আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
এই প্রশ্নটা দেখে হয়তো এখন অনেকেই শরীরের যে অঙ্গগুলো রয়েছে। সেসব সম্পর্কে বর্ণনা দেওয়া শুরু করবে কিন্তু আমি প্রথমে যে ব্যাপারটি বলতে চাই। সেটা হচ্ছে এটা কিন্তু শরীরের কোনো অঙ্গ কিংবা বিজ্ঞানের কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করছি না।হয়তো ভাবছেন যে, আজ এমন কোনো একটা অঙ্গের দাম বলবো। যা আমাদের অনেক বেশি দামি। অর্থাৎ সেটা চোখ হতে পারে, সেটা শরীরের কোনো দরকারী অংশ হতে পারে। কিন্তু আমি আসলে শরীরের সে সব অঙ্গ-প্রত্যঙ্গ সম্পর্কে কোনো কথা বলছি না।
আমি আসলে যেই শরীরের অংশটির কথা আপনাদের সাথে বলতে এসেছি। সেটা হচ্ছে, আমাদের হৃদয়। কারণ আমার কাছে মনে হয়। আমাদের শরীরের হৃদয়টাই হচ্ছে সবচেয়ে দামি অংশ। আর এই দামী অংশে সবাই ঠাঁই পায় না। কারণ আমাদের এই দামী অংশে আমরা তাদেরকেই ঠাঁই দেই। যাদেরকে আমরা ভালোবাসি কিন্তু অনেকেই সেটা নিতে পারে না। অর্থাৎ যে যে ওই দামি অংশের যোগ্য না, তারাই। সে কিন্তু সেই জায়গাটা নিতে পারে না।
তাই আমি মনে করি, যেহেতু আমাদের শরীরের সবচেয়ে দামি অংশ হৃদয় তাই সেই জায়গাটিতে যাকে তাকে ঠাঁই দেওয়া কখনোই উচিত নয়। কারণ আপনার ওই দামি জায়গাটিকে যে আপনি যাকে ঠাঁই দিচ্ছেন। সে দামী হিসেবে ভাববে তা কিন্তু নয়। আসলে আমাদের হৃদয়টা অনেক বেশি স্পেশাল এবং অনেক বেশি স্পর্শকাতর। তাই খুব সহজেই দুঃখ পেয়ে যায়, খুব সহজেই আঘাত পেয়ে যায়। তাই আমাদের এতো দামি জিনিসটাকে আমরা কেনো এতো হেলায় রাখি! সেটা আমার জানা নেই। কারণ এই যে আমরা অনেক সময় অনেক ভুল মানুষকে আমাদের হৃদয় দিয়ে ফেলি। তারা কিন্তু মোটেও তার কোনো দাম দেয় না।
তার কারণ হলো, ওই যে বললাম সব দামি জিনিস কিন্তু সবাই ব্যবহার করতে পারে না। ঠিক তেমনটাই, যে আসলে দামি জিনিসটির যোগ্যই নয়। তাকে যদি আপনি সেই দামি জিনিসটি দিয়ে ফেলেন। তাহলে দেখবেন যে, সে দামি জিনিসটি সে কোনোভাবেই রক্ষা করতে পারছে না। অর্থাৎ তাকেই আপনি সেই দামি জিনিসটা দিবেন যে আসলে তার যথাযথ সম্মান দিতে পারবে। অর্থাৎ আমাদের হৃদয় পাওয়ার মতোন যোগ্যতা কিন্তু সব মানুষের নেই। তাই আমার আপনার হৃদয়টা তাকেই দেওয়া উচিত, যে আমাদের হৃদয়কে তার জীবনের সবচেয়ে দামি হিসেবে রাখবে।