কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট

in hive-129948 •  3 months ago 

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ।

কয়েকটি খাবারের ফটোগ্রাফি পোস্ট

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজও আমি আপনাদের মাঝে এসেছি কয়েকটি খাবারের ফটোগ্রাফি নিয়ে। আসলে কয়েক দিন ধরে অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছি। শত ব্যস্ত থাকলেও আমার বাংলা ব্লগে না আসলে ভালো লাগে না। যেহেতু বাইরে তেমন যাওয়া হয়না তাই বাড়িতে থেকে কিছু খাবারের ফটোগ্রাফি করেছি। আসলে ফটোগ্রাফি করতে ও দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তাইতো ভালো কিছু দেখলে ফটোগ্রাফি করতে কখনো মিস করি না।আর পছন্দের খাবার হলে তো কথায় থাকে না। আজ এসেছি কিছু পছন্দের খাবারের ফটোগ্রাফি নিয়ে। আশাকরি খাবার গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

ফটোগ্রাফি-১

এই গুলো আমরা হয়তো সবাই চিনি। এগুলো হচ্ছে আচার। যেকোন মেলাতে গেলে এমন আচার দেখা যায়। তবে আচার গুলো খেতে অনেক মজার হয়ে থাকে। যদিও আমি সব সময় খায় না। তবে বাচ্চারা আচার দেখলে খেতে মিস করে না।তাই তো কয়েক দিন আগে যখন বৈশাখী মেলায় গিয়েছিলাম তখন বেশ কিছু আচার কিনে এনেছিলাম। আচার গুলো অনেক ভালো ছিল, বাচ্চারা অনেক মজা করে খেয়েছে।

ফটোগ্রাফি-২

1000012632.jpg

এই গুলো আমাদের সবার অনেক জনপ্রিয় একটা খাবার। বিশেষ করে বাচ্চাদের এমন খাবার হলো আর কিছুই লাগে না। কয়েক দিন আগে আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম। আমরা সবাই ভাত খেয়েছি কিন্তু আমার ভাগ্নে আর আমার মেয়ে মোরগ পোলাও খেয়েছিল। বাচ্চাদের মোরগ পোলাও অনেক পছন্দের।

ফটোগ্রাফি-৩

এই রেসিপিটি আমি নিজে তৈরি করেছি। যদিও রেসিপি অনেক মজার ছিল। আসলে নদীর এই মাছ গুলো খেতে অনেক ভালো লাগে। কয়েক দিন আগে আপনাদের ভাই নদী থেকে পাঁচমিশালি এই মাছ গুলো এনেছিল। আসলে টেংরা, পুটি ও শিং মাছ আমি এক সাথে রান্না করেছি খেতে অনেক মজার হয়েছিল।আসলে নদীর মাছের তুলনা হয় না।

ফটোগ্রাফি-৪

এই খাবার গুলো বাচ্চারা অনেক ভালো খায়। আসলে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি। এভাবে মিষ্টি কুমড়া ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। তবে এটা আরো বেশি ভালো লেগেছিল।আসলে কুমড়া অনেক মিষ্টি ছিল। গতকাল রান্না করেছি সবাই অনেক মজা করে খেয়েছে

ফটোগ্রাফি-৫

এটা হচ্ছে মুরগি দিয়ে খিচুড়ি। আসলে অনেক দিন খিচুড়ি খাওয়া হয়নি। তবে অনেক গরমে খিচুড়ি থেকে দূরে ছিলাম। তাই কয়েক দিন আগে রাতে অনেক বৃষ্টি হয়েছিল। কারেন্ট ছিল না। আর মাংস রান্না করাই ছিল। তাই হঠাৎ করে বুদ্ধি বের করে রান্না মাংস দিয়ে খিচুড়ি করলাম। তবে খিচুড়ি গুলো খেতে সেই স্বাদ ছিল। আসলে বৃষ্টি হলে খিচুড়ি খেতে এমনিতেই ভালো লাগে।

ফটোগ্রাফি-৬

এই মাছ সবার অনেক প্রিয় একটি খাবার। তবে আমি কিন্তু খায় না। কয়েক দিন আগে বেশ কিছু চিংড়ি মাছ এনেছিল তাই মেয়ের জন্য ভুনা করেছিলাম। আসলে মেয়ে চিংড়ি মাছ ছাড়া অন্য কিছুই খায় না তাই প্রায় প্রতি দিন রান্না করতে হয়। চিংড়ি মাছ ভুনা খেতে অনেক মজার হয়।

ফটোগ্রাফি-৭

এগুলো হয়তো আমরা সবাই কমবেশি বাসায় তৈরি। এগুলো হচ্ছে প্যান কেক।আসলে বিকেল বেলা বাচ্চাদের কিছু খাবার দিতে হয়। যদিও প্রতি দিন বাইরে থেকে আনা সম্ভব হয় না। তাই মাঝে মাঝে বাচ্চাদের নিজে কিছু তৈরি করে দেওয়ার চেষ্টা করি। কয়েক দিন আগে কেক বানিয়েছিলাম তাই ফটোগ্রাফি করে নিয়েছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বেশ কিছু খাবারের সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চমৎকার এই ফটোগ্রাফি গুলো আমার অনেক অনেক ভাল লেগেছে। একদম দারুণভাবে আপনি উপস্থাপন করেছেন আজকের এই রেসিপি। যেখানে অনেক গুলো দেখার সুযোগ পেলাম।

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আসলেই আপু, আমরা যতই ব্যস্ত থাকি না কেন আমার বাংলা ব্লগে সময় না দিলে যেন আমাদের পুরো দিনটা পূর্ণ হয় না। আপনি আজকে দেখছি বেশ কিছু খাবারের ফটোগ্রাফি নিয়ে এসেছেন। তার মধ্যে চিংড়ি মাছের রেসিপিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর প্যানকেক গুলো বাচ্চাদের সত্যিই অনেক প্রিয়। মিষ্টি কুমড়া ভাজির ফটোগ্রাফি টা আমি ভেবেছিলাম আচার। এটা দেখতে অনেকটা আচারের মত লাগছে।

গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি লোভনীয় খাবারের রেসিপি শেয়ার করেছেন। আজকে আপনার শেয়ার করা খাবারের ফটোগ্রাফি গুলো দেখেই লোভ সামলাতে পারছি না। বৈশাখী মেলায় ভ্রমণ করে আপনি সেখানে বিভিন্ন ধরনের তৈরি আচার দেখেছেন এবং সেখান থেকে বেশ একটি সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফার্স্টে আমি ভেবেছিলাম এগুলো হয়তো মিষ্টি কিন্তু পরে আপনার পোস্ট করে জানতে পারলাম এগুলো সব বিভিন্ন রকমের আচার বেশি দারুন লাগলো দেখেই খেতে ইচ্ছে করছে। এছাড়াও কুমড়া ভাজি টাও ছিল খুবই লোভনীয় ধন্যবাদ শেয়ার করার জন্য।

গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

বাহিরে গিয়ে ফটোগ্রাফি করা সত্যি অনেক ঝামেলার কাজ। আপু আপনি লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। সত্যি আপু বাসায় থেকেও দারুন ফটোগ্রাফি করা যায় এটা আপনি দেখিয়ে দিলেন বেশ। ভালো লেগেছে আপনার পোস্ট।

জি আপু আপনি ঘরে বসে ও ফটোগ্রাফি করা যায়,ধন্যবাদ আপু।

আজকে আপনি চমৎকার কিছু লোভনীয় খাবারের ফটোগ্রাফি করেছেন দেখে খুবই ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফি পরিষ্কার এবং স্বচ্ছ ছিল। আমিতো রীতিমতো লোভে পড়ে গেলাম। বিশেষ করে চিংড়ি মাছ ও খিচুড়ি আমার কাছে অসাধারণ লেগেছে। তাছাড়া পাঁচমিশালি মাছের রেসিপি দেখে মুগ্ধ হলাম। লোভনীয় খাবারের ফটোগ্রাফি পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

সত্যি ভাইয়া প্রতিটি খাবার অনেক লোভনীয় ছিল, ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

খাবার নিয়ে এত লোভনীয় কিছু রেসিপির ফটোগ্রাফি করেছেন আপনি, দেখে তো জিভে জল চলে আসলো। আমার কাছে সব থেকে ভালো লেগেছে আচার চিংড়ি ভুনা এবং নদীর মাছ এর রেসিপি এর ফটোগ্রাফি গুলি। সব ফটোগ্রাফি গুলিয়ে চমৎকার হয়েছে আপু। ফটোগ্রাফিগুলির সুন্দর রকমের বর্ণনা দিয়েছেন আপনি যেটা আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ কিছু লোভনীয় খাবারের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

প্রশংসানীয় মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

আজকে খাবারের ফটোগেরাফি গুলো বেশ দারুণ ছিল। প্রতিটি খাবার দেখার মত ছিল। প্রথম খাবারের ছবিটা আমার অনেক ভালো লাগলো। অনেকগুলি খাবাত দেখতে পারতেছি। আচারগুলো বেশ দারুন। দ্বিতীয়ত সকলেরই জনপ্রিয় খাবার ভাতও মুরগির মাংস। তৃতীয়ত এটা প্রায় মানুষই খেয়ে থাকে স।ব মিলিয়ে দারুন শুধু আপনার ফটোগ্রাফি পর্ব। ভীষণ ভালো লাগলো দারুন ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার খাবারের ফটোগ্রাফি গুলো দেখে লোভ সামলানো মুশকিল। সবগুলো খাবার বেশ লোভনীয় ছিল তবে বিশেষ করে আমার কাছে চিংড়ি মাছ ভুনার ফটোগ্রাফি এবং মোরগ পোলাওর ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে। মোরগ পোলাও, চিংড়ি মাছ আমারও বেশ পছন্দের খেতে ভালোই লাগে। এতসব মজাদার খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপু মোরগ পোলাও আমার বাচ্চাদের ও প্রিয় খাবার,আপনার প্রিয় খাবার জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু।

বাহ আপু আজকে আপনি দেখছি বেশ কয়েকটি লোভনীয় খাবারের ফটোগ্রাফী আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার খাবারের ফটোগ্রাফী গুলো দেখে লোভ লেগে গেল 🫣। আপনার তোলা চিংড়ি মাছের ভুনা রেসিপির ফটোগ্রাফী টি দেখে আমার জিহ্বায় জল চলে এসেছে।

ধন্যবাদ আপনাকে সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য।

আপনি দেখছি আজ আমাদের মাঝে অনেকগুলো লোভনীয় খাবারের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। প্রত্যেকটা খাবারের সাথে দারুণ বর্ণনা লিখেছেন। এগুলোর মধ্যে মোরগ পোলাও, খিচুড়ি এবং চিংড়ি ভুনা আমার সবথেকে বেশি পছন্দের খাবার। তাই খাবার গুলো দেখে সত্যিই অনেক বেশি লোভ লেগে গেল আপু।

আপু পছন্দের খাবার না খেলে ও দেখলে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপু খাবার গুলো আপনার পছন্দ জেনে।

আপু আপনি খুব সুন্দর একটি কথা বলেছেন। আমরা যতই ব্যস্ত থাকি তারপরও মনে হয় যে, আমার বাংলা ব্লগে প্রতিদিন হাজির না হলে ভালো লাগে না। আপনি শত ব্যস্ততার মাঝেও আমাদের জন্য বেশ কিছু মজাদার শুধু মজাদার বলবো না লোভনীয় খাবারের ফফোগ্রাফি করেছেন দেখে অনেক ভালো লাগলো। তবে সবচেয়ে আমার লোভ হচ্ছে আচারগুলো দেখে আপনার বাচ্চারা সেম আমার মত আমিও বাহিরে গেলে আচার দেখলে না খেয়ে আসি না। ধন্যবাদ আপু মজাদার খাবার গুলোর ফটোগ্রাফি করার জন্য।

আসলে আপু বাচ্চারা থাকলে না কিনে পারা যায় না। ধন্যবাদ আপু।

মোরগ পোলাও খাবার এর ছবিটা দেখে লোভ সামলিয়ে রাখা মুশকিল 😋। মোরগ পোলাও খেতে আমি অনেক বেশি পছন্দ করি তবে আপনি যেহেতু বিভিন্ন ধরনের খাবারের ফটোগ্রাফার করেছেন তাই বলতে হবে প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন । কারণ প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক ক্লিয়ার এবং বেশ চমৎকার ছিল।

প্রশংসানীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনি মাঝেমধ্যে বেশ চমৎকার খাবারের ফটোগ্রাফি করে থাকেন আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আপনি খুবই চমৎকার এবং মজাদার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন যে খাবার গুলো অত্যাধিক লোভনীয় দেখাচ্ছে। এত সুন্দর খাবারগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

বিভিন্ন খাবারের ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে টেংরা মাছের রেসিপি আর চিংড়ি মাছের রেসিপি দেখেই যেন খেতে ইচ্ছা করছে। এই রেসিপিগুলোর কালারটা অসাধারণ ছিল। তাই ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লেগেছে আমার

আপনাদের ভালো লাগাই আমার কাজের স্বার্থকতা, ধন্যবাদ ভাইয়া।

আপনি বেশ অনেকগুলো খাবারের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ফটোগুলো দেখে খুবই ভালো লেগেছে আমার। অনেক সুন্দর হয়েছে আপনার ফটো ধারণ করা। সুন্দর এই ফটোগুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা ফটো দেখে মন ছুয়ে গেল।

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।

আপু আপনি খুবই লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। প্রতিটা খাবার দেখতে যেমন লোভনীয় তেমনি খেতেও খুবই সুস্বাদু। আপনার ফটোগ্রাফির প্রতিটা খাবার আমার খুবই পছন্দের। এমন লোভনীয় খাবার চোখের সামনে ঘোরাফেরা করলে লোভ সামলানো কঠিন। ধন্যবাদ এত মজাদার ফুড ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

প্রশংসনীয় মতামতের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

আপনি বেশ লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করছেন।আপনার তোরা সব গুলো খাবারের ফটোগ্রাফি দারুণ হয়েছে। তবে বিশেষ করে আচার এবং কুমড়া ভাজির ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

খুবই লোভনীয় কয়েকটি খাবারে ফটোগ্রাফি করেছেন আপু। আপনার ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। প্রতিটা খাবার দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। দুর্দান্ত কয়েকটি মজাদার খাবারের ফটোগ্রাফি করেছেন আপু। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আমার পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।