আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
কয়েকটি রেনডম ফটোগ্রাফি পোস্ট
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে এখন চলছে রমজান মাস।আর আমরা মহিলারা কাজে একটু বেশি ব্যস্ত। আসলে বারো মাসের মধ্যে একটা মাস আমাদের মেনে নিতেই হবে।যাইহোক সারাদিন ব্যস্ততার পরে আসলাম আপনাদের মাঝে পোস্ট লিখার জন্য। আসলে আজ এসেছি একটা রেনডম ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো ভালো কিছু দেখলে কখনো ফটোগ্রাফি করতে মিস করি না।আর রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে। আসলে এই ফটোগ্রাফি এর মাধ্যমে আমরা এক সাথে অনেক গুলো ফটোগ্রাফি দেখতে পায়।যাইহোক তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
এটি হচ্ছে পুডিং। আমার মনে হয় সকল বাচ্চাদের পুডিং অনেক প্রিয়।আসলে আমার মেয়ে ডিম তেমন খেতে চায় না। তাই আমি মাঝে মাঝে পুডিং তৈরি করে দেয়।তবে পুডিং খেতে তারা অনেক পছন্দ করে।আসলে আমাদের নিজের গরুর দুধ আছে তারপর হাতের ডিম। যদিও এখন হাঁস মুরগি তেমন নেই তাই ডিম কিনতে হয় কিন্তু দুধ বাড়ির। তাই দুই একদিন পরপর বাচ্চাদের পুডিং বানিয়ে দেয়।শুধু তারা কেন সবাই অনেক মজা করে খায়।
এটি হচ্ছে লইট্টা শুটকি ভুনা রেসিপি। আসলে রমজানে যা কিছু রান্না করি না কেন খেতে ভালো লাগে না।তবে ঝোল এর চেয়ে শুকনো খাবার গুলো বেশি ভালো লাগে। তাই গতকাল শুটকি ভুনা করেছিলাম। আসলে শুটকি ভুনা খেতে অনেক মজা হয়েছিল।যদিও শুটকির রেসিপি করেছি হয়তো আপনাদের মাঝে শেয়ার করবো।যাইহোক এই খাবার কিন্তু অনেক মজার।
এটি হচ্ছে লাল জবা ফুল। আমাদের নতুন গাছে নতুন ফুল ধরেছে। আসলে সন্ধ্যা বেলা যখন বাগানের দিকে গিয়েছিলাম তখন দেখি গাছে একটা জবা ফুল ফুটেছে। আসলে জবা ফুলের সকল কালার আমার কাছে অনেক ভালো লাগে।তবে সবচেয়ে বেশি ভালো লাগে এই লাল রঙের ফুল। যদিও এটা আমাদের বাড়িতে আগে ছিলাম তাই হয়তো একটু বেশি ভালো লেগেছে।
এটি হচ্ছে লাউয়ের জালি।আমি একটা লাউ গাছ লাগিয়েছি সেই গাছে এভাবে জালি এসেছে। তাই আমি ফটোগ্রাফি করে নিয়েছি। সত্যি লাউয়ের জালি গুলো দেখে অনেক ভালো লাগলো। আসলে নিজের লাগানো জিনিস গুলো দেখে সত্যি অনেক ভালো লাগে। তবে একটা ও লাউ এখনো বড় হয়নি।হয়তো কয়েক দিনের মধ্যে হয়ে যাবে।
এটি হয়তো আমরা অনেকেই চিনি। এটি হচ্ছে সন্ধ্যামালতী ফুল এর অন্য নাম হয়তো থাকতে পারে। কিন্তু আমরা একে সন্ধ্যামালতী ফুল নামে চিনি।তবে এটি গাছ ভরে ধরে থাকে তখন দেখতে অনেক ভালো লাগে। আমার মেয়ে বেশ কিছু এই ফুল লাগিয়েছে। আর কয়েকটি গাছে এমন ফুল ধরেছিল তাই ফটোগ্রাফি করে নিয়েছি।
এটি হচ্ছে আমাদের সবার জনপ্রিয় ফুল সরিষাফুল। শীতের সময় এই ফুল গুলো দেখে অনেক ভালো লাগে। আসলে সারামাঠ জুড়ে যখন হলুদের সমারোহ থাকে তখন সত্যি দুই চোখ জুড়ে যায়। বেশ কিছু দিন আগে আমরা যখন সরিষা ফুল দেখতে গিয়েছিলাম তখন এই ফটোগ্রাফি করে নিয়েছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
এটি হচ্ছে বেগুনের চপ। আসলে রমজান ইফতারে এমন বেগুনের চপ হলে আর কিছুই লাগে না।আমি প্রতি দিন বিভিন্ন ধরনের চপ বানায়।তবে রেসিপি করার মতো সময় থাকে না। আসলে গতকাল একজনকে দিয়েছিলাম তারজন্য ফটোগ্রাফি করে নিয়েছি।
প্রয়োজনীয় | তথ্য |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদপুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1898374002047156423?t=OqUCnVX-hl6omWQsExWLZw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 3/7) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাঝে খাবারের ফটোগ্রাফি কেন যে শেয়ার করলেন। আমি তো লোভ সামলাতে পারছি না খাবারের ফটোগ্রাফি গুলো দেখে। ইচ্ছে করছে খাবারগুলো নিয়ে খেয়ে ফেলতে। ফুলের ফটোগ্রাফি গুলো ও খুব সুন্দর লেগেছে দেখতে। ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু পোস্ট পড়ে গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা লাল জবা ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি খুব চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। রেনডম ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে আপনার ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এবং পুডিং এর ফটোগ্রাফি ও চমৎকার লাগলো। আর লইট্টা শুটকি ভুনা রেসিপি ফটোগ্রাফি দেখে তো আরো বেশি ভালো লাগলো। তবে ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লাগার মত চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। তবে আপনার রেনডম ফটোগ্রাফির মধ্যে কিছু মজার খাবারের ফটোগ্রাফি করলেন। এবং শুটকির ঝাল বা ভুনা রেসিপি আমার কিন্তু খুব প্রিয়। এবং লাল জবা ফুলের ফটোগ্রাফি ও বেশ চমৎকার লাগলো। ধন্যবাদ ভিন্নরকম কিছু রেনডম ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া শুটকি আমারো অনেক পছন্দ, ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit