নতুন রেলওয়ে স্টেশনে ঘোরাঘুরি।

in hive-129948 •  7 months ago 

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি অনেকদিন পর আপনাদের মাঝে একটি ঘোরাঘুরির পোস্ট শেয়ার করব। অনেকদিন হলো বাইরে কোথাও ঘুরতে বের হওয়া হয় না। ঈদ উপলক্ষে ঈদের তৃতীয় দিনে আমরা আমার পরিবারের সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম নতুন রেলওয়ে স্টেশন দেখার জন্য। রেলওয়ে স্টেশনে যেতে আমাদের বাড়ি থেকে মাত্র ৫-৬ মিনিট লাগে। এর আগে সবাই গিয়েছিল শুধু আমারই যাওয়া হয়েছিল না। তাই ঈদের তৃতীয় দিন আম্মু আব্বু এবং আমার বোনরা মিলে ঠিক করলাম বিকেলবেলায় রেলওয়ে স্টেশনে ঘুরতে যাব। আসলে এই রেলওয়ে স্টেশনটি একদমই নতুন। এখনো কোন ট্রেন চালু হয়নি।

IMG_20240413_174920_602@407209850-01.jpeg

শুনেছিলাম ঈদের দিন এবং ঈদের পরের দিন নাকি এই রেলওয়ে স্টেশনে প্রচুর মানুষের ভিড় জমে ছিল। দূর দুরান্ত থেকে এই রেলওয়ে স্টেশন টি দেখার জন্য সবাই এসেছিল ঘুরতে। তাই আমরা ঈদের কয়েকদিন পরেই গেলাম যাতে ভিড় কম থাকে। কিন্তু আমরা যাওয়ার পরও দেখি অনেক মানুষেরই ভিড় রয়েছে সেখানে। বর্তমানে আমি তো তেমন বাইরে বের হই না। কিন্তু সেদিন বাইরে বের হওয়ার পর আমি তো একদমই অস্থির হয়ে গিয়েছিলাম। কারণ, বাইরে প্রচুর গরম ছিল। আর যেহেতু নতুন রেলওয়ে স্টেশন তাই কোন গাছ-গাছালির ছায়াও ছিল না।

IMG_20240413_171401_191@-885455828-01.jpeg

IMG_20240413_171557_334@-18796583-01.jpeg

আমরা বিকাল পাঁচটার দিকে রওনা হয়েছিলাম রেলওয়ে স্টেশনের দিকে। বাইকে যেতে মাত্র পাঁচ মিনিট সময় লেগেছিল। স্টেশন থেকে অনেক দূরের একটি রাস্তায় বাইক পার্কিং করা লেগেছিল। কারণ স্টেশন তো চালু হয়নি সেজন্য বাইক কিংবা অন্যান্য গাড়ি নিয়ে যাওয়া একদমই নিষিদ্ধ ছিল। তাই আমরা সেখানে গাড়ি রেখে রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। নতুন রেলওয়ে স্টেশনের এই রাস্তাটি কিন্তু অনেক সুন্দর। ফাঁকা মাঠের ভিতর এই রেলওয়ে স্টেশনটি হয়েছে। পাশে অবশ্য বড় হাইওয়ে আছে। তারপর আমরা ট্রেন রাস্তায় পৌঁছে গেলাম। ট্রেন রাস্তা গুলো এত সুন্দর আর এত চওড়া জায়গা মিলে তৈরি করা হয়েছে যা দেখতে খুবই সুন্দর লাগছিল।

IMG_20240413_171956_443@-188970949-01.jpeg

IMG_20240413_172142_758@-1331991978-01.jpeg

IMG_20240413_180602_382@-667029707-01.jpeg

ট্রেন রাস্তার সহ স্টেশনটি অনেক সুন্দর ভাবে তৈরি করা হয়েছে এবং অনেক জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছিল। সেখানে একটি ওভারব্রিজ করা হয়েছে। অবশ্য ওভার ব্রিজের উপর যাওয়া নিষিদ্ধ ছিল। তা না হলে ওভার ব্রিজের উপর উঠে অনেক সুন্দর কিছু ছবি উঠানো যেত।

IMG_20240413_172446_591@1560249872-01.jpeg

IMG_20240413_174927_173@698706966-01.jpeg

আমরা ট্রেন রাস্তায় ঘুরতে যেয়ে বাদাম, পাপড়, ছোলা ভাজা এগুলা খেয়েছিলাম। পরিবারের সাথে খুব ভালো সময় অতিবাহিত করেছিলাম সেদিন । কিন্তু গরমের জন্য আবার খুব খারাপ ও লাগছিল। সেদিন অবশ্য ট্রেন স্টেশন থেকে অনেকগুলো ফটোগ্রাফি করা হয়েছিল। কিন্তু সব তো আর আপনাদের সাথে একটি পোস্ট এর মধ্যে শেয়ার করা সম্ভব নয়। অন্য একদিন আপনাদের সাথে বাকি ফটোগ্রাফি গুলো শেয়ার করব। তারপর ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যার কিছুক্ষণ আগেই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম।

IMG_20240413_172531_782@-2140515823-01.jpeg

IMG_20240413_180247_529@-1692853503-01.jpeg

এই ছিল আমার আজকের পোস্ট। পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য গুলো আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোন পোস্ট নিয়ে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

নতুন রেলওয়ে স্টেশন খুব সুন্দর হয়েছে। চতুর্দিকে ফাঁকা এবং পাশেই বড় রাস্তা রয়েছে। ঈদের সময় বেশ ভিড় পরেছিলো মনে হচ্ছে। মাঝে মধ্যে কোথাও ঘুরতে গেলে ভীষন ভালো লাগে। আপনার ঘুরতে যাওয়ার অনূভুতি গুলো পড়ে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

চারিদিকে ফাঁকা সেজন্যই রেলওয়ে স্টেশনটি দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

খুব দ্রুতই ঢাকার সঙ্গে এই লাইনের ট্রেন চলাচল শুরু হবে। ট্রায়াল দেওয়াও হয়ে গেছে। ইদানিং বাংলাদেশে যতগুলো স্টেশন তৈরি হয়েছে সবগুলোর মডেল এইরকম। এই টাইপের স্টেশনগুলো বেশ সুন্দর দেখতে। বিকেল টা দারুণ কাটিয়েছেন আপু এখানে। বেশ সুন্দর ছিল আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে।।

Posted using SteemPro Mobile

ঠিক বলেছেন ভাইয়া, খুব দ্রুতই এখানে ট্রেন চলাচল শুরু হবে। যদিও ঈদের আগেই ট্রায়াল দেওয়া হয়ে গিয়েছে।

জামদিয়া রেলওয়ে স্টেশনটি আমার কাছে পরিচিত লাগছে আপু। এটা কি কসবা বা কুমিল্লার আশেপাশে! যাইহোক, নতুন রেলওয়ে স্টেশনে গিয়ে ভালো সময় অতিবাহিত করেছেন পরিবারের সবাইকে নিয়ে। বিশেষ করে বিকালের দিকে স্টেশনে ঘুরতে গেলে ভালো লাগে।

জামদিয়া রেলওয়ে স্টেশনটি যশোর জেলায় অবস্থিত ভাইয়া।

ওহ আচ্ছা আপু! আমি ভাবছিলাম কুমিল্লার দিকে হয়তো।

আপু, নতুন রেলওয়ে স্টেশনে ঘুরতে গিয়ে আপনারা খুব সুন্দর সময় কাটিয়েছেন তা আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ বুঝতে পারছি। কেননা নতুন রেলওয়ের জায়গাটি দেখতে ভীষণ সুন্দর। রাস্তাগুলো একদম ঝকঝকে মনে হচ্ছে। আপু,যেহেতু আপনার আব্বু, আম্মু ও বোনেরা মিলে সুন্দর এই জায়গায় গিয়ে বাদাম, পাপর ও ছোলা ভাজা খেয়ে সুন্দর সময় কাটিয়েছেন, নিশ্চয়ই সেই সুন্দর সময় টুকু আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এছাড়াও পরিবারের সদস্যদের সাথে সুন্দর সময় কাটাতে খুবই ভালো লাগে। সব মিলিয়ে সময়টা নিশ্চয়ই ভীষণ উপভোগ করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপু, নতুন রেলওয়ে স্টেশনে ঘোরাঘুরি নিয়ে আপনার অনুভূতিটুকু শেয়ার করার জন্য।

পরিবারের সাথে ঘুরাঘুরির মুহূর্তগুলো আসলেই স্মরণীয় হয়ে থাকে জীবনে। এত সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

চমৎকার একটি জায়গা ঘোরাঘুরি করলেন আপু ভীষণ ভালো লেগেছে জায়গাটি। নতুন রেলওয়ে স্টেশনে ঘোরাঘুরি মানে অনেক সুন্দর দৃশ্য দেখলেন আপনি। ঈদের পরে আমিও গেছিলাম আমাদের এখানে নতুনরা রেলওয়ে স্টেশন দেখতে। আপনি বেশ ঘোরাঘুরি করলেন সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিলেন। যখন আমি রেলওয়ে স্টেশন দেখতে গেলাম তখন মানুষের অনেক ভিড় ছিল ।তারপরই অনেক ভালো লাগছিল আমার। আজকে আবার আপনার অনুভূতি পড়ে অনেক ভালো লেগেছে।

নতুন রেলওয়ে স্টেশনগুলো অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপু আপনার পোস্ট পড়ে জানতে পারলাম ঈদের তৃতীয় দিন ঘোরাঘুরি করার জন্য আপনারা এই নতুন রেলওয়ে স্টেশনে ঘোরাঘুরি করতে গিয়েছিলেন। আপু আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে জায়গাটি খুবই সুন্দর এবং দেখতে তো দারুন লাগছে। আর খোলা রাস্তাটি পাশে উচ্চ একটি জায়গা এছাড়াও রেলওয়ে স্টেশনটি বেশ দারুন সুন্দর দেখাচ্ছে।। ঈদের দিন সবাই চায় ঈদের এই আনন্দে একটু ঘোরাঘুরি করি তাই আপনি নতুন রেলওয়ে স্টেশনে পরিবারের সাথে ঈদের তৃতীয় দিন ঘুরতে গিয়েছেন বিষয়টা জানতে পেরেও বেশ ভালো লাগলো আপু। আর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

ঈদের সময় একটু ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

নতুন রেল স্টেশনে পরিবারের সাথে গিয়ে সুন্দর সময় কাটিয়েছেন, জেনে খুব ভালো লাগলো আপু। তাছাড়া ঈদের তৃতীয় দিন এমনিতেই অনেক গরম পড়েছিল, এজন্য হয়তো আপনাদের কিছুটা কষ্ট হয়েছিল। যাইহোক, রেল স্টেশনটা কিন্তু অনেক সুন্দর আপু। ভালো লাগলো আপনার এই পোস্ট টি পড়ে।

এই গরমে সবারই অবস্থা খারাপ ভাইয়া।পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

গরমে আর বেঁচে থাকার মত অবস্থা নেই আপু, ৪০ ডিগ্রির উপরে তাপমাত্রা চলছে এখন আমাদের এইদিকে।

নতুন রেলওয়ে স্টেশন,বিশাল বড় জায়গা নিয়ে করেছে। যার ফলে মানুষ খালি জায়গা পেয়ে সেখানে ঘুরতে গিয়েছে। আপনার ফটোগ্রাফিতে দেখলাম জায়গাটা অনেক সুন্দর। নতুন স্টেশনে ঘোরাঘুরি করে আপনার অনুভূতি দারুন ছিল। ধন্যবাদ।

নতুন রেলওয়ে স্টেশনের জায়গাটা সত্যিই অনেক সুন্দর এবং অনেক জায়গা মিলে তৈরি করা হয়েছে।