তোমাদের সকলের জন্য রইলো অশেষ ভালোবাসা,
বিদায় জানাই আজকে আমি কাঁপিয়ে অন্তর খাঁচা।
এই পথে চলতে গিয়ে হারালাম কতজন,
চিনেছি জীবন, পেয়েছি ব্যথা নিভে গেছে মন।
হারিয়ে যেতে শিখেছি আমি অশ্রুর জলে ভিজে,
কঠিন হৃদয় নিয়ে আজ দাঁড়াই বিদায়ের সীঝে।
জীবন যেন এক ঝড়ের মাঝে নতুন পথের খোঁজ,
তবু রেখে গেলাম স্মৃতির টানে শান্তির একরাশ বীজ।
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪৭
You are viewing a single comment's thread from:
আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪৭