একটি রঙিন মাছের ডিজিটাল আর্ট//১০% বেনিফিসিয়ারি shy-fox এর জন্য//

in hive-129948 •  2 years ago 

বন্ধুরা নমস্কার .....

আপনারা সবাই কেমন আছেন।আশাকরি আপনারা সবাই ভালো আছেন।আজকে আমি আমার বাংলা ব্লগে নতুন একটি ডিজিটাল আর্ট নিয়ে হাজির হয়েছি।আজকে আমি নতুন যে আর্ট করছি তার নাম হলো একটি রঙিন মাছের ডিজিটাল আর্ট।তবে আমি দেখেছিলাম টিভিতে গায়ে বিভিন্ন রংরের মাছ।তাই আমি পরিপেক্ষিতে আজকের একটি রঙিন মাছের ডিজিটাল আর্ট শেয়ার করছি।তো চলুন আমি কীভাবে আর্ট
করলাম তা নিচে তুলে ধরলাম ।

ফাইনাল আর্ট

7.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
১.Auto cad software .
২.Adobe Photoshop CS5.

রঙিন মাছের ডিজিটাল কীভাবে করলাম,তা নিচে তুলে ধরলাম:

১:প্রথমে আমি অটোকার্ড দিয়ে মাছটির নকশা করে নেব।

88.JPG

২:তারপর আমি নকশা করার পর Adobe Photoshop CS5 নিয়ে প্রথমে মাছের মাথায় উপরে ডানা দুটোর মধ্যে গোলাপি রং করে নেব।

1.jpg

৩:এরপর আমি মাছের মাথায় আর ডানায় কমলা রং করে নেব।

2.jpg

৪:কমলা রং করার পর আমি মোছের দেহের মধ্যে হলুদ রং করে নেব।

3.jpg

৫:মাছের দেহের লেজের অংশে শ্বেতা কচুপাতা আর বেগুনি রং করে নেব।

4.jpg

৬:তারপর মাছের নিচের ডানায় শ্বেতা গোলাপি রং করে নেব।

5.jpg

৭:সবশেষে আমি মাছের পিছনের লেজে কলাপাতা রং করে নেব।আর একটি ডানায় সাদা রং করে নেব।

6.jpg

7.jpg

তো এমন ভাবে রঙিন মাছের ডিজিটাল আর্ট করা শেষ করলাম।আশাকরি আপনাদের সকলের কাছে আমার ডিজিটাল আর্টটি ভালো লাগবে।
সবাই ভালো ও সুস্থ থাকবেন।
ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বেশ চমৎকার একটি রঙিন মাছ অংকন করেছেন, আর সেটি ডিজিটাল আর্টের মাধ্যমে.।ভালো লাগলো আপনার আজকের এই চিত্রটি দেখে। ভালো থাকবেন সর্বদায়।

ধন্যবাদ, আপনার সুচিন্তিত মন্তব্যর জন্য।

পানিতে ভেসে বেড়ানো একটি মাছের খুবই সুন্দর এবং কালার ফুল একটি চিত্র প্রস্তুত করে আমাদের মাঝে প্রদর্শন করেছেন খুবই ভালো লাগলো দেখে বিশেষ করে কালারটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

খুবই চমৎকারভাবে আপনি রঙিন মাছের ডিজিটাল অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার এই রঙিন মাছের ডিজিটাল অংকন আমার কাছে খুবই ভালো লেগেছে। দক্ষতার সঙ্গে অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ, পোস্টটি দেখে সুমতামতের জন্য।

ওয়াও খুব সুন্দর রঙিন মাছের ডিজিটাল আর্ট করেছেন। দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। মাছটি আমার কাছে অনেক ভালো লেগেছে। কালারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক ধৈর্য সহকারে আর্ট টি সম্পন্ন করেছেন। ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি রঙিন মাছের ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা অবিরাম।

আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য।

ভাইয়া আপনার মাছের ডিজিটাল আর্ট দেখতে অসাধারণ হয়েছে। এত সুন্দরভাবে কালারফুল একটি মাছের ডিজিটাল আর্ট করেছেন যে আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনার ডিজিটাল আর্টগুলো সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু পোস্টটি পড়ে সুন্দর গঠন মূলক মন্তব্যের জন্য।

বেশ ভালো লেগেছে ভাই আপনার চিত্রাঙ্কন টি। আপনি খুব সুন্দর করে একটি রঙ্গিন মাছের চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি চিত্রাঙ্কন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার প্রতিটি ডিজিটাল আর্ট আমার কাছে খুবই ভালো লাগে ভাই। আপনার আজকের একটি রঙিন মাছের ডিজিটাল আর্ট দারুণ লেগেছে। এমন মাছ আগে আমি কখনো দেখি নাই।

ধন্যবাদ ভাই পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য।

আমি দেখেছিলাম টিভিতে গায়ে বিভিন্ন রংরের মাছ।

আমার খামারেই এমন সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির রঙিন মাছ রয়েছে ভাইয়া।

ডিজিটাল আর্টের মাধ্যমে খুবই চমৎকারভাবে একটি রঙিন মাছ অংকন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। প্রত্যেকটি ধাপে ধাপে আপনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে এমন চমৎকার একটি রঙিন মাছের চিত্র অঙ্কন করতে হয়।

ধন্যবাদ ভাইয়া পোস্টটি পড়ে সুন্দর মন্তব্যের জন্য।