একটি কালারফুল জ্যামিতিক আর্ট।

in hive-129948 •  10 months ago 

আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আজকের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।



প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি জ্যামিতিক আর্ট। অনেকদিন আগে এই ধরনের আর্ট কয়েকটি আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল। আজ বহুদিন পর আপনাদের সাথে আরও একটি জ্যামিতিক আর্ট শেয়ার করার জন্য চলে আসলাম। এ ধরনের আর্ট গুলো করতে খুবই ভালো লাগে। জ্যামিতিক আর্ট গুলো তৈরি করার জন্য মাপগুলো ঠিকঠাক দিতে হয়। মাপ গুলো ঠিকঠাক না হলে জ্যামিতিক আর্ট গুলো দেখতে একদমই পারফেক্ট হয় না। আজকের এই জ্যামিতিক আর্টি তৈরি করতে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং তৈরি করার পর দেখতে খুবই সুন্দর লাগছে। মূলত আজকের এই জ্যামিতিক আর্টটি আমি কালার করেছি জন্য বেশি সুন্দর লাগছিল।তাহলে চলুন আজকে আর্টটি আমি কিভাবে তৈরি করলাম সেটি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করি।



IMG_20240330_151915_111@1181424992-01.jpeg

IMG_20240330_151929_606@-1831399506-01.jpeg



উপকরণ :

• আর্ট পেপার
• স্কেল
• ইরেজার
• কম্পাস
• পেন্সিল
• কলম
• কালার পেন
• চাঁদা



ধাপ-১

প্রথমে ৮ ইঞ্চি মাপের একটি বৃত্ত আঁকিয়ে নিলাম। এখন বৃত্তটির ভিতর চাঁদার সাহায্যে মাপ করে মোট ১২টি ভাগে বৃত্তটি ভাগ করে নিলাম।

IMG_20240330_144749_658.jpgIMG_20240330_145113_269.jpg
ধাপ-২

এখন বৃত্তের মধ্যে জ্যামিতিক ডিজাইন করা শুরু করবো। আসলে এগুলো ছবি দেখেই বুঝে নিতে হবে। কারণ মুখে এগুলো প্রকাশ করা আমার কাছে খুব কঠিন ব্যাপার মনে হয়।

IMG_20240330_145220_452.jpgIMG_20240330_145400_618.jpg
IMG_20240330_145713_070.jpgIMG_20240330_145934_944.jpg
ধাপ-৩

এই পর্যায়ে পেন্সিলের বাড়তি দাগগুলো ইরেজারের সাহায্যে মুছে ফেলব।

IMG_20240330_150031_437.jpg

ধাপ-৪

জ্যামিতিক ডিজাইনের মধ্যে আমি পেন্সিলের সাহায্যে কিছুটা থ্রিডি ইফেক্ট দিয়ে দিলাম।

IMG_20240330_150352_676@-390565768-01.jpegIMG_20240330_150723_526.jpg
ধাপ-৫

এরপর জ্যামিতিক ডিজাইনের মধ্যে শুরু করব পছন্দ অনুযায়ী কালার করা। আমি হালকা সবুজ এবং হলুদ কালার সিলেক্ট করেছি কালার করার জন্য। প্রথমে হলুদ রং সুন্দর মত করে নিলাম।

IMG_20240330_150949_646@2055974665-01.jpegIMG_20240330_151152_192.jpg
ধাপ-৬

এরপর সবুজ রং করে নিলাম।পরিপূর্ণ রং করার পর জ্যামিতিক ডিজাইন দেখতে খুবই সুন্দর লাগছিল।

IMG_20240330_151716_092@-1984641001-01.jpeg

সর্বশেষ ধাপ

সবশেষে আমার একটি সিগনেচার করে নিলাম।

IMG_20240330_151918_955@-1317665557-01.jpeg

এই ছিল আমার আজকের জ্যামিতিক আর্টের ডিজাইন। আজকের এই কালারফুল জ্যামিতিক আর্ট আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই মন্তব্যে জানাবেন। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে অনেক বেশি উৎসাহিত করে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন পোস্ট দিয়ে ইনশাআল্লাহ।

আল্লাহ হাফেজ


সময় নিয়ে পোস্টটি ভিজিট করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ


1691507400587_compress31.jpg

আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার ঐশী। জাতীয়তাঃ বাংলাদেশী। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স ৪র্থ বর্ষের ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না আমার খুবই প্রিয়। প্রিয়জনদের পছন্দের খাবার রান্না করে খাওয়াতে এবং তাদের প্রশংসা শুনতে আমার খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের জুন মাসে স্টিমিটে জয়েন হয়েছি।আমি বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন হয়েছি সবার সাথে বিভিন্ন রেসিপি এবং আর্ট শেয়ার করার জন্য এবং সেই সাথে অন্য সবার থেকে দারুন দারুন সব ক্রিয়েটিভিটি শিখতে। বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি।

New_Benner_ABB-6.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP


Heroism_Copy.png

20230619_2107145.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি অনেক সুন্দর করে মেপে মেপে এই আর্ট করেছেন যা দেখেই বুঝতে পারছি। দুটি ভিন্ন কালার করেছেন এই আর্টের মধ্যে। যার কারণে এটাকে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগতেছে। এই ধরনের নিখুঁত হাতের কাজগুলো আমি খুবই পছন্দ করি। এগুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আঁকা লাগে। তবেই অনেক বেশি সুন্দর হয়। ধৈর্য আর দক্ষতা দুটোরই প্রয়োজন হয়। আপনার হাতের কাজ কিন্তু সত্যি খুবই নিখুঁত আপু। পুরোটাই একেবারে চোখ ধাঁধানো ছিল।

কালার করার পর জ্যামিতিক আর্টের সৌন্দর্য সত্যিই বেশি বৃদ্ধি পেয়েছে। ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে একটি কালারফুল জ্যামিতিক আর্ট তৈরি করে শেয়ার করেছেন। আর্ট তৈরি সময় আপনি চাঁদার সাহায্যে বারটি ভাগে ভাগ করে নিয়েছিলেন জানতে পারলাম আপনার পোষ্টের মাধ্যমে। কালার করার কারণে পোস্টি দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আপু। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

পোস্টটি পড়ে চমৎকার মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ।

বেশ দারুণ একটি জ্যামিতিক আর্ট শেয়ার করেছেন আপু। এই জ্যামিতিক আর্টগুলো খুব মেপে মেপে করতে হয়। আর এগুলো করার পর দেখতেও খুব সুন্দর লাগে। কালারফুল হওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আপু চমৎকার একটি আর্ট শেয়ার করার জন্য।

গঠনমূলক মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

আপনার করা জ্যামিতিক আর্টটি আসিলেই অনেক কালারফুল লাগছে আপু।আসলে এই ধরণের জ্যামিতিক আর্ট গুলো দেখতে খুব ভালো লাগে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

মতামত প্রদান করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

আপু আপনি বরাবরই অনেক ভালো আর্ট করেন। তবে আজকের আর্ট টি একটু বেশিই ভালো লেগেছে আমার কাছে।কালারফুল জ্যামিতিক আর্টটি এক কথায় অসাধারণ হয়েছে। আর কালার কম্বিনেশন এর কথা আর কি বলব নতুন করে।সব মিলিয়ে অসাধারণ ছিল আপু।ধন্যবাদ সুন্দর একটি কালারফুল জ্যামিতিক আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

অসাধারণ একটি অংকন উপহার দিয়েছেন আপু। এধরনের ছবিগুলো আঁকা বেশ কঠিন কারন মাপজোখ ঠিক না হলে সমস্যা হয়ে যায়। আর সবশেষে রং করাতে আরো পারফেক্ট দেখাচ্ছে। নিঃসন্দেহে এটা প্রসংসনীয় কাজ। ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

ঠিক বলেছেন ভাইয়া, এই আর্টগুলোতে মাপ ঠিকঠাক না হলে একদমই পারফেক্ট লাগে না দেখতে।

যেহেতু জ্যামিতিক আর্ট সেহেতু অবশ্যই এর মাপগুলো ঠিক রকম ভাবে দিতে হবে। যদি এর মাপগুলো দিতে ভুল হয়ে যায় তাহলে এই আর্ট সঠিক হবে না এটা ঠিক বলেছেন আপু। তবে আপনি আজকে খুবই সুন্দর একটি জ্যামিতিক আর্ট তৈরি করেছেন। আপনার তৈরি জ্যামিতিক আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তৈরির ধাপ গুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

আমার তৈরি জ্যামিতিক আর্ট আপনার কাছে ভীষণ ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ভাইয়া।

আসলেই আপু, কিছু স্টেপ আসলে মুখে বলাও কঠিন চিত্র দেখে বুঝে নিতে হয়। তারপর আপনি সুন্দর করে উপস্থাপন করেছেন। মাপগুলো ঠিকঠাক হয়েছে এজন্য দেখতেও সুন্দর লাগছে আপনার জ্যামিতির আর্টটি।

আমার উপস্থাপনা আপনার ভালো লেগেছে জেনে সত্যিই খুব আনন্দিত হলাম। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

জ্যামিতি আর্ট গুলো আমার খুবই ভালো লাগে। বিশেষ করে এই যে আর্টের মধ্যে কালার করলে আরো বেশি সুন্দর হয়। আপনি খুবই দক্ষতার সাথে এই আর্টটি করলেন এবং কালারটা অসাধারণ হয়েছে।

জ্যামিতিক আর্ট গুলো আপনার কাছে খুবই ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম ভাইয়া।

এই জ্যামিতিক আর্টগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তবে মাপ ঠিক মতো না হলে এর সৌন্দর্য সুন্দর ভাবে ফুটেও উঠে না।আপনি কালার করাতে সত্যি ই দারুন লাগছে আপু।ধন্যবাদ আপনাকে চমৎকার এই আর্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

ঠিক বলেছেন আপ, জ্যামিতিক আর্ট গুলোতে মাপ ঠিকমতো না হলে সৌন্দর্য একদমই ফুটে ওঠানো।

আপনার করা আর্ট আমি যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। কত ধরনের জিনিস আপনি আর্ট করতে পারেন তা হয়তো গুনে শেষ করা যাবেনা। কালারফুল জ্যামিতিক আর্ট অসাধন লাগছে দেখতে। এই আর্ট থেকে চোখ ফেরানো যাচ্ছে না। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

আপনাদের এত সুন্দর মন্তব্য পাই জন্য কাজের প্রতি বেশি আগ্রহ পাই। ধন্যবাদ।

খুবই সুন্দর আর কালারফুল একটি জ্যামিতিক আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সবুজ আর হলুদ রং দিয়ে খুবই দারুণভাবে আজকের এই আর্ট টি আপনি করেছেন। আপনারা আর্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি জ্যামিতিক আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

কালারফুল জ্যামিতিক আর্ট সম্পর্কে সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।