আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে আমি আমাদের দেশের বেশ মজার একটা ব্যাপার শেয়ার করবো। অর্থাৎ আমাদের কাছে হয়তো শুনতে কিংবা পড়তে মজার ব্যাপার লাগতে পারে। আমার বলতেও মজার ব্যাপারে মনে হচ্ছে। কিন্তু যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি। সেক্ষেত্রে এই ব্যাপারটি আমাদের কারো জন্যই, একেবারেই মজার নয়। তার কারণ ব্যাপারটা আসলে মজার নয় বরং ভয়ংকর।
যেমন আমার টাইটেলটি দেখে হয়তো অনেকেই একটু কনফিউজড হয়েছেন যে আমি আসলে কোন বিষয়টি নিয়ে কথা বলবো কালো টাকা অর্থাৎ খারাপ পথে অর্জিত টাকা নিয়ে নাকি সৎ পথে অর্জিত টাকা নিয়ে আসলে আমি আজকে কথাটি বলবো সেটা হল কিভাবে খারাপ পথে টাকা অর্জন করে আমাদের দেশের কিছু গণ্যমান্য ব্যক্তি সেটা সৎ পথে অর্জন করার মতন করে পৃথিবীতে প্রদর্শন করে।
যেমন আমি একটি উদাহরণ দিই। তাহলে আপনারা বিষয়টি একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। আমাদের ঠিক বাড়ির একটু পাশে একটি অনেক বেশি নামিদামি রেস্টুরেন্ট রয়েছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো সেটা যতোটা নামিদামি, ততোটাই ফ্লপ। অর্থাৎ এই রেস্টুরেন্টটিতে কালে ভাদ্রেও আমি কোনো কাক পক্ষী যেতেও দেখিনি। অর্থাৎ মানুষ একেবারেই যায় না। কারণ সেখানকার খাবারগুলো যতোটা বাজে, তার প্রাইস ততটাই বেশি। এমনকি পরিবেশ অনেক বেশি জাঁকজমকপূর্ণ। কিন্তু ওই যে প্রাইস বেশি এবং খাবার অতিরিক্ত বাজে হওয়াতে কেউ ই যায় না।
তো আমি প্রায় সময় সেই রেস্টুরেন্টের কথা ভাবতাম। যে যেহেতু এই রেস্টুরেন্টটি একেবারেই চলেনা। সেক্ষেত্রে তার মালিক কিভাবে এই বছরের পর বছর রেস্টুরেন্টে রেখেছে। কারণ একটা ব্যবসাতে যদি লাভ না হয়। তাহলে বছরের পর বছর সেই ব্যবসা চালানো তো সহজ কথা নয়।
পরবর্তীতে আমি যে বিষয়টি জানতে পারলাম। তা হলো, এটা একটা মন্ত্রীর রেস্টুরেন্ট এবং উনার বিভিন্ন ইনকাম গুলো এই রেস্টুরেন্টের মাধ্যমেই দেখায়। অর্থাৎ উনার বিভিন্ন দুই নাম্বারী কাজের ইনকামগুলো উনি এই রেস্টুরেন্টের অ্যাকাউন্ট দিয়েই বের করেন। এবং যেটা পৃথিবীর কাছে মনে হয় যে এই রেস্টুরেন্টের ইনকাম ই তিনি নিচ্ছেন। অর্থাৎ চিন্তা করুন, কি করে ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করে ফেললো!