DIY - এসো নিজে করি : রঙিন কাগজ দিয়ে আঙ্গুলের "বো আংটি" অরিগ্যামি // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in hive-129948 •  3 years ago 

নমস্কার বন্ধুরা,

আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটি "রঙিন কাগজ দিয়ে আঙ্গুলের বো আংটি" অরিগ্যামি তৈরি করেছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। গহনা নারীদের জন্য একটি শোভা, আংটি গুলি সারা বিশ্বে সর্বাধিক জনপ্রিয় ধরণের গয়নাগুলির মধ্যে একটি। তদুপরি, বিবাহের সময় আংটির তাৎপর্য এটিকে অপরিহার্য করে তোলে, ঠিক যেমন কেকের উপরে থাকা চেরি🤭। যাইহোক অনেকদিন হলো কোনো অরিগ্যামি বানাইনি।

আজকে খুবই ইচ্ছে হচ্ছিল যে কোনো অরিগ্যামি তৈরি করি। কাগজ দিয়ে যে কোনো জিনিস বানাতে আমার খুবই ভালো লাগে। তাই আজকে বো আংটি অরিগামি তৈরি করে দেখালাম। এই অরিগ্যামি কিভাবে তৈরি করেছি তার সবগুলো ধাপ আপনাদের সাথে শেয়ার করলাম।

"রঙিন কাগজ দিয়ে আঙ্গুলের বো আংটি"

GridArt_20220407_015133809.jpg

উপকরণ


★ গোলাপি রঙের কাগজ
★ পেন্সিল
★ কাঁচি
★ আঠা

IMG_20220407_015622.jpg

◆ প্রথম ধাপ

● প্রথমে গোলাপি রঙের কাগজ এবং কাঁচি নিয়ে নিলাম।

IMG_20220407_015645.jpg

◆ দ্বিতীয় ধাপ

● এরপর কাগজের একটি ভাগ কেটে দুই ভাগে ভাজ করে নিলাম।

IMG_20220407_015723.jpg
IMG_20220407_015754.jpg

◆ তৃতীয় ধাপ

● তারপর ভাজ করার কাগজের মাঝ দিকে পুরো আঠা লাগিয়ে চিপকে নিলাম।

IMG_20220407_015818.jpg
IMG_20220407_015847.jpg

◆ চতুর্থ ধাপ

● এরপর আঠা লাগানো কাগজ কে আবার দুই ভাগে ভাজ করে আঠা লাগিয়ে চিপকে নিলাম।

IMG_20220407_015947.jpg
IMG_20220407_020009.jpg

◆ পঞ্চম ধাপ

● এরপর আঠার খোলে উপরে কাগজ কে এক মাথা দিয়ে গোল মাপ নিয়ে আঠা লাগিয়ে নিলাম।

IMG_20220407_020043.jpg
IMG_20220407_020103.jpg

◆ ষষ্ঠ ধাপ

● এরপর মাপ নেয়ার কাগজ কে চিপকে অতিরিক্ত কাগজ কে কেটে একটা রিং তৈরি করে নিলাম।

IMG_20220407_020126.jpg
IMG_20220407_020152.jpg

◆ সপ্তম ধাপ

● এরপর বো তৈরি করার জন্য রঙিন কাগজ কে চওড়া ভাবে কেটে দুই ভাগে ভাজ করে নিলাম।

IMG_20220407_020243.jpg
IMG_20220407_020300.jpg

◆ অষ্টম ধাপ

● এরপর ভাজ করার কাগজের উপরের পেন্সিল দিয়ে পাতা একে কাগজ কে কেটে নিলাম।

IMG_20220407_020317.jpg
IMG_20220407_020336.jpg

◆ নবম ধাপ

● এরপর কাগজের মাঝদিকে আঠা লাগিয়ে দুই মাথা দিয়ে চিপকে নিলাম।

IMG_20220407_020445.jpg
IMG_20220407_020547.jpg
IMG_20220407_020615.jpg

◆ দশম ধাপ

● এরপর আবার রঙিন কাগজ নিয়ে একদম সরু ভাবে কেটে আঠা লাগিয়ে বো এর এক দিক দিয়ে অন্য দিকে লাগিয়ে অতিরিক্ত কাগজ কে কেটে নিলাম।

IMG_20220407_020712.jpg
IMG_20220407_020653.jpg
IMG_20220407_020736.jpg

◆ একাদশ ধাপ

● তৈরি হয়ে গেল বো, এরপর বো এর এক দিকে এবং রিঙের উপরে আঠা লাগিয়ে বো কে রিঙের উপরে লাগিয়ে নিলাম।

IMG_20220407_020806.jpg
IMG_20220407_020821.jpg
IMG_20220407_014043.jpg

● ব্যাস তৈরি হয়ে গেলো বো আংটি অরিগ্যামি। এইভাবে আমি দুটি বো আংটি তৈরি করলাম।

IMG_20220407_014110.jpg
IMG_20220406_195008.jpg

● আমার মাতৃ ভাষা বাংলা নয়ে হিন্দি আছে। যদি অজান্তেই কোনো ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি বো আংটি তৈরি করেছেন। দেখতে অনেক ভালো লাগছে। এত সুন্দর একটি অরিগামি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

অসংখ্যা ধনবাদ দাদা আপনাকে।এত ভাল মন্তব্যা করার জন্য।

আংটির অরিগামিটি দেখতে ভারী কিউট লাগছে দিদি। খুবই যত্ন সহকারে আপনি আংটির অরিগামি টি তৈরি করেছেন তা দেখেই বুঝা যাচ্ছে। আমার কাছে আপনার তৈরি করা অরিগামিটি খুবই ভালো লেগেছে । আর আপনার উপস্থাপনাও বেশ দারুন হয়েছে৷ ধন্যবাদ।

উৎসাহ দেবার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আসলেই বলতে কি, রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করলে খুবই ভালো লাগে। আর যদি সেই তৈরীর দক্ষতা থেকে থাকে তাহলে তো কথাই নেই। নিজ দক্ষতা দারা এমন ভাবে অনেক কিছু তৈরি করা সম্ভব।

হা দাদা আপনি ঠিক বলেছেন রঙিন কাগজ দিয়ে অনেক কিছু বানানো যায়। আর ব্যাস ভাল লাগে দেখতেও । অনেক ধন্যবাদ আপনার মন্তব্যর জন্য । শুভকামনা রইলো।

রঙিন কাগজ দিয়ে তৈরি আঙ্গুলের বো আংটি খুব চমৎকার হয়েছে। কালার খুব দারুণ হয়েছে। আপনি খুব ধৈর্য্য নিয়ে বানিয়েছেন। তাই প্রশংসা না করে পারছিনা। সহজ পদ্ধতিতে সব গুলো ধাপ বর্ণনা করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য

আপনার মন্তব্য দেখে আমি খুবই আনন্দিত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে রঙিন কাগজ দিয়ে আঙ্গুলের "বো আংটি" অরিগ্যামি তৈরি করেছেন। আপনার তৈরি অরিগ্যামি খুবই অসাধারণ হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। এত অসাধারণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

উৎসাহ দেবার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপু আপনার পোষ্টের মাধ্যমে খুবই সুন্দর একটি বো আংটি অরিগামি দেখতে পেলাম। যা আপনি রঙিন কাগজ ব্যবহার করে তৈরি করেছেন। আংটি টি দেখতে আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। আপনার দক্ষতার প্রশংসা করতে হয়। সত্যিই আপু রঙিন কাগজের তৈরি বো আংটি আমার কাছে অনেক অনেক আকর্ষণীয় মনে হচ্ছে। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য দেখে আমি খুবই আনন্দিত হলাম দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য

রঙিন কাগজ দিয়ে আঙ্গুলের "বো আংটি" অরিগ্যামি দেখতে অসাধারণ হয়েছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয়। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

আপনার মন্তব্য দেখে আমি খুবই আনন্দিত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

রঙিন কাগজ দিয়ে তৈরি আংটির অরিগামিটি দেখতে অনেক চমৎকার লাগছে আপু। আপনি অনেক যত্ন করে পুরো কাজটি সম্পূর্ণ করেছেন। দেখে অনেক ভালো লাগলো আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আংটি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

উৎসাহ দেবার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

রঙিন কাগজ দিয়ে তৈরি করা যায় এমন দারুন একটি আইডিয়া শেয়ার করেছেন। আপনি খুবই সুন্দর আংটির অরিগামি তৈরি করেছেন। দেখতে অসাধারণ লাগছে অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

উৎসাহ দেবার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার পোস্টে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

রঙিন কাগজ দিয়ে আঙ্গুলের "বো আংটি" অরিগ্যামি তৈরি করেছেন। বাহ সত্যি আপনার পোস্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার লাগল আপনার ডাই পোস্ট দেখে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ডাই পোস্ট শেয়ার করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল। 💞💞

আপনার মন্তব্য দেখে আমি খুবই আনন্দিত হলাম দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি মন্তব্য করার জন্য

রঙিন কাগজ দিয়ে তৈরি বো আংটি তৈরি জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে। আপনি অনেক দক্ষতার সাথে এটি অঙ্কন করেছেন। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার এই আংটি তৈরি। ধাপে ধাপে অনেক সুন্দরভাবে আপনি এটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আংটি তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।