আমার বাংলা ব্লগ এ আমার পরিচয় পএ//10% beneficiary @shy-fox

in hive-129948 •  3 years ago  (edited)

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। প্রিয় কমেউনিটি আমার বাংলা ব্লগ এ কাজ করার ইচ্ছা পোষণ করছি। নিচে আমার ও আমার পরিবার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আশা করি আমার আবেদনটি খারিজ করা হবে।

IMG_20211218_083421.jpg
source

আমার নাম মোঃ পারভেজ আখতার। আমাদের পরিবারেট সদস্য সংখ্যা ৪ জন। মা -বাবা আর আমরা দুই ভাই। আমার বাবার নাম মোঃ মমিনুল ইসলাম। মাতার নাম শেফালী বেগম আর ছোট ভাইয়ের নাম শোয়েব আখতার টুটুল।

IMG20210721091144.jpg

source
বাবাঃ আমার বাবা পেশায় একজন ভেন চালক। ভেন চালিয়ে পরিবারের খরচ ও আমাদের ভরণপোষণ চালান। আমার বাবা একজন ভালো মনের মানুষ। সবসময় যেকোনো পর্যার আমাদের খুশি রাখার চেষ্টা করেন।

IMG20210901104027.jpg
source
মাঃ মা একজন গৃহিণী, পরিবারের স্বাভাবিক কার্যক্রম এর পাশাপাশি সেলাইমেশিনে কাপর সেলাই করে। আমি মাকে অনেক ভালোবাসি তার পরেও মায়ের একটা কথাও শুনিনা। মা পরিবারকে অনেক কষ্টে আগলে রেখেছে। পরিবারে মায়ের তুলনা সবার চেয়ে অপরিসীম।

IMG_20211218_083331.jpg
source

ছোট ভাইঃ আমার ছোট ভাই এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। তার ইচ্ছা সে বড় হয়ে ডাক্তার হবে। সে পরীক্ষা শেষে নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

IMG20211218074845.jpg

source

IMG_20211218_082242.jpg

source
খেলাধুলাঃ খেলাধুলা করতে আমাকে অনেক ভালো লাগে। আমি ক্রিকেটার হতে চেয়েছিলাম কিন্তু দারিদ্রতার কারণে এসব স্বপ্ন ভেঙ্গে চুরে শেষ হয়ে গেছে। এখনো আমি ক্রিকেটকে অনেক ভালোবাসি।

IMG_20211206_192521.jpg

source

পরাশুনাঃজমির হাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করি। এখন আমি ইন্টারমিডিয়েটে পার্বতীপুর টেকনিক্যাল এন্ড এগ্রিকালচার কলেজে কমার্সে পরাশুনা করি। যেহতু আমি কমার্সের ছাত্র তাই আমার ইচ্ছা একজন আদর্শবান ব্যাংকার হবো। আর পরাশুনার পাশাপাশি কনস্ট্রাকশনের কাজ করি।এবং পরিবারের বিভিন্ন কাজে সাহায্য সহযোগিতা করি।

IMG20210623124805.jpg
source
ঠিকানাঃ আমি রংপুর বিভাগে দিনাজ পুর জেলার পার্বতীপুর থানায় এক গ্রামে বসবাস করি। আমি আমাদের গ্রাম ও গ্রামের লোকজনদের অনেক ভালোবাসি। আমি সর্বপ্রথম আমার খালাতো ভাই এর কাছ থেকে আমার বাংলা ব্লগ এর কথা শুনেছিলাম। আমার খালাতো ভাইয়ের ইউজার আইডি @shahin05
। তার জন্য আমি এই কমিনিটিতে এসেছে।

আপনারা সবাই ভালো থাকবেন এই কামনায় করি। আশা করি আমার আবেদনটি খারিজ ও সত্যায়িত করা হবে।

সবাইকে ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

@shahin05 আপনি কি রেফারেল করেছেন? যদি রেফারেল করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন।

হুম ভাইয়া।
আমার খালাতো ভাইয়া হয়।
কমেন্ট করেছি পোস্ট

আপনার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগলো।খুব সুন্দর ভাবে আপনি বর্ণনা দিয়েছেন কিন্তু আপনি কার মাধ্যমে আমার বাংলা ব্লগ সম্পর্কে জানতে পেরেছেন। তার নামটি উল্লেখ করতে হবে। আপনার রেফারর কে

@shahin05 ভাইয়া

আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো ।
আশা করছি আমার বাংলা ব্লগ এর সকল নিয়মাবলী মেনে কাজ করবেন।

শুভেচ্ছা।

ধন্যবাদ

আপনার সাথে পরিচিত হয়ে ভালই লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে আপনার পরিচয় দিয়েছেন। আমার বাংলা ব্লক কমিউনিটিতে স্বাগতম। আশা করছি যে সকল নিয়ম মেনে চলবেন।

ধন্যবাদ

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আশা করছি আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটির সমস্ত নিয়মকানুন মেনে আমাদের সাথে কাজ করবেন। আর অবশ্যই ডিস্ক একটিভ থাকবেন এবং এবিবি স্কুলের নিয়মিত ক্লাস করবেন। শুভকামনা থাকলো আপনার।

ধন্যবাদ

আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আশাকরি আপনি আমার বাংলা ব্লগের সকল নিয়ম কারণ মেনে চলবেন। আর আমার বাংলা ব্লগে ভেরিফাইড মেম্বার হওয়ার জন্য আপনাকে কিছু ক্লাস করে কিছু লেভেল উত্তীর্ণ হতে হবে। এর জন্য আমার বাংলা ব্লগের Discord সার্ভারে আপনাকে জয়েন করতে হবে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ

আমাদের সবার প্রিয় কমিনিটিতে তোমাকে স্বাগতম।
আশা করি সকল নিয়ম মেনে সবকিছু করবে
তেমার জন্য শুভ কামনা রইলো

abb-intro ট্যাগ মিসিং। এডিট করে ট্যাগ দিন।

আপনাকে ধন্যবাদ

আপনি এখনো আপনার পোস্ট টি এডিট করেন নি। #abb-intro ট্যাগ অবশ্যই ব্যাবহার করতে হবে।

বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ