একটি স্মরণীয় দিনের কিছু মুহূর্ত

in hive-129948 •  2 years ago 

নমস্কার বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও অনেক ভালো আছি।
আজ আমি আপনাদের মাঝে আমার এক সুন্দর মুহূর্তের কথা শেয়ার করবো । সত্যিই দিনটা অনেক ভালো ছিল আর অনেক আনন্দের ছিল।
দিনটা ছিল আমাদের স্কুলের ইংরেজি শিক্ষিকা সোমা ম্যাডাম এর জন্মদিন। আমি মাধ্যমিক পাশ করার পর এই স্কুল থেকে বেরিয়ে আর একটি স্কুলে ভর্তি হয়েছিলাম। আর এখন কলেজের লাস্ট ইয়ার মানে প্রায় চার বছর পর দেখা তাও সম্ভব হলো আমাদের এই প্রিয় শিক্ষিকার জন্য। ২০২২ এর ২৩ শে অক্টোবর সকাল ৮ টায় আমার এক বান্ধবী ফোন করে বলল সোমা ম্যাডাম আজ আমাদের ৪ জনের সাথে দেখা করতে চাইছে তোদেরও ফোন করবে বললো। শুনে তো খুব খুশি হলাম। এখানে ৪জন বলতে আমাদের একই বেঞ্চের ৪জনের কথা বললো। স্কুলে আমরা আগে যাই আর পরে রোজ একসাথে পাশাপাশি বসতেই হবে। আমরা ফেসবুক থেকে দেখে নিলাম ম্যাডাম এর জন্মদিন তাই আমরা ৪জন মিলে একটা কেক আর ফুল নিয়ে গেছিলাম ম্যাডামকে খুশী করার জন্য। চলুন তবে কিছু মুহূর্ত শেয়ার করি।

IMG_20230120_181619.jpg

ইনি হলেন আমাদের প্রিয় শিক্ষিকা। কেক কাটার আগে এই ফটোটি তোলা হয়েছিল।

IMG20221023192841.jpg

IMG20221023192828.jpg

এই যে আমরা সবাই। এখানে আমরা চার বান্ধবী আর আমদের প্রিয় শিক্ষিকা আর তার ছেলে ও মেয়ে।

IMG_20230120_181601.jpg

ম্যাম আমদের তন্দুরি রুটি, চিকেন কষা আর আইস ক্রিম খাইয়েছিল। তবে এটা কেক খাওয়ার সময় তোলা ফটো।

IMG20221023194244.jpg

IMG20221023190952.jpg

আমাদের লোকেশন ছিল বনগাঁ থানার সামনে পুল সাইড ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সন্ধ্যা ৭ টা নাগাদ আমরা সেখানে পৌঁছেছিলাম। আর ৮:৩০ টা নাগাদ সেখান থেকে বের হই।

IMG-20221025-WA0084.jpg

IMG_20221121_185725_311.jpg

IMG_20221121_185725_327.jpg

এবার সেখান থেকে বেরোনোর পর ব্রীজের উপর দাঁড়িয়ে আমরা তিন জন কয়েকটা ফটো
তুলে বাড়ী চলে আসি।
আজ এই পর্যন্তই শেষ করছি।সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার সোমা ম্যাডামের জন্মদিন উপলক্ষে ম্যাডামজি আপনাদের সাথে দেখা করতে চেয়েছে এটাই তো আপনাদের জন্য বড় সৌভাগ্য। আপনারা চান বান্ধবী মিলে তার জন্মদিন পালন করার জন্য কেক নিয়ে গেছেন এবং উনার সাথে আনন্দঘন একটি মুহূর্ত পার করেছেন দেখি আমারও খুব ভালো লাগলো। আপনাদের স্যার বান্ধবীর অনেক সুন্দর একটি সেলফি হয়েছে ম্যাডামের সাথে। ম্যাডাম নিজে সেলফি তুলেছে দেখে মনে হল যেন অনেক ভালোবাসা আপনাদের। খুবই ভালো লাগলো পোস্টটি পড়ে।

হ্যাঁ ম্যাডাম আমাদের অনেক ভালোবাসে। সত্যিই অনেক সৌভাগ্য এটা আমাদের। অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

প্রথমেই আপনার প্রিয় শিক্ষিকাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই। ভীষণ আনন্দঘন একটি মূহুর্ত পালন করেছেন আপনারা বোঝাই যাচ্ছে। আর সবার চোখে মুখে এতটাই আনন্দ ছিল যা স্পষ্ট বোঝা যাচ্ছে কতটা প্রিয় মানুষ তিনি আপনাদের জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু এই চমৎকার সময়টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য 🥀

অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।