আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
Superwalk এর আমার গত এক সপ্তাহের এক্টিভিটিস//৩য় সপ্তাহ
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছে নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি Superwalk এর এক্টিভিটিস নিয়ে। আসলে Superwalk এর মাধ্যমে আমরা সবাই হয়তো হাঁটাহাঁটি করতে পারছি।Superwalk এর আগে আমি তেমন হাঁটাহাঁটি করতাম না। তবে Superwalk এর মাধ্যমে এখন বেশ ভালোই হাঁটাহাঁটি করছি।সত্যি বলতে এখন না হাঁটলে আর ভালো লাগে না। আসলে প্রতি দিন হাঁটাহাঁটি করা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।গত সপ্তাহে আমার Superwalk এর কাজকর্ম নিয়ে।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
আমি আজ কয়েক সপ্তাহ ধরে Superwalk এর এক্টিভিটিস চালু রেখেছি।আসলে আগে কখনো তেমন হাঁটাহাঁটি করতাম না তবে এখন নিয়মিত হাঁটাহাঁটি করে থাকি। যদিও হাঁটাহাঁটি করার জন্য NFT buy করতে হবে। তবে এখনো বাই করতে পারিনি।যত তারাতাড়ি সম্ভব বাই করে নেব।যাইহোক প্রথম দিন একটু বেশি হেঁটেছিলাম কিন্তু পরে আবার বেশি হাঁটতে পারিনি।আসলে এখন বাচ্চাদের স্কুল নিয়মিত হয় না তাই হাঁটাহাঁটি কম হচ্ছে।আস্তে আস্তে আরো হাঁটাহাঁটির পরিমাণ বাড়বে।
আসলে এই কমিউনিটিতে না ঢুকলে হয়তো হাঁটাহাঁটি করার হতো না। সত্যি আমার বাংলা ব্লগ এমন একটা কমিউনিটি যেখানে আমাদের সবার জন্য সব ধরনের সুযোগ রয়েছে। যাইহোক আমি Superwalk এর মাধ্যমে সপ্তাহে প্রতিটি দিন হাঁটাহাঁটি করার চেষ্টা করেছি। আসলে আমি সব সময় এই অভ্যাস চালু রাখবো।আর এখন বিকেলে হাঁটতে আমার কাছে অনেক ভালো লাগে। তেমন শীত ও নয় আবার গরম ও নয়। তাই সকালে তেমন হাঁটতে না পারলেও বিকেলে সব সময় হাঁটাহাঁটি করার চেষ্টা করি।
এখন আমার হাঁটাহাঁটি করার জন্য যখন বের হয় তখন আমার সাথে আমার কয়েক জন জা ও হাঁটতে বের হয়। আসলে সবাই মিলে এভাবে হাঁটতে অনেক ভালো লাগে। আবার মাঝে মাঝে সাথে বাচ্চারা থাকে। তবে হাঁটার মাধ্যমে আমরা অনেক কিছুর সাথে পরিচিত হয়। সেখানে আগে বিকেল বেলা শুয়ে থাকতাম কিন্তু এখন হাঁটতে বের হয় বেশ ভালো লাগে।আসলে মানুষ অভাসের দাস, মানুষ ইচ্ছে করলে সব পারে।আর হাঁটাহাঁটি করা আমাদের জন্য অনেক উপকার। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1878795957019812092?t=6P_J2Gtua7sz4Fg4B0aLwQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একি আপনি তো খুব একটা বেশি হাঁটাহাঁটি করেন বলে মনে হলো না আপু। আরেকটু বেশি করে হাঁটাহাঁটি করতে হবে তো। আর না হলে হয়তো যখন হাঁটছেন তখন সঙ্গে মোবাইলটি রাখছেন না। ঘরে হাঁটাহাঁটি করলেও সঙ্গে মোবাইলটি নিয়ে রাখুন। তবে দেখবেন স্টেপ কাউন্ট আরো অনেক বেড়ে যাবে। তবে আশা করছি পরের সপ্তাহে আপনার থেকে আরও বেশি হাঁটাহাঁটি হিসাব পাব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে ভাইয়া ঘরে থাকি কাজের ওপরে ফোন রাখার সময় থাকে, আর যতটুকু সময় পায় হাঁটার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা সত্যি আপু, এই সফটওয়্যার এর জন্যই আমরা বেশি বেশি হাঁটাহাঁটি করতে পারছি। আবার কতটা হাঁটছি সেটাও কিন্তু দেখতে পারছি। বেশ ভালোলাগা এনে দিয়েছে সফটওয়্যারটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি টানা তিন সপ্তাহ এই অ্যাপস ব্যবহার করছেন এটা দেখে খুবই ভালো লাগলো আপু। হাঁটাচলা করা আমাদের সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। হাঁটাচলা করার ক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটিস দেখে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুপার ওয়াক নিয়ে গত এক সপ্তাহের এক্টিভিটিস খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনি প্রতিদিন বেশ ভালোই হাঁটাহাঁটি করেছেন। আপনার এক্টিভিটিস দেখে খুব ভালো লাগলো। এই অ্যাপসের জন্য প্রতিদিন আমরা ব্যায়াম করতে পারছি এটা খুবই ভালো একটা দিক। আশা করি এভাবেই আপনি আপনার এক্টিভিটিস বজায় রেখে এগিয়ে যাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু অবশ্যই এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
NFT না কেনার কারণে SuperWalk এক্সট্রা সাপোর্ট নোমিনেশন বাতিল করা হলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তারাতাড়ি কেনার চেষ্টা করবো ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুপার ওয়াক অ্যাপের সাথে আমরা পরিচিত হওয়ার পর থেকে, আমাদের হাঁটাহাঁটি করার পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। এতে করে কিন্তু দিনশেষে আমাদের লাভ হচ্ছে। যাইহোক আপনি তো দেখছি মোটামুটি ভালোই হাঁটাহাঁটি করেছেন। তবে চেষ্টা করবেন এনএফটি সু কিনে হাঁটাহাঁটি করতে। যাইহোক আপনার জন্য শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া তারাতাড়ি কেনার জন্য অবশ্যই চেষ্টা করবো,ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit