আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট:
বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। গতকাল একটু ঘুরতে গিয়েছিলাম ঘুরতে আমরা সবাই অনেক পছন্দ করি। যাইহোক ঘোরাঘুরি নিয়ে হয়তো অন্য একটি পোস্ট লিখব।সাথে দেখা হয়ে গেলা আমার এক ঘনিষ্ঠ বান্ধবীর। সে কিছু কেনাকাটা করবে, তারপর আমাকে বলল চল একটু মার্কেটে যায়।কি আর করা বান্ধবী বলে কথা। তারপর দুই বান্ধবী মিলে চলে গেলাম মার্কেটে। আসলে মার্কেটে তো অনেক যায় তবে গতকালের মত হয়তো কখনো যাওয়া হয়নি। যাইহোক বান্ধবীর সাথে সাথে অনেক কিছু কেনা হলো।আসলে হঠাৎ হলেও কেনাকাটা বেশ জমেছিল।তো চলুন দেখে আসি আমি কি কি কিনেছি।
প্রথমে আমরা চলে আসলাম কসমেটিকস এর দোকানে।কসমেটিকস এর দোকানে গিয়ে আমি অবাক। আসলে জামা কাপড় তো কেনায় যায় তবে কসমেটিকস এত দাম বেড়েগেছে বলার মতো নয়।তারপর কি আর করা প্রয়োজনীয় জিনিস না কিনে উপায় কি। তারপর আমি মেয়ের জন্য একটা জনসন বেবি ক্রিম নিলাম নিজের জন্য একটা ফেয়ার আন্ড লাভলী আয়ুর্বেদিক ও প্যারাসুট নারকেল তেল নিলাম।তবে আমার বান্ধবী কিন্তু অনেক কিছু কিনেছে। আসলে আমি তো কেনাকাটা উপলক্ষে যায়নি তাই আরো কিছু ভালো লেগেছিল কিন্তু নিতে পারিনি।তারপর দুই বান্ধবী কসমেটিকস এর দোকান থেকে চলে আসলাম থ্রি পিস এর দোকানে।
যেহেতু আমার বান্ধবী বাসায় পড়ার জন্য দুটি থ্রি পিস কিনবে। আসলে এখন তো অনেক গরম তাই বাটিকের থ্রি পিস গুলো পড়ে অনেক আরাম। আমি কিন্তু বেশি বাটিক থ্রি পিস পড়ি বাসায়।তারপর দুই বান্ধবী মিলে চলে গেলাম বাটিকের থ্রি পিস এর দোকানে। তবে দোকানে তেমন কোন ভীর ছিল না। তাই আমরা দুই বান্ধবী মিলে আরামে বসে থ্রি পিস দেখতে লাগলাম। আসলে ঈদের পরে এই বাটিক গুলো এনেছে, তারপর দুজনে বেশকিছু থ্রিপিস দেখার পরে কয়েটি থ্রি পিস পছন্দ হয়ে গেল। তবে থ্রি পিস এর তুলনায় দাম অনেক। সেহেতু আমরা অন্য এক জায়গায় ঘুরতে যাব তাই বেশি দোকান দেখিনি।অবশেষে সাতশত টাকা করে তিনটি থ্রি পিস কিনলাম। আসলে আমার তো কোন কেনাকাটা করার ইচ্ছে ছিল না, তাই তেমন টাকা নেই নি। তবে বান্ধবী বলেছিল তার কাছ থেকে টাকা নিতে, আমি নেইনি।তারপর আমি একটি থ্রি পিস কিনলাম আর বান্ধবী নিল দুটি।তবে থ্রি পিস গুলো কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে।
তারপর চলে আসলাম বাচ্চাদের জন্য কিছু রং পেন্সিল কিনার জন্য।যেহেতু বড় মেয়ের পরিক্ষা চলছে তাই কালার পেন্সিল লাগবে। সত্যি কথা বলতে যতই কিনে দেয় না কেনো পরিক্ষার সময় থাকে না। তাই এবার পরিক্ষার দুদিন আগে কিনে দিলাম। এখন ফোনের একটা কর্ভার কিনলাম। আসলে হঠাৎ হলেও বেশ ভালোই কেনাকাটা করেছি তবে অনেক কম সময়ে লেগেছে কিনতে।আশাকরি আপনাদের কাছে ওভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | LGK30 |
লোকেসন | লিংক |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।
বান্ধবীর সাথে মিলে দারুন কেনাকাটা করেছেন।ঠিকই বলেছেন জিনিসপত্রের এখন প্রচুর দাম। বেড়েছে।তবে একটি জিনিস একটু কেমন যেন লেগেছে,আপনি যাই কে যায় লিখে রেখেছেন। নিজে কাজ করলে সেটার সাথে ই হয়। যেমন:যাই,খাই ইত্যাদি। এটা একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া ভুল ধরিয়ে দেওয়ার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাজারের প্রত্যেকটা জিনিসপত্রের দাম এত বেড়ে গিয়েছে কিন্তু কি আর করার প্রয়োজনীয় জিনিস তো কিনতেই হবে। হঠাৎ করে হলেও আপনি কিন্তু অনেক কেনাকাটা করেছেন আপু। হঠাৎ কেনাকাটার মুহূর্ত পড়ে বেশ ভালো লাগলো আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলেছেন আপু প্রয়োজনীয় জিনিস না কিনলেই নয়। ধন্যবাদ আপন মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাজারের প্রত্যেকটা জিনিসপত্রের দাম এত বেড়ে গিয়েছে কিন্তু কি আর করার প্রয়োজনীয় জিনিস তো কিনতেই হবে। হঠাৎ করে হলেও আপনি কিন্তু অনেক কেনাকাটা করেছেন আপু। হঠাৎ কেনাকাটার মুহূর্ত পড়ে বেশ ভালো লাগলো আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু প্রয়োজনীয় জিনিস অবশ্যই কিনতে হব, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হঠাৎ কেনাকাটা করার মধ্যে চমৎকার একটা অনুভুতি কাজ করে। আপু আপনি আপনার বান্ধবী কে নিয়ে অনেক সুন্দর সুন্দর কেনাকাটা করেছেন। ভালো লাগলো আপনার পোস্ট ভিজিট করে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার জন্য ও শুভকামনা রইল, ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit