আমার দাদুর বর্তমান বয়স ৯২। সে ব্রিটিশ আমলে ৮ম শ্রেনি প্রযর্ন্ত পড়াশুনা করেন কিন্তু আর্থিক সমস্যার কারনে আর বেশি এগোতে পারে নি। দাদু আসলে একজন রসিক মানুষ ছিলেন। তিনি আমাদের অর্থাৎ তার যতো নাতি-নাতনি আছে তাদেরকে মজার মজার গল্প বলে হাসাতে পছন্দ করতেন। প্রতিদিন সন্ধ্যা বেলা উঠোনে পাটি পেতে গোল হয়ে বসতাম আর দাদু মাঝে বসে গল্প শুরু করতেন। আমাদের এই গল্পের আসরের পাশে একটা হ্যারিকেন পিট পিট করে জ্বলতো এবং তার পাশেই একটা মাটির পাত্রে নারকেলের ছোবরা জ্বালানো হতো ধূপ দিয়ে যেনো মশা না কামড়ায়। প্রতিদিনের মতো গল্প শুরু হলো কিন্তু দাদু বললো আজ গল্প বলবো না। তখন আমি জিজ্ঞেস করলাম কেনো? দাদু বললো আজ আমি কয়েকটি সপ্নের কথা বলবো যেগুলো আমি গতো কাল ঘুমের মধ্যে দেখেছিলাম। যাহোক, আমরা সম্মতি দিলাম সে ১ম সপ্নটি দাদু বলতে শুরু করলো, আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ আকাশ থেকে একটা মেঘের সিড়ি নেমে আসলো। আমি সেই সিড়ি বেয়ে উপরে উঠতে উঠতে দেখি স্বর্গের দড়জায় চলে এসেছি। এবং দেখতে পাই দরজায় বড় একটা তালা ঝুলছে আর চাবি দরজার পাশে পড়ে আছে। আমি স্বর্গে যাবার আনন্দে তড়িঘড়ি করে চাবিটা নিলাম এবং তালার ভিতর প্রবেশ করিয়ে ঘুরাত লাগলাম। তালা আর খুলছে না আর আমার ঘুরানোও থামছে না। হঠাৎ করে ঘুম ভেঙে গেলো এবং একটা ব্যাথা অনুভব করলাম। যখন খেয়াল হলো আমি দেখি আমার আঙ্গুল নিজের পায়ুপথে ঢুকিয়ে বসে আছি। আমরা সবাই হাহা হোহো করে হসে উঠলাম।
পরবর্তী পার্ট শিঘ্রই আসছে। দয়া করে ভোট দিয়ে সঙ্গে থাকুন।
ধন্যবাদ