লেভেল ৪ হতে আমার অর্জন - By @payaljais ৷৷ আমার বাংলা ব্লগ ৷৷ ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in hive-129948 •  3 years ago  (edited)

নমস্কার বন্ধুরা,

আশা করি সবাই ভাল আছেন। সুস্থ আছেন। আজ আমি লেভেল ৪ এর পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি।

আমি লেভেল ৩ এর পরীক্ষায় উত্তীর্ন হওয়ার পর আমি @abb-school এ লেভেল ৪ এর ক্লাস করে বেশ অনেক কিছু জানতে পারলাম। প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটির, এডমিন, মডারেটর এবং প্রফেসর দের কে যারা এত সুন্দর করে ক্লাস গুলোর দিচ্ছেন এবং সবাইকে সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দিচ্ছেন। আমাদের জন্য প্রত্যেকটি লেভেল খুবই গুরুত্বপূর্ণ ছিল।প্রত্যেকটি লেভেলে আমরা আলাদা আলাদা শিক্ষা গ্রহণ করেছি। আমাদের লেভেল ৪ এর @moh.arif প্রফেসর দাদা কে এবং @nusuranur দিদি কে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কে এতো ভালো ভাবে সাহাজ্য করার জন্য। ক্লাস করার সময় কয়েকটি বিষয় গুরুত্বসহকারে আমাদেরকে শেখানো হয়েছে। আমি সেই বিষয় গুলোকে তুলে ধরবো।

IMG_20220316_164217.jpg

১.প্রশ্নঃ-p2p কি?

p2p মানে হচ্ছে ব্যক্তি থেকে ব্যক্তি অথবা person to person Transfer.এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির কাছে লেনদেন করার জন্য যে মাধ্যম সেটাকে p2p বলা হয়।

২.প্রশ্নঃ-P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

STEP 1.PNG

STEP 2.PNG

STEP 3.PNG

৩.প্রশ্নঃ-P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

STEP 1.PNG

STEP 2.PNG

STEP 3.PNG

৪.প্রশ্নঃ-P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

STEP 1.PNG

STEP 2.PNG

STEP 3.PNG

৫.প্রশ্নঃ-Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

STEP 1.PNG

STEP 2.PNG

STEP 3.PNG

STEP 4.PNG

৬.প্রশ্নঃ-Poloniex Exchange site এ একটি Account Create করুন।

STEP 1.PNG

STEP 2.PNG

৭.প্রশ্নঃ-আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

STEP 1.PNG

STEP 2.PNG

STEP 3.PNG

STEP 4.PNG

STEP 5.PNG

STEP 6.PNG

STEP 7.PNG

৮.প্রশ্নঃ-আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

STEP 1.PNG

STEP 2.PNG

STEP 3.PNG

STEP 4.PNG

STEP 5.PNG

STEP 6.PNG

৯.প্রশ্নঃ-Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

STEP 1.PNG

STEP 2.PNG

STEP 3.PNG

STEP 5.PNG

STEP 6.PNG

STEP 3.PNG

পরীক্ষার উত্তর গুলো সঠিকভাবে লেখার জন্য আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি।

●আমার মাতৃ ভাষা বাংলা নয়ে হিন্দি আছে। যদি অজান্তেই কোনো ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।🙏

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Level-4 হতে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। খুবই সুন্দর ভাবে যথাযথ উত্তর দিয়েছেন আপনি। ধন্যবাদ আপনাকে এবং নিয়মিত এবিবি স্কুলের ক্লাস গুলো করতে থাকুন।

আপনি level-4 থেকে এক্সচেঞ্জ সম্পর্কে কি ধারণা পেয়েছেন সেগুলো প্র্যাকটিক্যালি স্ক্রিনশট এর মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছেন। বিষয়গুলো শিখতে থাকুন আর সামনে অগ্রসর হয়েছে এখন।

আমার পোস্টটি পড়ার জন্য অসংখ্যা ধন্যবাদ জানাই আপনাকে।

আপনাকে স্বাগতম দিদি।

আশা করছি আপনি সব কিছু বেশ ভালোভাবেই বুঝতে পেরেছেন।
আপনি ভেরিফাইড মেম্বার থেকে আর বেশিরদূরে নয়।তাই অবশ্যই নিজের এংগেজমেন্ট, কোয়ালিটি অনেক বৃদ্ধি করতে হবে।

ধন্যবাদ এবং শুভকামনা রইলো।

আপনার শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি । আমি চেষ্টা করচি আমার নিজের এংগেজমেন্ট টা বাড়ানোর জন্য।

অর্জন কে ধারন করে কমিউনিটির নিবেদিত প্রান হোন।এই কামনা।

অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।এত সুন্দর মন্তব্য দেবার জন্য।

🌹💝