অনলাইনে আয় করার উপায় (Ways to Make Money Online)
আপনি যদি অনলাইনে আয় করার উপায় জানতে চান, তাহলে বলবো আমেরিকার ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম YouTube (ইউটিউব) থেকে আপনি অর্থ উপার্জন করতে পারেন। তাছাড়া কন্টেন্ট রাইটিং, ডেটা এন্ট্রির মত ফ্রিল্যান্সিং কাজ করেও অতিরিক্ত উপার্জন করা যাবে। তাছাড়া নির্দিষ্ট কিছু ওয়েবসাইটের নির্দেশ মত কাজ করেও মিলবে টাকা (Earn Money Website)।
- কিভাবে ইউটিউব থেকে টাকা আয় করবেন (How to Earn from YouTube)
আমরা সবাই খুব ভালো করেই জানি যে বর্তমানে অনেকেই ইউটিউবের মাধ্যমে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছেন। সেক্ষেত্রে আপনার যদি ভিডিও বানানোর দক্ষতা থাকে, তাহলে আপনিও ঘরে বসে এই কাজ করতে করে উপার্জন করতে পারেন। এর জন্য শুধু ভিডিও তৈরি করে সেটি এডিট করে আপলোড করতে হবে। এরপর নির্দিষ্ট গ্রাহক বেসের কাছে সেই ভিডিও পৌঁছে দিতে হবে।
- কনটেন্ট রাইটিং করে আয় (Earn Money through content Writing)
যদি আপনার হিন্দি বা ইংরেজি ভাষায় ভালো দখল থাকে, তাহলে আপনি ফ্রিল্যান্সার সাইটে কন্টেন্ট লিখে অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন। এই কাজের জন্যও কোন বিনিয়োগের প্রয়োজন হয় না, তবে লেখার দক্ষতা থাকা প্রয়োজন। এমন অনেক কোম্পানি আছে যারা অনলাইনে ফ্রিল্যান্সার নিয়োগ করে।
- সাইটের মাধ্যমে উপার্জন (Earn Money from sites)
এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে বিনিয়োগ না করেও হাজার হাজার টাকা উপার্জন করা যেতে পারে। এই জাতীয় সাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করলে আপনি ৯৯ টাকা পাবেন এবং ২০ জন বন্ধুর অ্যাকাউন্ট তৈরি করলে, আপনি অবিলম্বে ২০ টাকা পাবেন। এরপর প্রতিটি ইমেইল পড়ার জন্য ২৫ পয়সা থেকে ৫ টাকা আয় করা যাবে। তবে এই সময় কোনো ভুয়ো লিঙ্কে ক্লিক করছেন কিনা বা অযাচিত কার্যকলাপে জড়িয়ে পড়ছেন কিনা খেয়াল রাখবেন।
আপনার পোস্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের post আমাদের কমিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।
কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
Source:
https://techgup.com/how-to-earn-money-online-in-every-month-without-investment-follow-these-ways/
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit