লোভের পরিণতি ধ্বংস (প্রথম পর্ব)

in hive-129948 •  13 days ago 

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


সুউচ্চ ১৫ তলা বিল্ডিং এর ১৪ তলায় সালমান চৌধুরীর অফিস। এই মুহূর্তে সালমান চৌধুরী তার রুমের বিশাল জানালার সামনে দাঁড়িয়ে হাভানা চুরুট হাতে নিয়ে বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আসলে সে কোনো কিছুই দেখছে না। সালমান চৌধুরী মনে মনে পরিকল্পনা করছিলো কিভাবে সরকারি বড় একটা কন্ট্রাক্ট বাগিয়ে নেয়া যায়। এই শহরে সালমান চৌধুরীর চেয়ে প্রভাবশালী ব্যবসায়ী আর কেউ নেই। বলতে গেলে শহরে সালমানের রাজত্ব চলছিলো। তাঁর কদর্য রক্তে মিশে ছিলো প্রতারণা দুর্নীতি আর নিষ্ঠুরতা ।

1000002049.png

সালমান চৌধুরী একজন খ্যাতিমান শিল্পপতি হলেও তাঁর বেশিরভাগ সম্পদ অর্জিত হয়েছিলো বেআইনি উপায়ে। তাঁর চরিত্রের খারাপ দিকগুলো ঢাকা পড়েছিল তাঁর অগাধ সম্পত্তির আড়ালে। কিন্তু এই প্রাচুর্যের পেছনে লুকিয়ে ছিল অসংখ্য সাধারণ মানুষের কান্না আর ধোঁকা খাওয়া নির্দোষ শ্রমিকদের আত্মত্যাগ। চৌধুরীর ব্যবসা বিস্তৃত ছিলো নির্মাণ শিল্প থেকে শুরু করে তেল, ম্যান পাওয়ার এবং গ্যাস পর্যন্ত। শুরুতে তিনি ছিলেন একজন সাধারণ মধ্যবিত্ত ব্যবসায়ী, যার স্বপ্ন ছিল বড় কিছু করার।

কিন্তু তাঁর সেই স্বপ্ন ধীরে ধীরে তাকে লোভের এক গভীর কুয়োর দিকে ঠেলে দেয়। ক্ষমতার লোভ তাঁকে অন্ধ করে তোলে। সরকারি প্রকল্প হাতানোর জন্য তিনি কর্মকর্তাদের ঘুষ দিতেন। ঘুষে কাজ না হলে বল প্রয়োগ করতেন। অপরিকল্পিত নির্মাণ করতেন, এবং পরিবেশের তোয়াক্কা না করে বন উজাড় করতেন। মানুষের জায়গা জমি জোর করে দখল করে নিতেন এমন কোনো খারাপ কাজ নেই যেটা সে করতো না। আর এভাবে দিনের পর দিন তাঁর লোভের সীমা আরও বিস্তৃত হতে থাকে। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সালমান চৌধুরীর মতো এমন অনেক শিল্পপতি আমাদের দেশে রয়েছে, যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য যেকোনো নিকৃষ্ট কাজ করতে পারে। তারা মানুষকে ঠকিয়ে ঠিকই সম্পদশালী হতে পারে,কিন্তু তারা কখনো প্রকৃত সুখ পায় না। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়।