নার্সারি থেকে তোলা কয়েকটি ফুলের ফটোগ্রাফি

in hive-129948 •  last year 

নমস্কার বন্ধুরা


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভাল আছেন। আমিও ভাল আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করেই, আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।

আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, কয়েকটি ফুল এবং উদ্ভিদের ফোটোগ্রাফি নিয়ে । এই ফোটোগ্রাফি গুলো আমি মূলত, কয়েকদিন আগে আমাদের বাড়ীর পাশের ছোটো একটি নার্সারি থেকে করেছিলাম। আশা করি ফোটোগ্রাফি গুলো আপনাদের কাছে খারাপ লাগবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক ফোটোগ্রাফি গুলো।

InShot_20230704_223717687.jpg


IMG20230625114336.jpg


এটি হলো আমাদের সকলেরই ,অতি পরিচিত জবা ফুলের ফোটোগ্রাফি। এই ফুল তো আমাদের আশেপাশে আমরা প্রতিনিয়তই দেখি। এই ফুলের বেশ কয়েকটি রঙের প্রজাতিও দেখতেও পাওয়া যায়। তবে সচরাচর লাল রঙের প্রজাতি আমরা দেখে থাকি। তবে আজকে আমি এই ফুলের গোলাপী রঙের প্রজাতিটির ফোটোগ্রাফি করেছি। আমার কাছে এই ফুলটি দেখতে সত্যিই খুব ভালো লাগছিল।

IMG20230625114342.jpg


IMG20230625114340.jpg


এটি হলো হাইড্রেনজিয়া ফুলের গাছ। এটি আমাদের অনেকেরই অপরিচিত একটি ফুলের গাছ । সচরাচর এই ফুলের গাছ দেখাও যায় না। এই ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে, যেমন- নীল, বেগুনী, গোলাপি ইত্যাদি।সবকটি রঙই দেখতে অনেক সুন্দর লাগে, তবে তার মধ্যে থেকে নীল রঙের প্রজাতির উপর অন্যরকম একটা ভালোলাগা কাজ করে।

IMG20230625114332.jpg


IMG20230625114329.jpg


এটি হলো বাঁশের একটি প্রজাতি, যেটি লাকি বাম্বু নামে পরিচিত। তবে অনেকে একে ভাগ্যবান বাঁশ ও বলে থাকে। নামটা শুনেই হাসি পেলো তাইনা? কী অদ্ভূত নাম! এই উদ্ভিদ টিকেও আমরা সচরাচর দেখতে পাই না। সাধারণত এই উদ্ভিদ শোভা বর্ধনকারী হিসাবে ব্যবহৃত হয়।

IMG20230625114523.jpg


এটি হলো অপরাজিতা ফুলের গাছ। যদিও গাছটিতে এখনো কোন প্রকার ফুল ফোটেনি। এটি তো আমরা রাস্তাঘাটে প্রায়ই প্রতিনিয়ত দেখে থাকি। এই অপরাজিতা ফুলকে আবার আমরা অনেকেই নীলকন্ঠ বলে চিনি। নীল রঙের এই ফুলের প্রজাতি টি বাবা নীলকন্ঠের পূজায় ব্যবহৃত হতেই বেশিরভাগ সময় দেখা যায়।

IMG20230625114514.jpg


এটি হলো রেডিয়েটর প্লান্ট। এই গাছ আমরা প্রায়ই বিভিন্ন বাড়ির ব্যালকনিতে শোভা বর্ধনকারী হিসেবে দেখতে পাই। বহু বাড়ির ব্যালকনিতে এই গাছ দেখে থাকলেও এই উদ্ভিদের নাম হয়তো আমরা অনেকেই জানিনা। যাই হোক ক্ষুদ্র পাতাযুক্ত এই উদ্ভিদ দেখতে বেশ ভালই লাগছিল।

IMG20230625114512.jpg


এটি হলো আমাদের সকলেরই অতি পরিচিত পাথরকুচি গাছ। এই গাছটির প্রতি ছোটবেলা থেকেই আমার অন্যরকম একটা ভালোবাসা রয়েছে। ছোটবেলাতে যখন বইয়ের পাতাতে পড়তাম পাথরকুচি গাছের পাতা থেকেই আবার নতুন উদ্ভিদের সৃষ্টি হয়, তখন এই গাছ দেখলেই তার পাতা ছিড়ে নিয়ে এসে বাড়িতে লাগিয়ে দিতাম। আর সত্যিই অদ্ভুতভাবে নতুন উদ্ভিদ জন্মাতো। খুব মজা পেতাম ছোটবেলায় এটি দেখে।

IMG20230625114509.jpg


এটি হলো মানি প্লান্ট। বাংলায় যাকে অনেকে টাকা গাছও বলে থাকে। না না, তাই বলে সত্যিই টাকার গাছ না, হি হি হি। শত চেষ্টা করে মানিপ্লান্টেও টাকা জন্মানো সম্ভব নয়, হা হা হা। এই প্রজাতির উদ্ভিদ টিকেও আমরা বাড়ির ব্যালকনিতে শোভা বর্ধনকারী হিসেবে দেখতে পাই।

ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh
লোকেশনবারাসাত

আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি, ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন ।দেখা হবে পরবর্তীতে, আবারও নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাড়ির পাশে থাকা নার্সারিতে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল এবং গাছের ফটোগ্রাফি করলেন। জবা ফুল এবং হাইড্রেনজিয়া ফুলের ফটোগ্রাফি দেখতে একটু বেশি ভালো লেগেছে। এরকম গাছগুলো যদি বাসার মধ্যে রাখা হয় তখন খুব ভালো লাগবে দেখতে। বাসার মধ্যে এরকম গাছ লাগালে দেখতে অনেক সুন্দর লাগে। এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

জবা ফুল এবং হাইড্রোজেনিয়া ফুলটি আপনার কাছে বেশি ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ঠিকই বলেছেন, অন্যান্য গাছপালা গুলো বাড়ির মধ্যে থাকলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে।

image.png

নার্সারি ভ্রমণ করতে আমারও খুব ভালো লাগে ।সেখানে গেলে যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদের সাথে পরিচিত হওয়া যায়। তেমন পরিচিত অপরিচিত অনেক রকমের ফুল এবং নার্সারি সাজানো সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়া যায়।
আপনি নার্সারি ভ্রমণ করে ফুল এবং উদ্ভিদের ফটো শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো।।

Posted using SteemPro Mobile

হ্যাঁ নার্সারিতে গেলে ,অনেক অজানা গাছপালার সাথে পরিচিত হওয়া যায় ।আমার তোলা ফটোগ্রাফি গুলো ,আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন নার্সারি থেকে তোলা কয়েকটি ফুলের ফটোগ্রাফি। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে অসাধারণ ছিল। বাম্বু নামে পরিচিত এই ফুলের ফটোগ্রাফিটি দেখতে সব থেকে বেশি ভালো লেগেছে।

আমার তোলা ফটোগ্রাফি গুলো, আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

নার্সারি থেকে অপরূপ সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। সেই ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। আসলে ফুল আমার খুবই প্রিয়, তাই ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগে।

ফুল আপনার অনেক প্রিয় জেনে ভালো লাগলো ভাই। আসলেই ফুল আমারও অনেক প্রিয়।

আপু আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফিই অনেক সুন্দর হয়েছে। তবে আমার কাছে জবা ফুলের ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু।

জবা ফুলের ফটোগ্রাফিটি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

নার্সারি থেকে বেশ সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। জবা ফুলটা দেখতে কিন্তু বেশ দারুন ছিল। তাছাড়া হাইড্রোজেনিয়া ফুলটিও আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রথম হাইড্রোজেনিয়া ফুল ভেবেছিলাম সাদা রঙ্গন ফুল পরে দেখি অন্য নাম। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

হ্যাঁ আপু সাদা রংয়ের ফুলটি, হাইড্রোজেনিয়া ।সেটি রঙ্গন ফুল নয়। আমার তোলা ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

আপু আপনি নার্সারিতে যেসব ফুলের ফটোগ্রাফি করেছেন প্রত্যেকটা ফুল আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার তোলা ফটোগ্রাফির মধ্যে হাইড্রেনজিয়া ফটোগ্রাফিটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। উল্টে দেখতে এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। এছাড়া অন্যান্য ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

হাইড্রোজেনিয়া ফুলের ফটোগ্রাফিটি আপনার কাছে উল্টে দেখতে অনেক বেশি ভালো লাগছে জেনে খুশি হলাম ভাই ।ধন্যবাদ আপনাকে।

অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। সবগুলো ফটোগ্রাফি কিন্তু আমার অনেক ভালো লেগেছে। তবে এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমার তোলা ফটোগ্রাফি গুলির সবকটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

নার্সারিতে যাওয়া হয়না অনেক দিন ধরেই। আগে প্রায়ই যাওয়া হতো। অনেক ছবিও তুলতাম। আপনার নার্সারির ছবি গুল দেখে এখন আমার আবার যেতে মন চাচ্ছে। গেলেই তো অক্সিজেনে ভরপুর একটু নিশ্বাস নেওয়া যায়। ছবি গুলো সুন্দর ছিলো।

নার্সারিতে যেতে যখন মন চাচ্ছে ভাই ,তাহলে একদিন গিয়ে ঘুরেই আসুন ।আশা করছি আবারও আপনার পুরোনো দিনের মতো ভালো লাগবে।

বাড়ির পাশে থাকা নার্সারি থেকে আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। তবে নার্সারিতে মাঝেমধ্যে আমি নিজেও যাই। তবে নার্সারিতে গেলে অনেক ভালো লাগে কারণ বিভিন্ন ধরনের ফুল গাছ এবং ফুল দেখা যায়। তবে ব্যালকনিতে যে গাছটি লাগানো আছে টপের মধ্যে। এটি বেশিরভাগ জায়গাতে ব্যালকনিতে দেখা যায় বা অফিসের সামনে দেখা যায়। আপনার সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে তাই ধন্যবাদ আপনাকে।

আমার তোলা সবকটি ফুলের ফটোগ্রাফি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে, অনেক খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে।

নার্সারি থেকে এত সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলে কার কাছে না ভালো লাগবে। আমি তো এমনিতে ভাবছি বাড়িতে কয়েক রকমের ফুল গাছ আনব। আসলে ফুল গাছ দেখতে খুব ভালো লাগে। যখন ফুল গাছের মধ্যে ফুল ফোটে তখন সৌন্দর্য বৃদ্ধি পায় বাড়ির। জবা ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

হ্যাঁ ভাই বাড়িতে এসব ধরনের গাছ লাগালে বাড়ির সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে। আপনি যখন ভাবছেন বাড়িতে এই গাছগুলো লাগাবেন তখন দেরি না করে নিয়েই চলে আসুন।

নাসারি বাগান থেকে আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। অনেকদিন ধরে নার্সারি বাগানে ঠিকমতো যাওয়া হয় না। তবে নার্সারি বাগানে গেলে কোন ফুল রেখে কোন ফুলের ফটোগ্রাফি করি অনেক ছিনতাই পড়ে যায়। তবে আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

ঠিক বলেছেন ভাই, নার্সারিতে গেলে কোন ফুল রেখে কোন ফুলের ফটোগ্রাফি করব এটা ভাবতে ভাবতে অনেক সময় কেটে যায়। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

দিদি, আপনার বাড়ির পাশে তো বেশ সুন্দর ছোট একটি নার্সারি আছে যা দেখতে পাচ্ছি। বাড়ির পাশের ছোটো নার্সারি থেকে তোলা ফুল এবং গাছের বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। বেশ সুন্দর লাগলো এই ফটোগ্রাফি গুলো দেখে। বৃষ্টি ভেজা গাছগুলো বেশ সজীব লাগছে। মানি প্লান্ট গাছের নাম এমন কেন দিদি বুঝিনা !এই গাছ থেকে তো আমরা টাকা পাই না শুধু নামেই মানি প্লান্ট। হিহি 🤣

আমার তোলা ফোটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।ধন্যবাদ আপনাকে।

টাকা যখন দিতে পারবে না, তাহলে এতো অদ্ভুত নাম কেনো যে সে নিলো কে জানে,🤪।

এই উত্তর আমিও খুঁজে বেড়াচ্ছি দিদি😂🤭।

😂😂😂😂😂

নার্সারি থেকে বেশ চমৎকার চমৎকার ফুল গাছের ফটোগ্রাফি করে আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই সুন্দর ফটোগ্রাফি গুলো আমার অনেক ভালো লেগেছে। যেখানে লক্ষ্য করে দেখলাম অপরাজিতা ফুল গাছের দৃশ্যটা অপরূপ ছিল, এদিকে পাথরকুচি গাছ ছাড়াও আরো অনেক কিছু গাছের দারুন ফটোগ্রাফি, সব মিলে আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে।

নার্সারি থেকে আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে।

হাইড্রেনজিয়া ফুলের গাছ আমি আগে কখনো দেখিনি, তবে বাকি যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছ ওই গাছগুলো সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া ছিল আমার। যাই হোক প্রত্যেকটা ফটোগ্রাফি খুব ভালো হয়েছে। বিশেষ করে বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে গাছগুলো আরো অনেক বেশি সতেজ লাগছে দেখতে।

ঠিকই বলেছ, বৃষ্টিতে ভিজে যাওয়ায় গাছগুলো সুন্দর দেখাচ্ছে।