নমস্কার বন্ধুরা
আজ আমি আবারো আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। এই পোস্টটিতে আমি আপনাদের মাঝে প্রিয় বন্ধু গল্পটির ৪ নং পর্বটি শেয়ার করবো। এর আগে আমি আপনাদের মাঝে এই গল্পটির তিনটি পর্ব শেয়ার করেছিলাম। আজ তারই চার নম্বর পর্ব অর্থাৎ শেষ পর্বটি আপনাদের মাঝে শেয়ার করবো।
চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক।
কিন্তু শ্রী কে দেখার পর তার মধ্যে কার ভয়টা যেন আরও বেশি কাজ করছিল । যে কোন মুখে সে শ্রী কে বলবে তার সাথে ঘটে যাওয়া ঘটনা, কোন মুখে বলবে আবারো তাদের পুরনো বন্ধুত্বের ফিরে যেতে ,এসব নানা প্রশ্ন সৃজন এর মনকে ছেয়ে যাচ্ছিল।
কিছুক্ষণ চুপচাপ থাকার পর শ্রী বললো, "হঠাৎ ডেকে পাঠালি ,কিছু বলবি ? "তখন সৃজন কিছুটা সাহস করে বলল," হ্যাঁ ,অনেক কিছুই বলার আছে"। তখন শ্রী বললো," বল শুনি"। তখন সৃজনশীল হাতটা ধরে অশ্রু ভরা চোখ নিয়ে বলল," আমরা কি আবার আগের মত প্রিয় বন্ধু হতে পারি না? পারিনা আবার একসাথে সময় কাটাতে?আর কখনো আমি তোকে একা ফেলে রেখে যাবো না। তুই কি পারিস না আবার আমাকে ক্ষমা করে দিয়ে আগের মত দিন কাটাতে?"
শ্রী এর চোখেও জল ছলছল করছে , সে তো এত বছর এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। আজ শেষ পর্যন্ত তার সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে, সবটা যেন এখনো শ্রী এর কাছে স্বপ্নের মত। শ্রী মুখে কিছু বলতে পারল না। সৃজনের হাতটা আরও শক্ত করে ধরল ।আর দুজনের চোখ থেকেই অশ্রু ঝরতে থাকলো।
এত বছর পরেও যে তাদের দুই বন্ধুর আবারো মিল হয়ে গেল এটাই সবচেয়ে সুখের বিষয়। সত্যিকারের প্রিয় বন্ধু হলে তারা একজন আরেকজনের মনে রয়েই যায়। হয়তো সময়ের অভাবে বা কিছু কিছু পরিবর্তনের জন্য যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে ।কিন্তু মনের টান থাকলে আবার একদিন ঠিক মিল হয়েই যায়। যেরকম সৃজন আর শ্রী এর মিল হয়ে গেল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit