নমষ্কার বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি ।সকলের সুস্থতা কামনা করেই ,আমার আজকের পোস্টটি শুরু করতে চলেছি।
আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আবারও নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। প্রতি সপ্তাহেই একটি করে রেসিপি পোস্ট করার চেষ্টা করি। সেই রকমই আজ আমার খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার মনে হয় রেসিপিটি শুধু আমার একার নয়, আপনাদের সকলেরই পছন্দের, সেটি হল "চিকেন বিরিয়ানি"। এটি মূলত কোরবানির ঈদ উপলক্ষে, বাড়িতে তৈরি করেছিলাম ।কিন্তু সময়ের স্বল্পতার কারণে ,সেটি শেয়ার করা হয়ে ওঠেনি। তাই আজ চলে এলাম এই রেসিপি পোস্ট নিয়ে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।
প্রয়োজনীয় উপকরণ | পরিমাণ |
---|---|
বাসমতী চাল | ৫০০ গ্রাম |
চিকেন | ৬০০ গ্রাম |
আলু | ২টি |
পেঁয়াজ | ৪ টি |
রসুন | ২টি |
ধনে পাতা | ৫ টি |
আদা | এক টুকরো |
কাঁচা লঙ্কা | ৪টি |
টক দই | ২০০ গ্রাম |
ঘি | ১০০ গ্রাম |
লবণ | ২চামচ |
হলুদ | ২চামচ |
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো | ২চামচ |
গোটা গরম মশলা | সামান্য |
চিনি | ১চামচ |
দুধ | ২ কাপ |
লেবু | অর্ধেক |
কেশর | সামান্য |
বিরিয়ানি মশলা | ৪ চামচ |
জিরে | সামান্য |
রন্ধন প্রণালী :
প্রথমেই নিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় উপকরণ গুলি - বাসমতী চাল ,চিকেন, আলু, পেঁয়াজ, রসুন, ধনে পাতা, আদা, কাঁচা লঙ্কা, টক দই ,ঘি, লবণ ,হলুদ ,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোটা গরম মসলা ,চিনি, দুধ ,লেবু , বিরিয়ানি মসলা আর কেশর।
প্রথমেই চিকেন ধুয়ে, একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি । তারপর এতে দিয়ে দিয়েছি বিরিয়ানি মসলা ,তারপর দিয়েছি টকদই ,তারপর কুচানো ধনেপাতা আর এরপর সামান্য ঘি দিয়ে মাংস টাকে ম্যারিনেট করে ৩০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি।
বাসমতী চাল গুলোও ভালো করে ধুয়ে ৩০ মিনিট জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর দুধ গরম করে সামান্য পরিমাণ দুধ একটি বাটিতে নিয়ে তার মধ্যে কেশর ভিজিয়ে রেখে দিয়েছি।
আলু গুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আদা রসুন খোসা ছাড়িয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি।
এরপর রাইস কুকারের মধ্যে পরিমাণ মতো জল নিয়ে তাতে সামান্য জিরে ,লবঙ্গ ,এলাচ আর দারুচিনি দিয়ে জলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। জল ফুটে উঠলে তার মধ্যে ভিজিয়ে রাখা চাল গুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা ঘি। তারপর ভাতটাকে হতে দিলাম। ভাত হয়ে গেলে সেটাকে নামিয়ে নিয়ে রেখে দিলাম।
এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম ,তেল গরম হয়ে গেলে আলু গুলোকে কড়াইতে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে সেটিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম, এরপর কুচিয়ে রাখা পেঁয়াজ গুলোকে ভালো করে ভেজে একটি পাত্রে নামিয়ে নিয়ে তাতে এক চামচ চিনি মিশিয়ে রেখে দিলাম।
এরপর আদা রসুন বাটা কড়াইতে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেন আর দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কাগুঁড়ো। তারপর ভালোভাবে চিকেন টাকে কষিয়ে নিলাম।
কিছুক্ষণ কষানোর পর তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল আর কাঁচা লঙ্কা। তারপর ভেজে রাখা পেঁয়াজের অর্ধেকটা আর আলুর টুকরো গুলোকে দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণে দুধ দিয়ে বেশ কিছুক্ষন মাংসটাকে কষিয়ে নিলাম।
মাংসটাকে ভালোভাবে কষানোর পর ,তাতে দিয়ে দিলাম তৈরি করে রাখা ভাত। কিছুক্ষণ কড়াইতে নাড়াচাড়া করে নিলাম আর এই ভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, চিকেন বিরিয়ানি।
এরপর একটি প্লেটে নামিয়ে সেটিকে সুন্দর করে পরিবেশন করে নিলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খারাপ লাগেনি।
পোস্ট বিবরণ | রেসিপি |
---|---|
লোকেশন | বারাসাত |
আজ আর নয় । আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে, আবারও নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
অসাধারণ চিকেন বিরিয়ানি তৈরি করেছেন আপনি। আপনার এই চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য যে সমস্ত উপাদান গুলোর প্রয়োজন হয়েছিল তা আপনি খুব সুন্দর ভাবে টেবিল আকারে উপস্থাপন করেছেন। আর এই টেবিল আকারে উপস্থাপনাটা ছিল অন্যরকম। যেখানে সমস্ত কিছু তালিকা বদ্ধ হয়েছে। পাশাপাশি ধাপে ধাপের রান্নার কৌশল তুলে ধরেছেন ফটোগ্রাফির মাধ্যমে। খুবই ভালো লাগলো আপনার এই সুন্দর চিকেন বিরিয়ানি রেসিপি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার তৈরি করা চিকেন বিরিয়ানির, প্রতিটি ধাপ আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে ,খুব খুশি হলাম ভাই ।ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার সব থেকে পছন্দের খাবারটা হচ্ছে বিরিয়ানি সেটা যে কোন বিরিয়ানি হতে পারে, চিকেন বিরিয়ানি তার মধ্যে অন্যতম আপনি খুব চমৎকার ভাবে চিকেন বিরিয়ানির রেসিপি উপস্থাপন করেছেন এবং ডেকোরেশন টাও খুব সুন্দর ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারও আপনার মত সবচেয়ে পছন্দের খাবার হল বিরিয়ানি। আমার তৈরি করা চিকেন বিরিয়ানি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইস আপু আপনার রেসিপিটি এতটা লোভনীয় লাগছে যে দেখেই খেতে ইচ্ছে করছে । এত চমৎকারভাবে রান্না করেছেন দেখে লোভ সামলানো যাচ্ছে না । কোরবানির ঈদ উপলক্ষে দারুন একটি রেসিপি তৈরি করেছেন আপনি ।আমার কাছে ভীষণ ভালো লেগেছে । অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার তৈরি করা রেসিপিটি আপনার কাছে অনেক লোভনীয় মনে হয়েছে জেনে অনেক অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে অনেক প্রশংসনীয় একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ দিদি আপনার চিকেন বিরিয়ানি দেখে তো আমার খুব লোভ পাচ্ছে। এই চিকেন বিরিয়ানি আমার ফেভারিট খাবার। বিশ রকমের উপকরণ দিয়ে তৈরি করেছেন স্বাদ না হয়ে পারে! আর ডেকোরেশনটা তো বেশ দুর্দান্ত হয়েছে। রেসিপিটি তৈরি পদ্ধতি এবং উপস্থাপন অনেক সুন্দর হয়েছে দিদি। সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারও আপনার মত চিকেন বিরিয়ানি সবচেয়ে প্রিয় খাবার। আমার তৈরি করার রেসিপিটি, আপনার কাছে ভালো লেগেছে জেনে ,অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন আপু চিকেন বিরিয়ানি কিন্তু কম বেশি সকলেই অনেক বেশি পছন্দ করেন। আমার কাছে তো অনেক ভালো লাগে আমার মেয়েরাও খুব পছন্দ করে চিকেন বিরিয়ানি। আপনি অনেক লোভনীয়ভাবে তৈরি করেছেন দেখে তো খেতে ইচ্ছা করতেছে। যদি খাওয়ার সময় ডাক দিতেন তাহলে অনেক ভালো লাগতো খেতে পারতাম। প্রতিটি ধাপ সুন্দর ভাবে দেখালেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আর আপনার মেয়েরা, চিকেন বিরিয়ানি অনেক পছন্দ করেন জেনে ভালো লাগলো ।আমিও খুব পছন্দ করি এই রেসিপিটি। আমার তৈরি করার রেসিপিটি, আপনার কাছে ভালো লেগেছে জেনে, অনেক খুশি হলাম আপু ।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথায় আছে ধর্ম যার যার উৎসব আমাদের সবার। আপু আপনি ঈদ উপলক্ষে এই দারুন বিরিয়ানির রেসিপি তৈরি করেছিলেন জেনে খুবই ভালো লাগলো। আসলে উৎসবমুখর পরিবেশ যখন চারপাশে বিরাজ করে তখন প্রত্যেকটি ধর্মের মানুষ নিজেদের জায়গা থেকে আনন্দ করার চেষ্টা করে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদমই ঠিক বলেছেন আপু, ধর্ম যারই হোক না কেন! উৎসব আমাদের সকলেরই .সেই জন্যই তো আমিও ঈদ উপলক্ষে চিকেন বিরিয়ানি তৈরি করে খুব মজা করে বাড়িতে খেয়েছিলাম। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আহা কি মজার লোভনীয় রেসিপি দেখে তো জিভে জল টপটপ করছে।
সকাল সকাল এমন মজাদার রেসিপি দেখে লোভ হবে খুব খাওয়ার জন্য বুঝতে পারিনি।
পৃথিবীর প্রস্তুত প্রণালী সুন্দরভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জিভে যখন রেসিপিটি খাওয়ার জন্য ,জল টপটপ করছে, তাহলে না হয় চলেই আসুন একটু ভাগ আপনাকেও দিয়ে দেব, হি হি হি।
ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিরিয়ানির রেসিপি দেখে তো লোভ লাগছে কিন্তু খেতে বারণ! হিহি 🤣🤣 যাই হোক দিদি রেসিপিটির উপস্থাপন অত্যন্ত সুন্দর ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খেতে বারণ কেন?🤔🤔🤔 লোভ যখন লাগছে, একটুখানি টেস্ট করে দেখতেই পারতেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না দিদি থাক... অনেক খেয়েছি একসময় ...এখন আর খাব না 😳😳।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ব্যক্তিগতভাবে আমার মনে হয় চিকেন বিরিয়ানি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। আপনার এই চিকেন বিরিয়ানি রেসিপি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল যদিও বাসায় খুব কম সময়ে চিকেন বিরিয়ানি তৈরি করা হয় তবে রেস্টুরেন্ট থেকে মাঝে মাঝে খাওয়া হয় বন্ধুদের সঙ্গে। মজাদার এই রেসিপিটি দেখে এই দুপুরবেলা জিভে জল এসে গেল। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই ঠিকই বলেছেন, চিকেন বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে ।আমার তৈরি করা রেসিপিটি আপনার কাছে সুস্বাদু মনে হয়েছে জেনে, অনেক খুশি হলাম ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চিকেন বিরিয়ানি তো আমার অনেক পছন্দ। আপনি অনেক চমৎকারভাবে চিকেন বিরিয়ানি রান্না করে আমাদের সাথে শেয়ার করেছেন ।রান্নার কালার এবং পরিবেশন দেখেই বোঝা যাচ্ছে কতটা মজা হয়েছে। আপনি কি অনেক ধন্যবাদ এত চমৎকার একটি রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার তৈরি করার রেসিপিটির, একটি প্রশংসনীয় মন্তব্য করার জন্য। অনেক ধন্যবাদ আপু আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোরবানির ঈদ উপলক্ষে তোমাদের বাড়িতে চিকেন বিরিয়ানি হয়েছিল আর আমাদের বাড়ি হয়েছিল পটল ভাজি আর নিরামিষ ডাল। আমার আসলে চিকেন বিরিয়ানি অনেক বেশি পছন্দ। তোমার রান্না করা চিকেন বিরিয়ানি দেখে তো আমার লোভ লেগে গেল। থাকো তো বাড়ির পাশে, টিফিন এ করে দিয়ে গেলে কি হতো একটু।😏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বলতে পারতে তোমার চিকেন বিরিয়ানি অনেক পছন্দ। তাহলে না হয়, এক বাটি দিয়েই আসতাম, হি হি হি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও! চিকেন বিরিয়ানি দেখে তো লোভ সামলাতে পারছি না আপু। চিকেন বিরিয়ানি আমার খুব পছন্দ। বাসমতী চালের চিকেন বিরিয়ানি আরো বেশি পছন্দ। বিরিয়ানি দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি লেগেছে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই বিরিয়ানিটা অনেক বেশি ইয়াম্মি হয়েছিল খেতে। বাসমতি চালের বিরিয়ানি গুলো সত্যি খুব ভালো লাগে খেতে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit