নমস্কার বন্ধুরা
আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শুধুই সবুজ প্রকৃতির কয়েকটি ফটোগ্রাফি নিয়ে। প্রকৃতিকে ভালোবাসে না, এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। আমরা প্রত্যেকেই কমবেশি প্রকৃতির সৌন্দর্যের, স্নিগ্ধতার প্রেমে পড়ে যায় বারবার। প্রকৃতির মাঝে সময় কাটানোর লোভটা আমি কিছুতেই সামলাতে পারি না। তাই সুযোগ পেলেই প্রকৃতির মাঝে ছুটে চলে যায়। আজ সেই সুন্দর প্রকৃতির কয়েকটি ফটোগ্রাফি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।
এটি হল আমাদের সকলের পরিচিত থানকুনি পাতার গাছ। থানকুনি পাতার বহু উপকারিতা রয়েছে। এটি এক ধরনের, বহু বর্ষজীবী ক্ষুদ্র প্রজাতির উদ্ভিদ। সারা বছরই এই প্রজাতির উদ্ভিদের দেখা মিললেও, বর্ষাকালে স্যাঁতস্যাতে জায়গাগুলোতে এর প্রচলন দেখা যায়। এই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা শরীরের অবসাদ ও ক্লান্তি দূর করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া এই পাতার রস পেটের বিভিন্ন সমস্যার সমাধানে খুবই কার্যকরী।
এই প্রজাতির উদ্ভিদটি আমাদের সকলের পরিচিত নাও হতে পারে। এটি হলো টার্টল ভাইন উদ্ভিদ। মূলত বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্যই , অনেক বাড়ির ব্যালকনিতে এই প্রজাতির উদ্ভিদ কে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়, ঠিক যেমন নার্সারিটিতে রয়েছে। এই প্রজাতির উদ্ভিদটি মূলত মধ্য এবং দক্ষিণ আমেরিকা থেকে আসে।
এটি হলো আমাদের সকলের অতি পরিচিত লজ্জাবতী লতা। ছোটবেলায় বইয়ের পাতায় যখন এই গাছের ছবি দেখতাম এবং এর সম্পর্কে পড়তাম ,তখন প্রথম প্রথম মনে হতো, এই গাছ বুঝি খুব লজ্জা পায়। তারপর জানতে পারলাম ,এই গাছের পাতায় হাত দেওয়ার সাথে সাথে সে লজ্জায় গুটিয়ে যায়। সেই জন্যই তার এরূপ নামকরণ করা হয়েছে। ছোটবেলায় এই গাছকে সকলে মিলে খেলার উপকরণ হিসেবে ব্যবহার করতাম, হি হি হি।
এই গাছ তো আমাদের প্রায় প্রত্যেকেরই বাড়িতে থাকে। এটি হলো আমাদের সকলের অতি পরিচিত তুলসী গাছ। মূলত হিন্দু ধর্মের যে কোন পূজা অর্চনার কাজে এই গাছের পাতার প্রচলন দেখা যায়। তুলসীকে দেবী বলে গণ্য করা হয়। বহু ঔষধি গুনাগুন রয়েছে এই তুলসী গাছের পাতার। তাই তুলসী গাছকে বাড়িতে রাখলে বহু রোগের থেকেও প্রতিকার পাওয়া যায়।
উপরের এই ছবি দুটোতে সবুজের মাঝে মাঝে কয়েকটি ফুলকেও দেখা যাচ্ছে। এর আগেও কয়েকটি পর্বে এই নার্সারিটির ফুলের এবং ফলের কিছু ফটোগ্রাফি আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তবে আজকের এই পোষ্টের মধ্যে দিয়ে আমি সেই ফটোগ্রাফি গুলোর সমাপ্তি ঘটালাম। এই পর্যন্তই ছিল, আমার রাস্তার পাশের নার্সারি থেকে তোলা ফুলের এবং ফলের ফটোগ্রাফির সংগ্রহশালা। তবে আজকের পোস্টটিতে বেশিরভাগই সবুজ উদ্ভিদ। সেই জন্যই শেষের ফটোগ্রাফি দুটোর মাধ্যমে পুরো নার্সারিটিকে একবার তুলে ধরার চেষ্টা করলাম।
শ্রেণী | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | realme 8i |
ফটোগ্রাফার | @pujaghosh |
আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখে আমি তো মুগ্ধ হলাম দিদি। আপনার তোলা ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়। আজকে তো দেখছি শুধু সবুজের ফটোগ্রাফি করেছেন। এরকম ফটোগ্রাফি দেখলে মুগ্ধ না হয় কি থাকা যায়। আমি তো চোখ ফেরাতে পারছি না আপনার ফটোগ্রাফি দেখে। সব মিলিয়ে অসম্ভব সুন্দর ছিল ফটোগ্রাফি গুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই ।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি তো দেখছি শুধুই সবুজের ফটোগ্রাফি করেছেন। আসলে এরকম সবুজের ফটোগ্রাফি করলে আমার কাছে কি রকম লাগে তা আপনাকে বলে বোঝাতে পারবো না। অনেক সুন্দর হয়েছে আপনার তোলা ফটোগ্রাফি। লজ্জাবতী গাছের ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। আমারও খুব ভালো লাগে এরকম সবুজের ফটোগ্রাফি দেখতে। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার ফটোগ্রাফিতে সবুজের সমারোহ দেখে চোখ দুটো যেন জুরিয়ে গেল। বিশেষ করে ঝুলন্ত অবস্থায় থানকুনি পাতার চাষ দেখে ভালোলাগা অনেকটাই বেড়ে গেল। যাই হোক আপু, নার্সারিতে গিয়ে আপনি সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করার পাশাপাশি আজ সবুজের ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কাছে ও ব্যক্তিগতভাবে ঝুলন্ত অবস্থায় থাকা থানকুনি পাতার চাষ অনেক বেশি ভালো লেগেছিল ভাই ।ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আজকে খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। সবুজের ফটোগ্রাফির দৃশ্য গুলো খুবই ভালো লেগেছে আমার কাছে। আসলে সবুজ কোন কিছু দেখলে যেন চোখটা জুড়িয়ে যায়। আর আপনি ঠিক চোখ জোড়ানোর মতোই কিছু ফটোগ্রাফি করেছেন। প্রকৃতির মাঝে সময় কাটাতে কার না ভালো লাগে। মাঝেমধ্যে মনে হয় নিজেকেই প্রকৃতির সাথে মিশা কাকার হয়ে যায়। যাইহোক আপু আপনি খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিকই বলেছেন ভাই ,প্রকৃতির মাঝে সময় কাটাতে আমরা সকলেই ভালবাসি আর সবুজ প্রকৃতি দেখলে আমাদের সকলের জুড়িয়ে যায়। আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
থানকুনি পাতা আর টার্টল ভাইন উদ্ভিদ নামে যে গাছটা তুমি এখানে ফটোর মাধ্যমে শেয়ার করেছ, এই দুটো ফটো কিন্তু দুর্দান্ত হয়েছে দেখতে। তাছাড়াও অনেকদিন পর লজ্জাবতী গাছ দেখলাম। সব মিলিয়ে তোমার সবগুলো ফটোগ্রাফিই বেশ ভালো লাগছে দেখতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
থানকুনি পাতা আর টার্টল ভাইন উদ্ভিদ এর ফটোগ্রাফি দুটো তোমার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit