বিভিন্ন ফটোগ্রাফি।

in hive-129948 •  4 months ago 

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আমি আমার তোলা কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


IMG_20240314_165628.jpg

ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা


আমাদের চারিপাশে বিভিন্ন ধরনের সব্জি গাছ লাগিয়ে থাকি। আসলে আমরা যেখানে একটু ফাঁকা জায়গা পাই সেখানেই বিভিন্ন ধরনের গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি। যেহেতু শহর অঞ্চলের দিকে জায়গার পরিমাণ অনেক কম তাই শহর অঞ্চলের দিকে তেমন একটা বেশি গাছপালা লাগানো সম্ভব হয় না। আর দিন দিন শহরের দিকে যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে করে যদি আমরা এখনো আমাদের আশেপাশে গাছ না লাগায় তাহলে আর কিছুদিনের মধ্যে শহরাঞ্চলে থাকা অসম্ভব হয়ে যাবে।


IMG_20240314_165404.jpg


ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা


আর সবদিক থেকেই আমার গ্রাম অনেক বেশি পছন্দ হয়। কারণ এক দিক থেকে গ্রামাঞ্চলে রয়েছে গাছপালায় ভর্তি তেমনি অন্য দিক থেকে রয়েছে খোলা মাঠ। যাই হোক গ্রাম অঞ্চলের দিকে শীতের সময় থেকে শুরু করে প্রায় সারা বছরই বিভিন্ন ধরনের সব্জি উৎপাদন হয়। আর গ্রামের মানুষের প্রায় সারা বছর সব্জি না কিনলেও চলে। কারণ তাদের আশেপাশে তারা যে কোনো ফাঁকা জায়গাতে বিভিন্ন ধরনের সব্জি গাছ লাগিয়ে দেয় এবং সেখান থেকে তারা বিভিন্ন ধরনের সব্জি পেয়ে থাকে।


IMG_20240314_165416.jpg


ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা


আসলে আজকের এই গাছটি হল ছিম গাছ। আর এই ছিম সব্জি আমাদের সবার খুব একটা প্রিয়। আসলে গ্রাম অঞ্চলে যখন আমি ঘুরতে গিয়েছিলাম তখন একজনের বাড়ির আঙিনায় এই ছিম গাছ আমি দেখতে পেয়েছিলাম। যদিও তখন ছিম গাছের ছিমের সংখ্যা অনেক কমে গেছে। তবুও লতার ডগায় কিছু ফুল ফুটেছিল। আমি সেই ফুল গুলোর ছবি আমার ফোনের ক্যামেরায় বন্দি করলাম।


IMG_20240314_165421.jpg


ক্যামেরা পরিচিতি : HUAWEI

ক্যামেরা মডেল : BKK-AL 10

ক্যামেরা লেংথ : 3 mm

লোকেশন : উত্তর ২৪ পরগনা



আসলে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের কীটপতঙ্গের আক্রমণে বিভিন্ন ফসলের উৎপাদনে ব্যাহত হচ্ছে। আর এর ফলে প্রতিবছর কৃষকেরা কঠোর পরিশ্রম করার ফলে যে ফসল হওয়ার কথা ছিল সেই ফসল হয় না এসব কীটপতঙ্গের জন্য। যাইহোক এখন বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ওষুধ আবিষ্কার হওয়ার ফলে কৃষকদের মাঝে একটু স্বস্তি ফিরে এসেছে। এই কীটনাশক ব্যবহার করে তারা বর্তমান সময়ে প্রচুর পরিমাণ সব্জি উৎপাদন করতে সক্ষম হচ্ছে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার মাধ্যমে অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। এত সুন্দর ফটোগ্রাফি গুলো এত দক্ষতার সাথে করেছেন যা আসলে দৃষ্টি কারবে সকলের।এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আমিও পছন্দ করে বিভিন্ন ধরনের গাছ লাগাতে। আজকে বেশ সুন্দরভাবে গাছগুলোর ছবি তুলে ধরেছেন। গ্রাম অঞ্চল শহর থেকে একটু ভিন্ন, এখানে খেলাধুলার জন্য মাঠ পাওয়া যায়। চারিধারে সুন্দর গাছপালা। প্রকৃতির এক অপরূপ সুন্দর উপভোগ করা যায়।