$puss কেনার জন্য tronlink app খোলার অভিজ্ঞতা

in hive-129948 •  5 months ago 

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও জানিয়ে শুরু করছি আজকের পোস্ট ।

$puss কেনার জন্য tronlink app খোলার অভিজ্ঞতা

1000016782.png

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি tronling app খোলার অভিজ্ঞতা নিয়ে। আসলে নতুন কিছু জানার প্রতি আগ্রহটা আমাদের বেশি থাকে।আর আমি কোন কিছু তারাতাড়ি করতে গেলে কি কারণে যেন সব এলোমেলো হয়ে যায়। প্রথম যেদিন $puss নিয়ে অ্যানাউন্সমেন্ট দেখেছিলাম তখন তেমন কিছুই বুঝিনি।কিন্তু নুসরা আপুর পোস্ট পড়ে সকল কিছু বুঝতে পেরেছিলাম। তবে একা করতে সাহস পায়নি। কিন্তু যখন tronlink app ডাউনলোড করতে বলল সেটা আবার তারাতাড়ি ডাউনলোড করতে গিয়েছি।ভেবেছিলাম আমি একা যতটুকু পারি করে রাখি আর বাদবাকি গুলো পরে করবো।যাইহোক নেটের সমস্যা না কি অন্য সমস্যা বুঝতে পারলাম না। কয়েক বার চেষ্টা করার পরে tronlink app টি ডাউনলোড হয়ে গেল।

তারপর Import ওয়ালেট খুঁজতে লাগলাম। আসলে তারাতাড়ির সময় খুঁজতে গিয়ে পেলাম না।তখন আমার বাংলা ব্লগের একজনকে ডিএম করলাম সে আমাকে একটা ভিডিও করে দিল। কিন্তু ভিডিও অনুযায়ী আমি যেন কোন কিছু খুঁজে পাচ্ছি না।যখন ভিডিও অনুযায়ী করতে পারলাম না তখন নিজের কাছে অনেক খারাপ লাগলো। তারপর ভাবলাম রাতে বসে বসে আবার ভিডি দেখে চেষ্টা করবো।আসলে একটা জিনিস না পারলে অনেক খারাপ লাগে তারপর বাচ্চারা অস্হির করে ফেলে।আবার সব কাজ সেরে রাতে নিরবে বসলাম। রাতে বসার সাথে সাথে খুলে গেল আমার একাউন্ট।

একাউন্ট খোলার সাথে সাথে আর কি করবো ভাবছি তারপর আবার গিয়েছি ভিডিও দেখার জন্য। তারপর Import ওয়ালেটে ট্রন পাসওয়ার্ড চাইলো। এখন পড়লাম ঝামেলায় আসলে ট্রন পাসওয়ার্ড আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমি যখন স্টিমেট একাউন্ট খুলেছিলাম তখন সব গুলো সেভ করা ছিল। কিন্তু ফোন চেঞ্জ করার জন্য একটু ঝামেলা হচ্ছিল। তারপর আমার আগের ফোন থেকে ট্রন পাসওয়ার্ড নিলাম।আর পাসওয়ার্ড দেবার সাথে সাথে আমার একাউন্ট খোলা হয়ে গেল আর আমার স্টিমেট আইডির সাথে লিঙ্ক হয়ে গেল।আসলে একাউন্ট খোলার পরে এখন $puss কেনার জন্য trx দরকার কিন্তু আমার ওয়ালেটে trx ছিল না তারজন্য আমি কিছু স্টিম দিয়ে trx কিনেছিলাম। তারপর trx দিয়ে কিভাবে পুশ কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি।

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ট্রোন লিংক প্রো অ্যাপে আপনার স্টিমিট একাউন্টের প্রাইভেট কি দিয়ে খুবই সুন্দর করে একাউন্ট ইমপোর্ট করেছেন।আর আপনি একাউন্ট ইমপোর্ট করার প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনার একাউন্ট খোলার অভিজ্ঞতা পড়ে বেশ ভালো লাগলো।

ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।