কবিতাঃ রঙ্গীন খেলা
লেখকঃ লাবন্য
আমার বুকের ব্যথাকে
যে তুমি রঙ্গীন খেলা ভাবো
সে তুমি হয়তো মানবের উর্ধে
কোন মহাত্মা বিশেষ ।
না হলে -
কি করে
এ হৃদয় নিয়ে খেলতে পারো ?
তোমার ভিতরে যে হৃদয় আছে
তা হয়তো
আঘাতে আঘাতে
পাথরের রূপ ধারণ করেছে,
কিন্তু
এ কোমল হৃদয়খানি তে যে আঘাত দিয়ে চলেছো অবিরাম
তা সহ্য করবার শক্তি যে তার নেই,
বুঝেও
সে বেত্রাঘাত বন্ধ করোনি
কেন করোনি ?
তোমার পেশিতে
এত এত শক্তি
সঞ্চারিত করেছো কোন কৌশলে ?
সে শিক্ষা না দিয়েই
আঘাত করে চলেছো বিরামহীন ;
জানোতো -
যে আঘাত সীমা লঙ্ঘন করে
সে আঘাত অসুন্দর বলেই সমাদৃত ;
ভালোবাসায় আঘাত থাকে
সে আঘাতে
আমিত্বকে বিলিন করে দেয়া যায়
তাতেও গভীরতর সুখ নিহিত থাকে ;
থাকেনা বলো ?
সাজানো বাগানে অপ্রত্যাশিত ঝড়
যখন স্বত্তার অস্তিত্বকে ধুলোয় মিটিয়ে দেয়
সে ধুলো দামী হয়ে যায় ;
যে আঘাত হৃদয় হতে রক্ত ঝড়ায়,
সে রক্ত যে মাটিতে পড়ে
সেই মাটি আমৃত্যু কাল পর্যন্ত যৌবন ফিরে পায় ;
সে মাটি উর্বর হয়
ভালোবাসার বীজ অঙ্কুরিত হয়
বিস্তির্ন ধু-ধু প্রান্তর ফুলে-ফলে ভরে ওঠে কানায় কানায় ;
যেমন জোয়ার এলে নদীর জলকে দেখো ।
বেদনার নোনা জলে আঁখি পল্লব
প্লাবিত হয়
ভাসিয়ে দেয় বুকের ভিটা
স্রোতের তালে ভেসে যায়
ভলোবাসার মাইল ফলক
যেখানে নীল কালিতে লেখা ছিলো
তোমার নাম ।।
আমার বাংলা ব্লগে আপনাকে স্বাগত জানাই! আমার বাংলা ব্লগে ব্লগিং করার আগে একটি পরিচিমূলক পোস্ট করা অবশ্যক তবে বর্তমানে নতুন সদস্য নেওয়া হচ্ছে না। যখন আগামী সময়ে নতুন সদস্য নেওয়া হবে তখন পরিচিতমূলক পোস্ট করবেন।
বিস্তারিত জানার হলে আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিন।
https://discord.gg/mY97rF66
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া, আমি ইতোমধ্যে ডিসকর্ড সার্ভারে যোগ দিয়েছি , আমি আমার বাংলা ব্লগের সাথে থাকতে চাই । আমাকে এই ব্লগের মেম্বার করলে খুবই খুশি হতাম ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা কবিতাটি খুবই সুন্দর হয়েছে, আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার লেখা কবিতাটি।
তবে আমার বাংলা ব্লগ এ কাজ করার জন্য আপনাকে প্রথমে একটি পরিচিত মূলক পোস্ট করতে হবে। আমার বাংলা ব্লগে পিন করা পোস্ট গুলো পড়ুন তাহলে আপনি সকল নিয়ম কানুন বুঝে যাবেন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি একেবারে নতুন । আমকে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হলাম আপু ।কবিতার ভিতর হৃদয়ের অনুভূতির গল্প যা খুব সুন্দর ভাবে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমার কাছে বিষয়টি খুবই ভালো লেগেছে ।প্রতিটি মানুষের জীবনের অনুভূতি ও আকাঙ্ক্ষার বিষয়ে মূল্যহীন বর্ণিত গল্প থাকে সেটা আপনার কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন । কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটি তে পোস্ট করতে হলে কমিউনিটির যেসকল দিক নির্দেশনা আছে বিশেষ করে পরিচিত মূলক পোস্ট আপনাকে প্রথমে করতে হবে। আশা করি সবকিছু জানার চেষ্টা করবেন ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি 'আমার বাংলা ব্লগ' কমিউনিটি তে পরিচিত মূলক পোস্ট করুন। বর্তমানে আমার বাংলা ব্লগ কমিউনিটি তে মানুষ নেয়া হচ্ছে না। তবে সন্ধান রাখুন, যখন নেয়া হবে তখন মডারেটর ভাইয়াদের সাথে কথা বলবেন। যেকোনো একটি পোস্ট করবেন,সে পোষ্টের মধ্যে মডারেটর ভাইয়াদের নাম (@আইডি নাম)মেনশন করবেন তাহলে উনারা এসে উত্তর দিয়ে যাবে। এবং আপনার জন্য সঠিক পথ দেখিয়ে দিবেন। আপনার কবিতাটি খুব সুন্দর হয়েছে। আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কাজ করার উৎসাহ থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নমস্কার দিদি, আপনি আমার বাংলা ব্লগে পরিচিতিমূলক পোস্ট করুন। আপনাকে একটি সাদা কাগজে আমার বাংলা ব্লগ লিখে তারপর নিজের নাম ও তারিখ লিখে নিজের সম্পর্কে কিছু কথা, আপনার ভালোলাগা বা শখ গুলো লিখে পোস্ট করবেন। আপনি বিস্তারিত জানতে পারবেন নীচে লিংকে। ধন্যবাদ 🙏🏾
"আমার বাংলা ব্লগে" ভেরিফিকেশন পোস্ট করার কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit