আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।
শাক কিনতে যাওয়ার অনুভূতি
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে অনেক দিন হলো বাজার করা হয় বলেই চলে। তবে গতকাল আমি গিয়েছিলাম অন্য কাজে তবে আসার সময় ভাবলাম একটু শাক কিনে আনি।আসলে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকা শাক একান্ত প্রয়োজন। শাকে রয়েছে অনেক পুষ্টি। তাই আমাদের প্রতি দিন শাক খাওয়া প্রয়োজন। আর সব সময় টাটকা শাক পাওয়া যায় না বলেই চলে। তবে আমাদের এই বাজারে প্রায় তাজা শাক সবজি পাওয়া যায়। আর এমন তাজা শাক সবজি দেখলে খেতে কার না মন চাই। আমার কাছে শাক না হলে মনে হয় না যেন ভাত খাওয়া হয়েছে। যেকোন ধরনের শাক আমি অনেক পছন্দ করি।তাহলে চলুন শুরু করি আমার আজকের পোস্ট।
যেহেতু আমার উদ্দেশ্য ছিল শাক কেনার তাই আর কোন সবজির দোকানে না গিয়ে সোজা চলে গেলাম শাকের দোকানে। আসলে শাকের সাথে পেঁয়াজকলি দিলে বেশি ভালো লাগে। আপনার ভাই বাজার করে ঠিক তবে পছন্দের শাক কিনতে পারে না। তার প্রিয় পালংশাক শুধু বেশি কেনে।আর শাকের সাথে বেশি করে পিঁয়াজ দিলে অনেক মজা লাগে। তাইতো শাক রেখে আগে বেশি করে পিঁয়াজ রসুন কিনলাম।
যেহেতু আপনার ভাইয়ের প্রিয় পালংশাক তাই আমি আগে কিছু পালংশাক কিনে নিলাম। পালং শাক আমার প্রিয় তবে আপনার ভাইয়ের মত নয়। সত্যি শীতে অনেক মজার মজার শাক পাওয়া যায়। আসলে আমি মাঝে মাঝে বাজার করলে আমার পছন্দের জিনিস বেশি কিনি।কারণ আপনার ভাই পছন্দের জিনিস তেমন কিনতে পারে না। অনেকদিন হলো কলাই শাক খাওয়া হয়না। তারপর কিছু কলাই শাক ডাটা শাক, পালং শাক কিনেছি। আসলে শাকগুলো যেমন খেতে মজা দেখতেও সুন্দর ছিল।
তারপর চলে আসলাম অন্য দোকানে। আসলে অন্য দোকানে মেথি শাক কিনার জন্য গেলাম। মেথি শাক আমার অনেক পছন্দ। কিন্তু মেথি শাক কিনে আনলাম। তারপর সামনে পড়ল এমন লাউ শাক। আসলে লাউ শাক দেখতে যেমন সুন্দর খেতেও তেমন পুষ্টি গুণে ভরপুর। আমি বেশি লাউ শাক কিনে এনেছি। তারপর আরো কিছু কলাই শাক কিনলাম। আসলে টাকি মাছ দিয়ে কলা শাকের ঘন্ট অনেক মজার আপনারা খেয়ে দেখতে পারেন।যাইহোক বেশ ভালো কিছু শাক কিনেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
আপনি দারুণভাবে শাক কিনতে যাওয়ার অনুভূতি তুলে ধরেছেন। এই ধরনের শাক গুলি খেতে ভীষণ ভালো লাগে
শীতকালের সময় খুবই জনপ্রিয় এবং অনেক সুন্দর করে আপনি বর্ণনা করেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের মৌসুম মানে সবজির মেলা তাইতো বাজারে গেলেই অনেক সবজির সাথে হয় দেখা। আসলেই এমন তরতাজা সবজি দেখলে না কিনে থাকা যায় না। আপনার পোস্টে পরে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই ভালো লাগলো আপনার এই পোস্টটি পড়ে। বিশেষ করে শীতকালীন সবুজ শাক সবজির ফটোগ্রাফি গুলো খুবই লোভনীয় ফটোগ্রাফি হয়েছে। সত্যিই এরকম শাকগুলো অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ। তাই আমাদের সকলের উচিত এ ধরনের মৌসুমী শাকগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন শাক আমাদের শরীরের জন্য উপকারী। প্রতিদিন খাবারের মধ্যে শাক রাখা দরকার। আপনার সবগুলো শাক দেখে খুবই টাটকা মনে হচ্ছে। তবে আমার কাছে বেশি লাউ শাক এবং পালং শাক ভালো লাগে খেতে। মেথি শাক এর আগে কখনো খাওয়া হয়নি। আপনি তো দেখি বেশ ভালই শাক কিনেছেন। শাক কিনার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতকালে হরেক রকমের শাক পাওয়া যায়।আর শাক খেতে যেমন মজার তেমনি উপকারী।আপনি বাজার থেকে বিভিন্ন ধরনের শাক কিনেছেন জেনে ভালো লাগলো।আমার কাছে তো ডাটা জাতীয় শাক খেতে বেশ মজার লাগে।তবে আপনার প্রথম ছবির শাককে আমরা মিষ্টি কুমড়া শাকের ডাটা বলি।ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীত কালে নানা রকমের তরতাজা শাক সবজি পাওয়া যায়।আপনি অনেক প্রকারের তরতাজা সুন্দর শাকের ফটোগ্রাফি শেয়ার করেছেন। খুব লোভনীয় ফটোগ্রফি গুলো শাকের। আপনি অনেক কয়েক প্রকাশ শাক কিনেছেন দেখছি।আসলে শাক বাজারে গেলে সুন্দর সুন্দর শাক দেখলে সব কিনতে মন চায়।ধন্যবাদ সুন্দর পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতকালীন সময় অনেক রকম শাকসবজি দেখা যায়। আপনি শাক কিনতে গিয়ে অনেক রকমের শাক এর ফটোগ্রাফি করলেন। আপনার ফটোগ্রাফির কোয়ালিটি টাও অনেক সুন্দর হয়েছে। এরকম শাক শীতকালীন সময় রান্না করে খেতেও বেশ ভালোই লাগে। এ ধরনের শাক খেতে আসলেই অনেক পুষ্টিকর হয়। বাজার থেকে শাক কিনেছেন জেনে আরো ভালো লাগলো। সুন্দরভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য আরো ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্! একেবারে তাজা তাজা বিভিন্ন ধরনের শাক দেখে ভীষণ ভালো লাগলো আপু। পালং শাক আমারও ভীষণ পছন্দ। তাছাড়া লাউ শাকও খুব পছন্দ। লাউ শাক ভাজি করে খেতে কিংবা শিং মাছ দিয়ে ঝোল করে খেতে দারুণ লাগে। যদিও আমাদের দিকে তাজা শাক খুব কম পাওয়া যায়। তবুও সবসময় চেষ্টা করি তাজা শাক কেনার জন্য। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার মতো আমার ও শাক না খেতে পারলে একদম ভালো লাগে না।আপনার মতো আমারও অনেক শাক পছন্দ।লাউ শাক,মেথি শাক আপনি আপনার পছন্দ মতো কিনে নিলেন।ভাইয়ার পালং শাক পছন্দ। তাই সেই পালং শাক ও নিলেন।আপনার শাক কেনার অনুভূতিগুলো পড়ে ভীষণ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাজা তাজা শাকগুলো দেখেই কিনে নিতে ইচ্ছে করছে। যদিও এখানকার কিছু কিছু শাক আমি চিনি না। তবে যথাসম্ভব এগুলো বিভিন্ন কলাই শাক হতে পারে। আপনার শাক কেনার অনুভূতি পড়ে বেশ ভালো লাগলো আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit