স্টিমিটে আমার বয়স মাস দুই ও না। মূলত ব্লকচেন নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়ে এর ব্যাপারে জানতে পারি। তারপর অ্যাকাউন্ট খুলি এবং এই কমিউনিটিটি খুঁজে পাই। ওয়েব থ্রি এর বিষয় যেমন আছে, তেমনই এর মধ্যে ব্লগিং এর স্বর্ণযুগ ও সোশাল মিডিয়ার শুরুর দিনগুলোর একটা নস্টালজিয়া কাজ করে। আজকাল স্প্যামার আর ট্রলদের মাঝে প্রচলিত সোশ্যাল মিডিয়া বিরক্তিকর লাগে। সেখঅনে এখানে এসে প্রচুর মানসম্মত পোস্ট পাই। কমিউনিটির সকলেই খুবই ভদ্র ও রূচিশীল। এই কমিউনিটি আমাকে নতুন করে বাংলায় লেখালেখি শুরু করার অনুপ্রেরণা যুগিয়েছে। অনেক অনেক শুভেচ্ছা রইল। এই উদ্যোগ আরও বড় হোক।
RE: "আমার বাংলা ব্লগ" সম্পর্কিত কিছু মজার তথ্য
You are viewing a single comment's thread from:
"আমার বাংলা ব্লগ" সম্পর্কিত কিছু মজার তথ্য