প্রশ্ন করাটা সত্যি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে। হয়তো তিনি প্রশ্নটা এমনভাবে করতে পারত এটা মনির কে হয়? আসলে মানুষ না ভেবেচিন্তেই কল্পনা করে বিভিন্ন রকম সম্পর্ক বানিয়ে ফেলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে যাদের একটু কমনসেন্স কম তারা এসব বলে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু ছোটদের আবদার শুনতে খুবই ভালো লাগে। আর এই আবদার গুলো যখন পূরণ করতে পারি তখনই যেন মনের ভিতরে শান্তি লাগে। আর ছোটরাও বোঝে যাদের কাছে আবদার করেলে এই আবদার গুলো রাখবে। আপনার ছোট বোনের আবদার আপনি রেখেছেন যার কারণে বারবার সে আপনার কাছে আবদার করে। আর এই আবদার গুলো পূরণ করতে পেরে আপনার অনেক ভালো লাগে। তবে একটা বিষয় খুবই খারাপ লাগলো আপনার যেখানে বিয়ে হয় নাই। সেখানে পোষ্টের আপনার ছোট বোনকে দেখেই মেয়ে বানিয়ে ফেলেছে এ বিষয়গুলো সত্যি অবাক করে দেয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম তাই সে জানে কোথায় গেলে কি পাওয়া যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আমার কাছে তো এই আবদার গুলো কে সুখের মনে হয়। বেশ সুন্দর করে আপনি আজ সবাই কে নুয়াইরা আর আপনার মাঝে যে সম্পর্ক সেটা ক্লিয়ার করে দিয়েছেন। যাই হোক আপু আমার মতে বড় বোন মায়ের মত । তার কাছে তো সব আবদারই করা যায়। যেটা করা যায় না মায়ের কাছে। বেশ ভালো লাগলো আপু আপনার অনুভূতি গুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম তাই আমার কাছেও খুব সুখের মনে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাদের জন্য আমার সমবেদনা। যারা নুয়াইরা কে আপনার মেয়ে মনে করে এবং সেইরকম কমেন্ট করে। এটা আসলেই বিরক্তিকর। বাচ্চাদের আবদার করা একটা স্বাভাবিক বিষয়। তবে বাচ্চারা কিন্তু সবার কাছে আবদার করেও না। বাবা মা বড় বোন বা ভাই এদের কাছেই তাদের আবদার গুলো পুরোপুরি প্রকাশ পাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম তাই , ব্যাপার গুলো খুবই বিব্রতকর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নুয়াইরার মিষ্টিমুখ দেখলেই তার সব আবদার পূর্ণ করতে ইচ্ছে করে। আসলে ছোট ভাইবোন থাকলে তারা শুধু বড় বোনের কাছে আবদার করে কিংবা বড় ভাইয়ের কাছে আবদার করে। আর তাদের এই ছোট ছোট আবদার গুলো পূর্ণ করতে কিন্তু বেশ ভালো লাগে। যাইহোক আপু যারা পোস্ট না পড়ে মন্তব্য করে তাদের সত্যিই অনেক বিরক্ত লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যখন কোনো কিছু চায়। তখন তো আরো মিষ্টি করে রেখে মুখটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষ পোস্ট না পড়ে কিভাবে আন্দাজে আপন বোনকে মেয়ে বানিয়ে দেই?বিষয়টি সত্যিই খুব বিরক্তিকর। নুয়াইরার মত আমারও একটি ছোট বোন রয়েছে। সেও বিভিন্ন সময়ে বিভিন্ন আবদার করে আমার কাছে। আর সেই আবদার গুলো পূরণ করতে পারলে অনেক বেশি ভালো লাগে। অনেক ভালো লাগলো আপু আপনার পোস্টটি পড়ে। কিউট নুয়াইরা আপুটির জন্য অনেক আদর🧡
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম,কেমন লাগে বলেন তো এসব?
আপনার বোনের জন্যেও অনেক অনেক ভালোবাসা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নুয়াইরার মতো কিউট একটি ছোট বোন থাকলে তার আবদার পূরণ না করে কি পারা যায় আপু।যতক্ষন খারাপ কিছু না হয় ততক্ষন পূরণ করা যেতেই পারে।যা কিছুতে ভাই-বোনের সাথে খারাপ কিছু হয় তখন পূরণ না করলেই হয়।যেহেতু খারাপ কিছু ঘটছে না তখন আবদার পূরণ করাই যায়। আবদারের এই ছোট বেলাটা তো আর ফিরে আসবে না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম তাই, খারাপ কিছু হলে আমি কখনোই মানি না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা জেনে খুব খারাপ লাগলো যে পোস্ট না পড়ে আপনার বোনকে আপনার মেয়ে বানিয়ে দিয়েছে আসলে এটা খুবই বিরক্ত কর একটি ব্যাপার। নুয়াইরার মত এত মিষ্টি একটি বোন থাকলে তার আবদার কে না পূরণ করবে। আর এটা জেনে সত্যি খুব ভালো লাগলো যে আপনার ছোট ভাই-বোনরা সব আপনার কাছে আবদার করে। আসলে ছোট ভাই বোন থাকলে বড় ভাইবোনদের কাছেই সব সময় আবদার করে আপনি যে চেষ্টা করেন তাদের আবদার গুলো পূরণ করার এটাও ওদের কাছে হয়তো খুব ভালো লাগে। তাই ওরা আপনার আব্বু আম্মুর কাছে আবদার না করে আপনার কাছে সব সময় আবদার করে। কারণ ওরা জানে যে ওদের আপু ওদের আবদারটা পূরণ করতে চেষ্টা করবে। আপনার ভাই বোনের আবদারের অনুভূতিটা পড়ে সত্যিই খুব ভালো লাগে। আপনার ছোট ভাইবোনদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাদের আবদারের লিস্ট ও আবার খুবই বড় হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি ঠিক বলেছেন বাচ্চারা বাবা মার কাছে সব প্রশ্রয় পায়না।তবে আপনার মতো ভাইবোন থাকলে সেখানেই আবদার করতে থাকে। আসলে আপু বড় যে তার দায়িত্বটাও বেশি থাকে। আর আবদার তার কাছেই করে যে আবদার পূরণ করে। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ দায়িত্বটা অনেক বেশি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোট ভাই বোনদের আবদার পূরণ করতে পারলে অবশ্যই ভীষণ ভালো লাগে। যদিও আমার খুব বেশি সুযোগ হয়নি আবদার রাখার। কারণ আমার ছোট কোনো বোন নেই। তাছাড়া আমার ভাই আমার মাত্র ১.৫ বছরের ছোট। আমরা ছোটবেলা থেকেই একসাথে খেলাধুলা করতাম। তো প্রায় সমবয়সী হওয়ার কারণে আমার কাছে খুব বেশি আবদার করেনি কখনো। তবুও মাঝেমধ্যে কিছু আবদার করলে পূরণ করার চেষ্টা করি এবং নিজে থেকেও কিছু করার চেষ্টা করি। আপনার ছোট ৩ ভাই বোন ভীষণ লাকী আপনার মতো বড় বোন পেয়ে। কারণ সব ভাই বা বোন এমনটা হয় না। তাছাড়া আপনিও খুব লাকী এমন ভাই বোন পেয়ে। দোয়া করি সবসময় যেনো এভাবেই ছোট ভাই বোনদের আবদার পূরণ করতে পারেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তা ঠিক ছোট ভাই বোন মানেই একেবারে আনন্দের ভান্ডার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু, আপনার ছোট ভাই-বোন গুলো হয়তো আপনার কাছেই অনেক বেশি কমফোর্ট ফিল করে, এজন্য আবদার গুলো আপনার কাছেই বেশি করে। তবে আমি মনে করি, তারা এই আবদার গুলো করে বলেই হয়তো আপনি আরো খানিকটা ভালো থাকেন তাদেরকে নিয়ে। যাইহোক, তাদের দু-একটা আবদার যদি আমাদের সামনে একটু তুলে ধরতেন, তাহলে আমরাও জেনে খুব খুশি হতাম। হা হা হা...🤭
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু আমি প্রথম থেকেই জানি যে নুয়াইরা আপনার আপন ছোট বোন। তাকে নিয়ে আপনি অনেক পোষ্ট করেছেন। আমি সেই পোষ্ট পড়েই জেনেছি। যারা নুয়াইরাকে আপনার মেয়ে ভাবে তারা পোষ্ট না পড়েই কমেন্ট করে। যায়হোক মূল বিষয়টা হলো সবাই চাই তার ছোট ভাই বোনদের আবদার রাখতে। যাদের সামথ্য থাকা সত্বেও আবদার পুরন করতে বিরক্ত হয়। তাদের বিষয়ে কিছু বলার নেই। আপনি আপনার ছোট ভাই বোনদের সকল আবদার পুরন করেন,শুনে খুশি হলাম। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit