নমস্কার বন্ধুরা। আপনারা সবাই এই প্রচন্ড ঠান্ডায় কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি । তবে ঠান্ডাটা একটু কমলে আরও ভালো থাকতাম হি হি হি।
আজ হঠাৎ ঠিক হল রেস্টুরেন্টে যাওয়ার কথা । আমার একটা দিদি নিজের দিদি নয় তবে নিজের দিদির থেকে কম না, ও বললো রেস্টুরেন্টে যাওয়ার জন্য। আমিও রাজি হয়ে গেলাম ভাবলাম পাশেই বইমেলা হচ্ছে ওই রেস্টুরেন্ট এর একেবারে ঘুরে আসবো। কিন্তু বইমেলায় অনেক বেশী ভিড় দেখে আর যাওয়া হল না। একটু খারাপ লাগছিল। তবে খাবার গুলো এত টেস্টি ছিল যে পরে খুশী হয়েছিলাম।
আমরা সন্ধ্যা ৬টার দিকে এই রেস্টুরেন্টে গিয়েছিলাম আর ৭ টার দিকে চলে এসছিলাম।আমাদের বাড়ী থেকে খুব বেশি দূরে নয় এটি হেঁটে গেলে ২০ মিনিট আর গাড়িতে ১০ মিনিটের কম। এটি বনগাঁ পৌরসভার ঠিক পাশেই। খাবারের মান অনেক ভালো আর দামের দিক থেকেও বনগাঁর কিছু রেস্টুরেন্ট এর মতোই মানে ঠিকঠাক। চলুন তবে দেরি না করে শুরু করি।
এটি হলো এই রেস্টুরেন্ট এর মেনু কার্ড এখান থেকেই আপনারা দেখতে পাচ্ছেন কি কি খাবার পাওয়া যায় আর কোন খাবারের কেমন দাম। এখানে হোম ডেলিভারি ও দেওয়া হয়। আর ফ্রী ডেলিভারি এটাই সবচয়ে ভালো ব্যাপার।
এটা হলো এগ চিকেন ফ্রাইড রাইস। খাবারটি খুব ভালো খেতে ছিল। আমরা দুজন দুই প্লেট এগ চিকেন ফ্রাইড রাইস নিয়েছিলাম । চিকেন এগ দুটোর পরিমাণই বেশি ছিল অনেক ভালো বানিয়েছিল।
এটি হলো স্লাইস পেপার চিকেন। এই আইটেমটি আমি এর আগে কখনও খাইনি। অনেক আইটেম টেস্ট করেছি চিকেন এর কিন্তু এটা কখনও এর আগে হয়নি।এটা এতো ভালো খেতে জানলে তো এটাই খেতাম বেশিরভাগ সময়ে। আর এটার পরিমাণ অনেক বেশী ছিল। ৬ পিস ছিল একটা বাটিতে আর পিস গুলো অনেক বড় বড় ছিল। তাই এটা একটাই নিয়েছিলাম।
এটা হলো ফ্রেস লাইম সোডা। সব শেষে এটা খুব ভালো লাগছিল খেতে। যদিও ঠাণ্ডা তাও একটু ড্রিঙ্ক না খেলে কেমন কম আছে কিছু মনে হয় হি হি হি।
আজ রেস্টুরেন্ট প্রায় ফাঁকা ছিল মাত্র অল্প কয়েকজন লোক ছিলাম আমরা তাই কয়েকটি ফোটোগ্রাফি করে নিলাম এখানকার।
সব মিলিয়ে আমাদের দুজনের আজকের সন্ধ্যা অনেক ভালো কেটেছে।ফটোগ্রাফি গুলো realme 8i এর ফোনে তোলা হয়েছে।
আজ এই পর্যন্তই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।
বাহ রেস্টুরেন্টের নাম কিন্তু খুবই চমৎকার। সন্ধ্যায় দুজন মিলে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন রেস্টুরেন্টে। দেখে খুব ভালো লাগলো। আপনার ফটোগ্রাফি গুলো বেশ দুর্দান্ত হয়েছে। রেস্টুরেন্টের পরিবেশ কিন্তু খুবই চমৎকার। খাওয়া-দাওয়া আর গল্প গুজব নিশ্চয়ই রেস্টুরেন্টে সময় গুলো খুবই ভালো ভাবে কাটিয়েছেন। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করে আরো খুশী করে দিলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টের নাম যেমন খাবারও ঠিক তেমন মনে হয়। বেশি মজা করেই খেয়েছেন আপনি এবং আপনার দিদি খাবার গুলো। রেস্টুরেন্টের ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে খুবই ভালো মানের একটি রেস্টুরেন্ট এটি। তাই খাবার গুলো বেশ ভালই হবে।আপনারা নিজেরা খাওয়া দাওয়া করেছেন লোভ লাগিয়ে দিলেন আমাদেরকে এটা কি হলো।এখন তো আপনাদের পেট ব্যথা করবে তাহলে আমাদের দোষ দিবেন না। যাইহোক মজা করলাম।আপনাদের দুজনের কাটানো এত সুন্দর একটি মুহূর্ত এবং খাবারের রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ দাদা আপনাকে অনেক মজার একটা মন্তব্য করেছেন 😂😂।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি এবং আপনার দিদি তো দেখছি একা একা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিয়েছেন। আমাদের কথা একবারও ভাবলেন না। যাইহোক বেশ ভালোই সময় কেটেছে মনে হচ্ছে। আমার কাছে কিন্তু রেস্টুরেন্ট ভীষণ ভালো লেগেছে খুবই সুন্দর ভাবে সাজিয়েছে। এরকম রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার মজাটাই আলাদা। চিকেন ফ্রাইড রাইস, স্লাইস পেপার চিকেন সেই সাথে ফ্রেস লাইম সোডা ও খেয়েছেন। সব মিলিয়ে ভালোই খাওয়া দাওয়া করেছেন সেই সাথে গল্প গুজব তো আছেই মনে হয়। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি আপনাদের কথাও ভাবছিলাম ওই জন্যে সুন্দর করে ফোটো তুললাম 🥶। অনেক মজার আর সুন্দর মন্তব্য করলেন 😂😂 ধন্যবাদ দিদি 💓।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit