নমস্কার বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।
গত দুটি পোস্টে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম রথের মেলার কয়েকটি দৃশ্য। আজ আবারও উল্টো রথের মেলার শেষ দিনের কয়েকটি মুহুর্ত নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক।
দুই দিন ধরে মেলায় গেলাম, তবুও এই দোকানটা চোখে পড়েনি। আসলে ওই দিকটাতে যাইনি, আজ আসলে মেলায় ভিড় অনেক কম ছিল ।তাই ওই দিকটাতে গিয়েছিলাম আর দেখলাম এই অপূর্ব জিনিসের দোকান । প্রথম দিন যদি দেখতে পেতাম ফ্রিতে একটা কানের দুল পেয়ে যেতাম, হি হি হি।
এই কিউট টেডি বিয়ার টাকে আগের দিন মেলায় রেখে এসে একটুও ভালো লাগছিল না। তাই আজ মূলত ওটাকেই আনতে গিয়েছিলাম। তাই প্রথমেই খুঁজতে খুঁজতে ওই পুতুলের দোকানে চলে গেলাম আর পুতুলটাকে কিনেই নিলাম।
সেখানে গিয়ে দেখি,কচ্ছপ আর কুকুরও হাজির।কচ্ছপ আর কুকুরটাকেও আমার কাছে অনেক সুন্দর লাগছিল দেখতে। তাই কিউট মেয়েটার সাথে সাথে টুক করে নিয়ে আসলাম এই কচ্ছপ আর কুকুরটাকেও, হি হি হি।
আজ যেহেতু শেষ মেলা ,তাই খাবারের দোকানগুলোতে ভীড় থাকলেও সেখানে গিয়ে ,বিভিন্ন ধরনের খাবার দেখে কিনে নিয়ে আসলাম।গত দুইদিনও রথের মেলার খাবার গুলো দেখে কিনতে ইচ্ছে করছিল, কিন্তু এত বেশি পরিমাণে ভিড় ছিল যে খাওয়ার ইচ্ছেটাই চলে যাচ্ছিল।
সেই তুলনায় আজকের ভিড়টা অনেকটাই কম ছিল ,এর কারণ হয়তো আজ সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তাই হয়তো অনেক লোক বেরোয়নি। কিন্তু বিকেলের দিকে বৃষ্টিটা যেহেতু থেমে গিয়েছিল, তাই আমরা যাওয়ার সুযোগ পেয়েছিলাম। যাইহোক, এর মধ্যে ছিল জিলিপি, নিমকি, চানাচুর আর গজা।
আমার মুলত জিলিপি আর নিমকি দেখেই খুব বেশি পরিমাণে খাবার গুলোর দিকে চোখ যাচ্ছিল, হি হি হি। তবে চানাচুর টাকে বাদ দিয়ে আমরা জিলিপি, নিমকি আর গজা কিনে নিয়ে আসলাম।
ডিভাইস | realme 8i |
---|---|
ফটোগ্রাফার | @pujaghosh |
আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি ।ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে , আবারও নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ দেখছি উল্টো রথের মেলায় গিয়ে বেশ ভালো মুহূর্ত অতিবাহিত করেছিলেন। আরো কিউট কিউট কিছু পুতুল নিয়ে এসেছেন যেগুলো দেখে আমি তো মুগ্ধ। অনেক কিউট লাগতেছে এই পুতুলগুলোকে। কচ্ছপ আর কুকুর ছানাকেও দেখছি নিয়ে এসেছেন। দুই দিন ধরে মেলায় গিয়ে কিছু খাওয়া হয়নি আপনার, তবে খেতে ভীষণ ইচ্ছে করছিল, আজকে গিয়ে তাহলে খাবার কিনে নিয়ে এসেছিলেন। এরকম মেলায় যেতে কিন্তু খুব ভালোই লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু,অনেক সুন্দর মুহুর্ত অতিবাহিত করেছিলাম কালকে মেলায় গিয়ে। অনেক ধন্যবাদ আপনাকে ,অনেক সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উল্টো রথে তো ভিড় আরো অনেক বেশি হয়, তবে ভিড় কম হয়েছে জেনে আমি অনেকটাই আশ্চর্য হলাম। যাইহোক প্রথমে তুমি যে ফটোগ্রাফিটা শেয়ার করেছ, সেই দোকানটা আসলে আমার চোখে পড়েনি।তবে ওই দোকানটা চোখে পড়ার খুব দরকার ছিল আমার, মিস হয়ে গেল। আমি আসলে এই বছর একদিনই শুধুমাত্র রথে গিয়েছিলাম। তবে উল্টো রথে যাওয়ার ইচ্ছা থাকতেও শারীরিক অসুস্থতা নিয়ে যেতে পারিনি। যাই হোক তোমার কেনা পুতুলগুলো সত্যিই খুব সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই প্রথমে যে দোকানটার ছবি দিয়েছি, অনেক সুন্দর দোকানটা, দেখে মনে হচ্ছিল বেশ কয়েকটা কিনে নিয়ে চলে আসি। পুতুলগুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit