বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে কিছু সময়

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে কিছু সময়

20231014_171253.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ এসেছি একটা ট্রেনিং সেন্টার এ গিয়েছিলাম। আসলে কোন ট্রনিং এ গেলে অবশ্যই কিছু না কিছু শিক্ষা যায়।বিনামূল্যে কৃষকদের মাঝে কৃষি উপকরণ দিচ্ছে তাই আমাদের এলাকা থেকে অনেক লোক গিয়েছে।আমি ও আমার জা দুজনে গিয়েছিলাম। সেখানে আগে থেকে নাম দিতে হয়ে ছিল। কয়েকদিন আগে আমরা সেই ট্রেনিং গিয়েছিলাম। প্রথম ভেবেছিলাম হয়তো ঘন্টা খানেক এর মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু গিয়ে দেখি তার বিপরীত। আসলে আমাদের একটার সময় যেতে বলেছিল,আমরা ঠিক সময় মতো চলে গিয়েছিলাম।কিন্তু আরো লোকজন আসতে আসতে অনেক সময় লেগেছে। তারপর আবার অতিথিদের আসতে বেজে গিয়েছিল চারটা। অথচ আমরা একটার দিকে গিয়ে বসে ছিলাম।আসলে সময় নিয়ে অনেক ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম।যাইহোক তাহলে চলুন শুরু করি আমার আজকের পোস্ট।

20231014_140535.jpg

20231014_140555.jpg

20231014_140835.jpg

প্রথম আমরা বিএসআর এর আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ গেট দিয়ে ভিতরে চলে আসলাম। আসলে আমরা যখন গিয়েছিলাম তখন লোক একটু কম ছিল। তাই ভীর মোটামুটি ছিল। আর আমাদের ট্রেনিং এর স্থান ছিল অম্বিকা মেমোরিয়াল হল, ফরিদ পুর।এই হলে আমাদের জাতীর পিতা অনেক বার এসেছেন। আসলে আমরা ভিতরে যেতেই দেখি উনারা আমাদের জন্য নাস্তার ব্যবস্হা করেছে।সবাইকে একটা করে প্যাকেট ও একটা পানির বোতল দিয়ে ভিতরে গিয়ে চেয়ারে বসতে বললো।আর উনারা মাইকিং করতে লাগলো আপনারা সবাই সবারই মতো চেয়ারে বসে পড়ুন।

20231014_171257.jpg

20231014_161333.jpg

আমরা সবাই গিয়ে বসে রইলাম। আসলে লোকজন অনেক ছিল সাতশত এর মতো। এতো লোক আসতে আসতে বেজে গেল চারটা, তারপরেও লোকজন আসতে লাগলো। সবারই যখন আসা শেষ হলো তখন আবার অতিথির জন্য অপেক্ষা করতে হলো। তবে আমরা যখন আগে গিয়েছিলাম তার জন্য একটু বসে থাকতে খারাপ লাগছিল।যাইহোক অবশেষে সব অতিথি এসে উপস্থিত হলো । তারপর অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো।

20231014_172816.jpg

20231014_150936.jpg

20231014_141550.jpg

যেহেতু অতিথিরা আসতে একটু দেরি হয়েছিল। তাই তারা আসার সাথে সাথে তাদের বক্তব্য শুরু করে দিল। সত্যি আমাদের দেশ কৃষি প্রধান দেশ। আসলে কৃষক দের জন্যই সবাই এক মুঠো খেতে পারি। কৃষকদের অক্লান্ত পরিশ্রম এর বিনিময়ে আমরা মুখে দুই মুঠো অন্ন দিতে পারি।তবে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কৃষকদের সম্মান করতে চায় না। যাইহোক এখানে উপস্থিত ছিলেন ফরিদ পুরের ম্যাজিস্ট্রেট কামরুল হাসান তালুকদার,মেয়র আরো গণ্যমান্য অনেকেই। তাদের সবারই বক্তব্য শেষ হলো তারপর শুরু হবে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।

20231014_172804.jpg

20231014_172757.jpg

20231015_101857.jpg

এদিকে সন্ধ্যা লেগে গেল।সন্ধ্যার পরপর শুরু হলো এই চাচাকে দিয়ে পুরষ্কার বিতরণ ।এভাবে সবাইকে দিল পুরস্কার। আসলে ৭০০ লোক পেতে একটু সময় লেগেছে। তারপরেও আমরা একটু আগেই পেয়ে গেছি। এনসিসি ব্যাংক থেকে অনেক পুরষ্কার পেয়েছে। বস্তার ভিতর বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। রাস্তা ধরে বিক্রি করলে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা দেবে।আবার একশত টাকা দিয়ে বস্তা ভাড়া। যাইহোক পুরস্কার তো পুরস্কারি ছোট হোক বা বড় হোক পেয়ে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসLGK30
লোকেসনফরিদ পুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScQy7C44Q43NAfhUa73Y1nHv3cvSKChk62pnPhuqhkLAnzA47j47NEp6Q4f9dRCvyy31KSeqyMAMi2Tg2svDUEiUHJR3KGZmtezgQhN2HrwQ.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বিনামূল্যে কৃষি পণ্য মানুষের মাঝে বিতরণের ফটোগ্রাফি এবং বিবরণ আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই ভালো লাগলো দেখে।
আমাদের উপজেলাতে ও বেশ কিছুদিন আগে এরকম একটি অনুষ্ঠান হয়েছিল।
দেখলাম সেখান থেকে অনেকেই বিভিন্ন ধরনের গাছের চারা পেয়েছে।
দেশকে স্বাবলম্বীভাবে গড়ে তুলতে অবশ্যই কৃষি খাতে বেশি বেশি নজর দেওয়ার প্রয়োজন।

ঠিক বলেছেন ভাইয়া দেশকে স্বাবলম্বীভাবে গড়ে তোলার জন্য কৃষিকাজকে সহয়তা করতে হবে। ধন্যবাদ আপনাকে।

আসলে আপু আপনি ঠিকই বলেছেন আমরা কৃষকদের সম্মান দিতে চাইনা বা দিই না। কিন্তু এ কৃষকদের জন্যই আমরা আজ স্বল্পদামে বিভিন্ন পণ্য খেতে পারছি। আমাদের অবশ্যই কৃষকদের সম্মান করা উচিত এবং তাদের সব রকম সহযোগিতা করে আরো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই কৃষি কাজকে ত্বরান্বিত করা উচিত। পুরষ্কার ছোট হোক বা বড় হোক এটা বিষয় না বিষয় হচ্ছে পুরস্কার পেয়েছি। ভালো লাগলো আপনার পুরস্কার পাওয়া দেখে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।

আপনার বিস্তারিত লেখা গুলো পড়ে খুবই ভালো লাগলো। কারণ আপনি খুব সুন্দর একটি মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন। যেখানে কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ একটি অনুষ্ঠান ছিল। আসলে সরকার দিন দিন কৃষি কাজের প্রতি অনেক বেশি আগ্রহ দেখাচ্ছেন। সেই সাথে অনেক মূল্যবান জিনিসপত্র বিতরণ করতেছে বেশ ভালো লাগে। ধন্যবাদ বিস্তারিত তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু সাবলীল মন্তব্য করার জন্য