আপনার লেখাটা পড়ে আমার অনেক ভালো লাগলো, কেন জানেন?কারণ হলো আপনার লেখার বিষয়বস্তু আমার জীবনের সাথে অনেকটাই মিলে গেছে। আমার বয়স ৪৮+ এবং আমি একজন হার্ট পেশেন্ট। এমন অবস্থায় জীবনের হাল আমি ছেড়েই দিয়েছিলাম,নতুন করে কিছু করা তো অনেক দূরের ব্যাপার। কিন্তু আমার এই সিদ্ধান্ত আমার মনের গভীরতা থেকে বাধাগ্রস্ত হয়।ঈশ্বরের কাছে হৃদয় খুলে দিলাম মনের মাঝে ভিন্নতার সৃষ্টি হল। সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্ন নিয়ে নতুন করে জীবন শুরু করলাম। আমি হারতে শিখিনি মন বলছে সফলতা আসবেই। তাই আমি চেষ্টা বন্ধ না করে সামনের দিকে এগিয়ে চলার জন্য প্রাণপণ চেষ্টা করছি। কেননা আমার সফলতা-ব্যর্থতা সবকিছুর সাথেই আমার পরিবারে স্ত্রী সন্তানদের ভবিষ্যত ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
ধন্যবাদ আপনাকে সবাইকে মোটিভেশনাল লেখা উপহার দেয়ার জন্য।
RE: ★ব্যার্থতা তখনই আসে যখন চেস্টা বন্ধ করা হয়★ [10% beneficiaries for @shy-fox]
You are viewing a single comment's thread from:
★ব্যার্থতা তখনই আসে যখন চেস্টা বন্ধ করা হয়★ [10% beneficiaries for @shy-fox]