একটি পেন্সিল স্কেচ// শ্রী কৃষ্ণের বাঁশি//

in hive-129948 •  2 years ago 

নমস্কার বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন? আমিও ভালো আছি।
অনেক দিন পর আজ ছবি আঁকলাম। পড়াশুনার কাজে যেটুকু লাগে সেটা ছাড়া আলাদা করে ছবি আঁকা অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে। কারণ যখন আঁকা স্কুলে ভর্তি করে দিয়েছিল বাড়ী থেকে আমার ভালো লাগতো না কোনোদিন যেতে তাই ১ বছর পরেই আমি যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তাই আর ঠিক করে শেখা হয়নি আর সেরকম ভালো লাগতো না বলে আলাদা করে নিজে কখনও আঁকাআঁকি করিনি তারপর। আজ অনেকদিন পরে আবার ছবি আঁকলাম পেন্সিল স্কেচ করে।খুব ভালো লাগলো আজ অনেকদিন পর ছবি এঁকে।
প্রথমেই কী আঁকবো ভাবতে ভাবতে মনে হলো শ্রী কৃষ্ণের বাঁশি আঁকি। একটু সহজও হবে আর সুন্দরও। আশা করি আপনাদের ভালো লাগবে। তাই আজ দুপুরে পেন্সিল, রবার আর পেজ নিয়ে বসে পড়লাম ছবি আঁকতে।
চলুন তবে শুরু করি আর দেরি না করে।

IMG20230228214032.jpg

এটি হলো আমার আজকের আঁকা ছবি।

প্রয়োজনীয় উপকরণ
পেজ
পেন্সিল
রবার
স্কেল

পদ্ধতি

IMG20230228175229.jpg

প্রথমেই নিয়ে নিলাম একটি পেজ, স্কেল,পেন্সিল আর রবার।

IMG20230228175556.jpg

এরপর স্কেল দিয়ে দুটো দাগ টেনে নিলাম।

IMG_20230228_214509.jpg

এবার তার মাথাটা গোল করে নিলাম।

IMG_20230228_214522.jpg

IMG_20230228_214541.jpg

এবার বাঁশির গা দিয়ে অর্ধ বৃত্ত এঁকে নিলাম। আর তার পাশ দিয়ে আর একটি দাগ টেনে নিলাম।

IMG_20230228_214559.jpg

IMG_20230228_214611.jpg

বাঁশির গা দিয়ে ছোটো ছোটো গোল এঁকে পেন্সিল স্কেচ দিয়ে ভরে দিলাম।

IMG_20230228_214632.jpg

IMG_20230228_214641.jpg

IMG_20230228_214651.jpg

এবার অর্ধ বৃত্তের গায়ে ফুলের পাপড়ির মতো এঁকে নিলাম।

IMG_20230228_214714.jpg

IMG_20230228_214733.jpg

এবার অর্ধ বৃত্তের মধ্যে আর একটা ছোটো অর্ধ বৃত্ত এঁকে নিলাম। আর ছোটো অর্ধ বৃত্ত থেকে বড়ো অর্ধ বৃত্ত পর্যন্ত দাগ টেনে নিলাম।

IMG_20230228_214745.jpg

IMG_20230228_214754.jpg

এবার পাপড়ির মধ্যে একটু পেন্সিল দিয়ে দাগ টেনে নিলাম।

IMG_20230228_214804.jpg

IMG_20230228_214818.jpg

এবার বাঁশির মাথায় দুটো দড়ি এঁকে নিলাম। আর মাথায় দুটো বৃত্ত এঁকে নিলাম। আর সেই সাথে একটি ময়ূরের পালক আঁকা শুরু করলাম।

IMG_20230228_214849.jpg

IMG_20230228_214941.jpg

এবার পালকের মধ্যে একটু ডিজাইন করে। পুরোটাকে পেন্সিল শেড দিয়ে দিলাম আর তৈরি হয়ে গেল আমার আজকের পেন্সিল স্কেচ।

আজ এই পর্যন্তই শেষ করছি।সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনি খুব সুন্দর একটি পেন্সিল স্কেচ এঁকেছেন। আপনার এই শ্রী কৃষ্ণের বাঁশির পেন্সিল স্কেচ আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের আর্ট দেখতে খুবই সুন্দর লাগে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।

বেশ ভালোই এঁকেছেন দিদি ৷ শ্রী কৃষ্ণের বাঁশি দেখতে বেশ ভালোই সুন্দর হয়েছে ৷ আসলে পেন্সিল আর্ট গুলো দেখতে সব সময় অসম্ভব ভালো লাগে ৷ আপনার আর্ট আমার অনেক ভালো লেগেছে ৷ সুন্দর ভাবে আর্টের প্রক্রিয়া গুলো শেয়ার করেছেন ৷ ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর দক্ষতা শেয়ার করার জন্য ৷

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

বাহ শ্রীকৃষ্ণের মনোহর মুরলীর অসাধারণ এক পেন্সিল স্কেচ করেছেন।খালি স্কেচেই এত সুন্দর মনে হচ্ছে রঙিন হলে না জানি আরো কত সুন্দর হত।একটা রঙিন চিত্রের অপেক্ষায় রইলাম।ধন্যবাদ এই সুন্দর চিত্রকর্ম টি শেয়ার করার জন্য।

চেষ্টা করবো রঙিন করার। অনেক ধন্যবাদ আপনাকে।

কোন কাজ যদি আমাদের মন থেকে ভালো না লাগে তাহলে সেই কাজটা আমাদের করতে তেমন একটা ভালো লাগে না আপনার ক্ষেত্রেও হয়তোবা সেটাই ঘটেছিল। যাইহোক অনেকদিন পরে আপনি অঙ্কন করতে বসেছিলেন এবং খুবই চমৎকার একটি বাঁশি অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আশা করছি আপনি যদি প্রতিনিয়ত অঙ্কন করেন তাহলে আপনি আরো ভালো অঙ্কন করতে পারবেন বলে আমার মনে হয়। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ মন থেকে ভালো না লাগলে কোনো কাজ তেমন করতে ভালো লাগে না।

বাঁশির খুবই চমৎকার একটা ম্যান্ডেলা আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এ ধরনের চিত্রগুলো অংকন করতে অনেক ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়।

অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার দক্ষতা দেখে আমার খুবই ভালো লেগেছে। সুন্দর একটি বাঁশির ম্যান্ডেলা আর্ট করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি আপনার দক্ষতা থেকে মুগ্ধ। খুবই ভালো লাগলো আপনার এত সুন্দর পেন্সিল আর্ট দেখে।

অনেক ধন্যবাদ আপনাকে।