আমার পরিচিত মূলক পোস্ট।

in hive-129948 •  last year 

আমার পরিচিতি মূলক পোস্ট÷

IMG_20231201_203319_039.jpg

আসসালামু আলাইকুম,,,,আমার বাংলা ব্লগ পরিবার। আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার পরিচিতি মূলক পোস্ট করতে যাচ্ছি। আমি @omar135 আমি বি বাড়িয়া জেলা থেকে।আমার বয়স ১৮ বছর। আমি একজন ছাত্র, পড়াশোনা করছি দ্বাদশ শ্রেণীতে। আমার পরিবারে বাবা মা ও ভাই আর আমি শুধু আছি।আমি আমার পরিবারের ছোট সন্তান।এই নিয়ে আমার ছোট একটি পরিবার। পরিবারের সাথে সব সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। তবে আমি সময় পেলেই বন্ধুদের নিয়ে ঘুরতে বের হই।আমি সব সময় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে খুব পছন্দ করি।

IMG_20231201_134117_604.jpg

আমি লেখাপড়া করেছি এর পাশাপাশি টিউশন পড়ায়।
আর বাকি সময় খেলাধুলা করে যায়। আর আম্মু কে কাজে সাহায্য করি।পরিবারে আমি মায়ের খুব আদরের ছেলে।আমার বড় ভাই প্রবাসে থাকেন।আমার বড় ভাইয়ের কলিজা টুকরা বলতে পারেন আমি।আর আমার আব্বু নেই।

IMG_20231017_171848_947.jpg

IMG_20230904_144922_984.jpg

আমি @ayrinbd আপুর আপন চাচাতো ভাই। আমরা বড় চাচার মেয়ে ওনি।এখানে আমার আরও বোন গুলোও আছে।শান্তা আপুর কাছে শুনলাম অনেক আগেই আপুরা সবাই এখানে কাজ করে।আর অনেক বিশ্বস্ত একটি প্লাটফর্ম এইটা শুনে আরও বেশি ভালো লাগলো।এখানের সবাই পরিবারের মতো এইটা শুনে আর বেশি আনন্দ পেলাম। আর আজকে সুযোগ করে আইরিন আপুর বাসায় গিয়ে আপুর থেকে একটি আইডি খুলে নিলাম।আর আপু আমাকে স্টিমিট এর সব নিয়ম কানুনের বিষয়ে আমাকে সুন্দর করে বুঝিয়ে বললো।আর আপু সব কথা শুনে আমি এই সুন্দর প্লাটফর্মে কাজ করার জন্য অনেক বেশি উৎসাহ পেয়েছি। আমার বাংলা ব্লগ পরিবারে এ কাজ করার জন্য ইচ্ছে জাগলো আমার।তাই নিয়ম কানুন ভালো করে জেনে ও বুঝে নিলাম।

IMG-20230904-WA0010.jpg

IMG-20230904-WA0055.jpg

IMG_20230517_093758_972.jpg

IMG-20230904-WA0048.jpg

আমার শখ গুলো::

IMG_20230904_142350_699.jpg

IMG_20230904_140454_342.jpg

IMG_20230626_122736_745.jpg

IMG_20230912_174349_155.jpg

আমি সব থেকে বেশি পছন্দ করি নতুন নতুন জায়গা ঘুরে বেড়াতে।বন্ধুদের সাথে এবং আম্মুর সাথে নতুন নতুন জায়গা ঘুরতে। এবং সন্ধা বেলায় বন্ধুদের সাথে আড্ডা দিতে। আমি সব সময় নতুন নতুন জায়গা গিয়ে ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। এক কথায় বলতে পারেন ফটোগ্রাফি আমার এক ধরনের নেশা। আমার গান ও গজল গাইতে অনেক ভালো লাগে। তবে রান্না করতে ও আমি খুব বেশি পছন্দ করি আমি। বলতে পারেন সব ধরনের রান্নাই আমি পারি।

আমার পছন্দ::

IMG_20231121_163729_820.jpg

IMG_20231024_173158_912.jpg

IMG_20230904_151337_891.jpg

আমার কালো রং পছন্দ। আর আমার সব ঝাল খাবার অনেক পছন্দের সব সময়। আমার পছন্দের প্রাণী হলো বিড়াল।আমার পছন্দের কাজ হলো নামাজ পড়া আর আমার বয়স থেকে ছোটদের সাথে খেলাধুলা করা।

IMG_20230422_164833_562.jpg

IMG_20220716_182055.jpg

IMG_20230422_164828_748.jpg

আমি আমার প্রতিভা গুলো এই আমার বাংলা ব্লগ প্লাটফর্মে তুলে ধরতে পারবো এই চেষ্টা করবো সব সময় ইনশাআল্লাহ। আমি আমার সর্বোচ্চ টা দিয়ে আমার এই প্লাটফর্মে ভালো কিছু করার চেষ্টা করবো। আপনারা সকলেই আমাকে সহযোগিতা করবেন পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি যেনও আমার বাংলা ব্লগ কমিউনিটির পরিবারের সকল নিয়ম কানুন মেনে কাজ করতে পারি। আজকের মতো এখানে শেষ করে দিলাম। আশা করি খুব তাড়াতাড়ি আবারও আপনাদের সামনে নতুন পোস্ট নিয়ে হাজির হবও ইনশাআল্লাহ।আর সবশেষে ধন্যবাদ @ayrinbd আপুকে আমাকে সব দিক নির্দেশনা দেওয়ার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম।
নতুন সদস্য পেয়ে আমরা বেশ আনন্দিত। আইরিন আপুর চাচতো শুনে খুবই ভালো লাগলো। আশাকরি সকল নিয়মকানুন মেনে আমাদের সাথে কাজ করে যাবেন।

অনেক ধন্যবাদ আপু ইনশাআল্লাহ চেষ্টা করবো সব সময় ভালো কিছু উপহার দেওয়ার জন্য।

বেশ ভালো লাগলো যে, আপনি আইরিন আপু আপন আপন চাচাতো ভাই। আইরিন আপু আমাদের সকলেরই প্রিয়। সে সুন্দরভাবে নিউ মেম্বারদের দিক নির্দেশনা দিয়ে থাকে। আশা করি আপনি তার কাছ থেকে সকল সাহায্যই পাবেন। আপনি তো দেখছি বেশ ফটোগ্রাফি প্রিয় একজন মানুষ। আপনাকে পেয়ে আমরা ভীষণ খুশি। আশা করি সকল নিয়মকানুন মেনে আপনি আমাদের মাঝে ভাল কাজ করবেন। আপনাকে অভিনন্দন আমার বাংলা ব্লগে

Posted using SteemPro Mobile

ভাইয়া আমি চেষ্টা করবো সব সময় আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য। ফটোগ্রাফি করা মনে করেন আমার নেশা।

আইরিন আপু এবং শান্তা আপু দুজনেই আমার খুবই পছন্দের মানুষ। আপনি উনাদের চাচাতো ভাই জেনে ভালো লাগলো। আপনাকে পেয়ে আমাদের খুবই ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।

এখন থেকে আপু আমিও আপনাদের পছন্দের ছোট ভাই হয়ে গেলাম দোয়া করবেন আমার জন্য ।

ভাইয়াকে অভিনন্দন জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে জয়েন করার জন্য। যেহেতু আইরিন আপু এবং আপনার বাকি আপুরাও এই কমিউনিটিতে যুক্ত আছেন, তাদের থেকে আপনি ভালো দিকনির্দেশনা তো পাবেনই। শুভকামনা রইলো, ভালোভাবে নিয়ম কানুন জেনে বুঝে লেভেলের ক্লাস গুলো করবেন। এবং আশা করি আপনার মাধ্যমে বেশ ইউনিক ইউনিক পোস্ট উপহার পাবো আমরা।

Posted using SteemPro Mobile

আপু দোয়া করবেন আপনার সবাই পাশে থাকবেন। তাহলেই ইনশাআল্লাহ পারবো আমি।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে অভিনন্দন।দোয়া করি আমার বাংলা ব্লগে সুন্দর ভাবে কাজ করেন এবং একজন ভালো ব্লগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

Posted using SteemPro Mobile

ইনশাআল্লাহ আপু আমি চেষ্টা করবো একজন ভালো ব্লগার হওয়ার জন্য ।

ভাই প্রথমে আপনাকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অভিনন্দন জানাই। আপনার পরিচিতি মূলক পোস্টে পড়ে আমার কাছে বেশ ভালো লাগলো ভাই। আপনি আইরিন আপুর চাচাতো ভাই জানতে পারলাম আপনার পোষ্টের মাধ্যমে। আশা করি আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল নিয়মকানুন মেনে আমাদের সাথে কাজ করবেন আপনার জন্য শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ ভাইয়া জি ভাইয়া দোয়া করবেন। আমি যেনও আপনাদের কে ভালো কিছু উপহার দিতে পারি।