লোভে পাপ পাপে সর্বনাশ (দ্বিতীয় পর্ব)

in hive-129948 •  16 days ago 

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


তিনি সবসময়ই মনে করেন, টাকা থাকলে জীবন সুখের হয়। আর তার জন্য তিনি যেকোনো কাজ করতে রাজি। আর এদিকে ধীরে ধীরে তার নামে অভিযোগের পাহাড় জমতে থাকে তার হেড অফিস তারই অফিসের তার কিছু কলিক তার দুর্নীতির বিরুদ্ধে হেড অফিসের বিভিন্ন রকম তথ্য সরবরাহ করতে থাকে শেষ পর্যন্ত একদিন, অফিসে একটি বিশেষ তদন্ত দল আসে।সেই তদন্তে কিছু অনিয়ম ধরা পড়ে। আর এই অনিয়মে তার নামও চলে এসেছে। প্রথমে তিনি খুব একটা গুরুত্ব দেননি। বরং তদন্তকারী দলকে কিছু অর্থ দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন।

1000001989.png

কিন্তু এবার যেন পরিস্থিতি অন্যরকম। তদন্তকারী দল তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। রফিক সাহেব নানা কথা বলে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেন। তবে তদন্ত দল তার দুর্নীতি গুলো ধরতে সক্ষম হয়। তদন্তে প্রমাণ মেলে যে তিনি দীর্ঘদিন ধরে ঘুষ নিয়ে অন্যায়ভাবে টাকা আদায় করে আসছেন। পরিস্থিতি আরও খারাপ হয় যখন তার নিজের সহকর্মীরা তা বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করে। অফিসে তিনি যেমন একজন সহকর্মীকে টাকা নিয়ে কাজ দেন। তেমনি আরেকজনকে অপমান করেন। তাই সবাই একে একে তার বিরুদ্ধে দাঁড়ায়।

তদন্তকারী দল তার ব্যাংক অ্যাকাউন্টগুলো খুঁজে বের করে এবং দেখা যায় অনেকগুলো গোপন অ্যাকাউন্টে তার বিশাল অংকের টাকা জমা রয়েছে। সমস্ত প্রমাণ পাওয়ার পরে তদন্ত দল তার বিরুদ্ধে রিপোর্ট দাখিল করে। এ সমস্ত কিছু জানতে পেরে তার স্ত্রী শামিমা ভীষণ ভেঙে পড়েন। এতদিন তিনি জানতেন, তার স্বামী একনিষ্ঠভাবে সৎভাবে কাজ করেন। চাকরি পাশাপাশি ব্যবসা করে সেখান থেকে তিনি ভালো টাকা ইনকাম করেন। কিন্তু আসল সত্যি জানতে পেরে তার জীবনটা ধুলিস্যাৎ হয়ে যায়। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রফিকের এমন অবস্থার জন্য সে নিজেই দায়ী। তবে রফিকের ওয়াইফ শামীমা দেখছি খুব ভালো মনের মানুষ। রফিকের ব্যাপারে এসবকিছু জানার পর, শামীমা রফিকের সাথে সম্পর্ক রাখবে কিনা,সেটাই এখন দেখার বিষয়। দেখা যাক পরবর্তী পর্বে কি হয়।

রফিক নিজের কৃতকর্মের জন্য নিজেই দায়ী। চিরন্তন সত্য বাণী হচ্ছে লোভে পাপ পাপে সর্বনাশ। তবে খুবই অসাধারণ একটি শিক্ষণীয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি শিক্ষনীয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।