কিছু কেনাকাটা ||১০% বেনিফিশিয়ারি লাজুক শেয়ালের জন্য

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্টঃ

কিছু কেনাকাটা

PhotoCollage_1680182834452.jpg

বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। পোস্টটি হলো কিছু কেনাকাটা। আসলে রোজার আগের দিন গিয়েছিলাম বাচ্চাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য।ঈদের কেনাকাটা করতে গেলে নিত্য প্রয়োজনীয় জিনিস গুলো আর কেনা হয়। তাই এবার রোজার আগেই টুকিটাকি কিছু কিনে এনেছি। তবে বাজারের যে অবস্থা বলার মতো নয়। জিনিস পত্রের এতো দাম বাড়তি বলার মতো নয়। তবে কি করা যাবে না কিনে তো উপায় ও নেই।

20230323_160328_HDR.jpg

20230323_161745.jpg

20230323_162148.jpg

20230323_161926.jpg

20230323_161923.jpg

প্রথম আমরা চলে গেলাম বাচ্চাদের হাফপ্যান্ট কেনার জন্য। আসলে বেশির ভাগ সময় বাচ্চারা সেলোয়ার পরে।এখন অনেক গরম তাই ভাবলাম কয়েকটি প্যান্ট কিনে দিই। আগের যে সকল প্যান্ট ছিল পরতে বললে এগুলো ভালো না পুরানো হয়ে গেছে। প্রায় তিন চার মাস পরে বের করেছি তাই ভালো লাগেনি।যাইহোক প্রথমে আমাদের কিছু প্যান্ট দেখালো। আসলে প্যান্ট গুলো দেখত অনেক সুন্দর,তবে অনেক দাম । যেখানে দুই মেয়ের জন্য দশটা প্যান্ট কিনতে চেয়েছিলাম সেখানে দামের কারণে পাঁচটা প্যান্ট কিনেছি।

20230323_155821.jpg

20230323_155702.jpg

GQuFkmbYlAFzjonawTgusQEooLH.jpg

তারপর চলে আসলাম বাচ্চাদের জন্য কিছু গেঞ্জির ফতোয়া কেনার জন্য। আসলে দাম নিয়ে নতুন করে কিছু বলার নেই। দুই দোকান দেখার পর ফতোয়া পছন্দ হলো।তার প্যান্ট এর সাথে ম্যাচ করে পাঁচটি ফতুয়া কিনলাম। দাম যাইহোক ফতোয়া গুলো কিন্ত অনেক সুন্দর। আসলে দাম একটু বেশি নিলেও ফতোয়া গুলো অনেক পছন্দ হয়েছে এটাই অনেক।

20230323_160514.jpg

20230323_160512.jpg

20230323_160507.jpg

বাচ্চাদের প্যান্ট গেঞ্জি কেনার পার চলে গেলাম কিছু চুড়ি কেনার জন্য। সত্যি বলতে আমি দুই বার চুড়ি কিনি।আসলে ঈদের সামনে চুড়ি গুলো পছন্দ করার মতো সময় থাকে না , তাই আমি আগেই কিছু চুড়ি কিনে রেখেছি। চুড়ির সাথে ম্যাচ করে দুই জোড়া কানের দুল এনেছি। চুড়ি ও কানের দুল গুলো আমার পছন্দ মতো হয়েছে।

20230323_160445_HDR.jpg

তারপর কয়েয়টা চুলের খোপা কিনলাম। সত্যি এসকল জিনিস গুলো সব সময় কেনা হয় না।

20230323_164052.jpg

20230323_164048.jpg

অবশেষে আসলাম কিছু পাপোস কেনার জন্য। আসলে পাপোস কিনতে গিয়ে দারুণ এক ঘটনা ঘটে গেছে। দোকানদার বলেছে ২৬০ টাকা করে আমি শুনেছি ১৬০ টাকা করে।আমি পাঁচটা পাপোস কিনতে চেয়েছিলাম কিন্তু দাম বেশি বলে তিনটা কিনেছি।যাইহোক তারপরে ও বেশ ভালোই কিছু কেনাকাটা করলাম। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসLGK30
লোকেসনলিংক

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkKeUxjpvDicJC19Ww3PsohAvFMrugrSu1pSg638699Yh7Ad6pYix9LvdLXvARH2hxGmJfzFWD97xUzBMCRy1Fz5WLidW545LKQ.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7AHbTLxQc1o85rEUTzNp98...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি একদম সত্য কথা বলেছেন আপু বর্তমান সময়ে বাজারের যে অবস্থা তাতে কোন কিছু কেনার অবস্থা নেই। বাচ্চাদের জন্ম পোশাক কিনতে গিয়েছেন জেনে ভালো লাগলো আসলে বাচ্চাটার কোন জিনিস যদি পুরাতন হয়ে যায় তাহলে সেটা আর পড়তে চায় না। আপনাদের এই কেনাকাটার মুহূর্তটা দেখে খুবই ভালো লাগলো, শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

আপনি তো দেখছি বেশ ভালোই কেনাকাটা করেছেন। কেনাকাটা করার এরকম একটা মুহূর্ত সবার মাঝে দেখছি খুবই সুন্দর ভাবেই ভাগ করে নিয়েছেন। আবার খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য। আপনি পাপস কেনার জন্য গিয়েছিলেন দোকানদার আপনাকে বলেছিল ২৬০ টাকা কিন্তু আপনি শুনেছিলেন ১৫০ টাকা সত্যি এরকম ঘটনাগুলো মাঝে মাঝেই ঘটে থাকে সবার মাঝে। খুবই ভালো লাগলো আপনার কেনাকাটা করার মুহূর্ত পড়ে।

ভাইয়া আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।

জ্বি আপু আমিও মনে করি ঈদের মার্কেট একটু আগেভাগেই করা দরকার। কেননা পরে এত ভিড় হয় বাজারে বাপরে বাপ। গরমে বাচ্চাদের জন্য হাফপ্যান্ট কিনে খুব ভালো করেছেন। আমিও বাবুর জন্য হাফপ্যান্ট কিনতে কয়েকবার মার্কেটে গেলাম কিন্তু পাচ্ছিই না। ধন্যবাদ আপু কেনাকাটার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

জি আপু গরমের সময় হাফপ্যান্ট হলে অনেক ভালো হয় বাচ্চাদের জন্য। ধন্যবাদ আপু।

একদম ঠিক করছেন আপু ঈদের আগে টুকিটাকি জিনিস গুলো কিনে ফেলেছেন। না হয় অনেক ঝামেলা পোহাতে হয়। ঈদের ঝামেলাই এই ছোটখাটো জিনিস গুলো দোকানদার একদম দেখাতে চাই না। আমিও ঈদের আগে কিনে নিয়েছি অনেক কিছু। অনেক কিছু কেনাকাটা করেছেন এবং আমাদের সাথে ব্লগটি শেয়ার করেছেন অনেক ভালো লাগলো ধন্যবাদ।

জি আপু ঈদের আগে টুকিটাকি জিনিস গুলো কেনা হয় না, আর আগে ভাগে কিনলে অনেক ভালো হয়,ধন্যবাদ আপু।

আপু, বর্তমান বাজারে দ্রব্যের মূল্য উর্ধ্বগতি হওয়ার কারণে প্রয়োজনীয় জিনিসগুলো যেন ইচ্ছে মতো কেনা যাচ্ছে না। তাই আপনি যেখানে মেয়েদের দশটি প্যান্ট কিনে দিতে চেয়েছিলেন সেখানে আপনাকে মাত্র পাঁচটি প্যান্ট কিনতে হয়েছে। যাই হোক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যতই হোক প্রয়োজন তো আর থেমে থাকে না। তাই আপনার কেনাকাটার মুহূর্ত টুকু পড়ে খুবই ভালো লাগলো। আর সেই কেনাকাটার মুহূর্তটুকু আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

ঠিক বলেছেন ভাইয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যতই হোক প্রয়োজন আর থেমে থাকে না, সেখানে বেশি সেখানে একটু কম কিনতে হবে।ধন্যবাদ আপনাকে।

আরে বাহ!!!
ঈদের আগে দেখি ভালোই কেনাকাটা করেছেন ৷ আসলে আপু কেনাকাটা করতে হয় ৷কারন পোশাক পরিচ্ছদ জীবনের অংশ ৷ যা হোক অনেক কিছু কিনেছেন ৷ তবে বর্তমান জিনিসের দাম কিছু বলার নেই ৷ প্রতিটি জিনিস আগের চেয়ে অনেক বাড়তি দাম ৷
যা হোক ভালো লাগলো কেনাকাটা এতো সুন্দর একটি ব্লগ দেখে ৷

আপনি তো দেখছি ঈদের আগে বেশ ভালোই কেনাকাটা করে ফেলেছেন। যাই হোক এমনিতে কিন্তু আপনার কেনাকাটা করার পোস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে কেনাকাটা করতে গেলে অনেকগুলো মজার ঘটনা ঘটে যায়। যেমন আপনার সাথে ঘটেছে। দোকানদার পাপোশের দাম বলেছিল ২৬০ টাকা আপনি ১৫০ টাকা মনে করেছিলেন। যাইহোক সম্পূর্ণটা খুবই সুন্দরভাবেই সাজিয়ে গুছিয়ে লিখেছেন এবং ফটোগ্রাফি গুলো ও অসম্ভব ভালো ছিল বলতে হয়।

জি আপু মাঝে মাঝে এমন মজার ঘটনা ঘটে থাকে, আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।

আপনি অনেক কিছু কেনাকাটা করেছেন রোজার আগের দিনে। তবে মার্কেটে গেলে কেনাকাটা করতে গেলে মাথা শুধু ঘুরে। তবে সব কিছুর দাম অনেক বেশি। তবে আপনার বাচ্চা দুটির জন্য অনেক কিছু কিনেছেন। যাক পাপোশ কিনতে গিয়ে দোকানদার বলল একদাম আপনি শুনলেন আরেকদাম। আপনার পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

আসলে আপু দাম শোনে মাথা সত্যি ঘুরে কিন্তু প্রয়োজনীয় জিনিস গুলো না কিনে উপায় নেই। ধন্যবাদ আপনাকে।

আপনি তো দেখছি রোজার আগে খুব ভালোই মার্কেট করে ফেলেছেন। আসলে রোজার সময় অনেক বেশি চাপ থাকে। তবে বাচ্চাদের জন্য পছন্দের জিনিসগুলো কিনতে পেরেছেন শুনে ভালো লাগলো। বাজারে যে পরিস্থিতি এমনিতে গেলে মাথা শুধু ঘুরে। ২৬০ টাকার পাপোশ আপনি শুনেছেন ১৬০ টাকা। তারপরও তিনটি সুন্দর পাপোশ কিনে নিলেন। খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া

কেনাকাটা দারুণ এক দৃশ্য আমাদের মাঝে উপস্থাপন করেছেন তাই আনন্দঘন মুহূর্তটা দেখে ভালো লাগলো আমার। আশা করি এই মুহূর্তে খুবই আনন্দ বোধ করেছিলাম নিজের আপনজনদের সাথে। হয়তোবা বাচ্চারাও খুব আনন্দবোধ করেছিল এখানে এসে মায়ের সাথে এটা সেটা কিনতে পেরে।

আপু ঈদ আসার আগেই কেনাকাটা মার্কেটিং শুরু করে দিয়েছেন। অনেক ভাল করেছেন। কারণ ঈদ যতই এগিয়ে আসবে তত মানুষের ভিড়ের সংখ্যা বেড়ে যাবে। আর তাছাড়া ঈদ সামনে আসলে পন্যের দাম অনেক বেশি থাকে। দেখেশুনে কোন পণ্য কেনাও যায়না। ধন্যবাদ আপু।

জি ভাইয়া দাম বেশি থাকে আবার দেখে শুনে কেনা ও কষ্টকর, ধন্যবাদ আপনাকে।