ঘোরাঘুরি //পর্ব - ০১//

in hive-129948 •  2 years ago 

নমস্কার বন্ধুরা।

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ভালো আছি।

আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি ঘোরাঘুরি পর্ব - ০১। আসলে আজ সকাল থেকে বেশ কয়েকটি জায়গায় একসাথে ঘুরেছি ,তাই সেগুলো আপনাদের মাঝে বেশ কয়েকটি পর্বে পোস্ট করবো।

আজকে আমি প্রথমে কলকাতার নিউ মার্কেট, তারপর ভিক্টোরিয়া, তারপর নন্দন অর্থাৎ রবীন্দ্র সদন, তারপর ভবানীপুরের স্পেশাল চায়ের দোকান, আর সবশেষে ইকো পার্কের পাশে মিষ্টি হাব ঘুরে বাড়ী ফিরলাম।

আজকের পর্বে আমি কলকাতার নিউমার্কেটে ঘোরাঘুরির কিছু মুহূর্ত আপনাদের কাছে শেয়ার করবো।

চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক।

IMG_20230409_221343.jpg

আমাদের বেশ কয়েকটি জুতো আর ব্যাগ কেনার ছিল, তাই প্রথমেই আমরা নিউমার্কেটে গিয়ে শ্রীলেদার্সে ঢুকে পড়েছিলাম। সেখানে গিয়ে প্রথমেই আমরা ব্যাগের কর্ণারে চলে গিয়েছিলাম। তারপর সেখান থেকে প্রয়োজনীয় ব্যাগ গুলি কিনে নিয়েছিলাম।

IMG_20230409_221312.jpg

বাচ্চাদের এই ব্যাগ গুলি অনেক সুন্দর ছিল, আর অনেক ইউনিক কালেকশন ছিল। তাই একটি ফটো না তুলে আর থাকতে পারলাম না। ইচ্ছে হচ্ছিল আমিও বাচ্চা হয়ে যায় ,আর এরকম একটা সুন্দর ব্যাগ কিনে নেই।

IMG20230409211513.jpg

সেখান থেকে আমরা এই ব্যাগ গুলি আর বেল্ট টি কিনেছিলাম। এর মধ্যে হলুদ রঙের ব্যাগটি আমার সত্যিই খুব পছন্দ হয়েছে। এটি হাতেও নেওয়া যাবে আবার কাঁধেও নেয়া যাবে।

IMG_20230409_221238.jpg

এখানে মূলত জুতোর কালেকশন সবচেয়ে বেশি পরিমাণ, তারপর ব্যাগের কালেকশন। অনেক স্টাইলিশ আর ভালো মানের জুতো এখানে পাওয়া যায়। শুধু জুতো কেন শ্রীলেদার্সের সব জিনিসই অনেক বেশি টেকসই।

IMG20230409143002.jpg

দোতলা মার্কেটটিতে এত বেশি ভিড় ছিল বলে বোঝানোর না। দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত শুধু এই একটা জায়গাতেই কেনাকাটা করতে আমাদের সময় কেটে গেছে। ১০ জোড়া জুতো কিনতে সময় তো লাগবেই। তার উপর আবার ব্যাগও আছে।

IMG_20230409_221010.jpg

এটি হলো দশ জোড়া জুতোর কালেকশন। তবে এই সবগুলো জুতো কিন্তু আমার না। পরিবারের প্রায় সকলের জন্য কমবেশি কেনা হয়েছে। জুতোগুলো কেমন লাগলো ?সেগুলো কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন।

IMG_20230409_220931.jpg

এই দুই জোড়া জুতো হলো আমার। কী মজা!! এই দুটো আমাকে আমার বৌদি কিনে দিয়েছে। দুটো জুতোয় আবার খুব খুব পছন্দ হয়েছে। এই জন্য আমি অনেক খুশি।

IMG20230409143535.jpg

সবশেষে ব্যাগ গুলোর সাথে নিজের একটা ফোটো তুলে নিলাম।
আজ এই পর্যন্তই শেষ করছি। সারাদিন ঘোরাঘুরি আজ অনেক ক্লান্ত লাগছে। তবুও একটা পোস্ট না করলে ঠিক ভালো লাগে না। তাই করেই ফেললাম। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে।
ডিভাইসrealme 8i
লোকেশনকলকাতা, নিউ মার্কেট
সময়দুপুর ১:৩০ মিনিট
তারিখ০৯/০৪/২০২৩
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আজকে আমি প্রথমে কলকাতার নিউ মার্কেট, তারপর ভিক্টোরিয়া, তারপর নন্দন অর্থাৎ রবীন্দ্র সদন, তারপর ভবানীপুরের স্পেশাল চায়ের দোকান, আর সবশেষে ইকো পার্কের পাশে মিষ্টি হাব ঘুরে বাড়ী ফিরলাম।

একদিনে এত জায়গা ভ্রমণ করলেন বাহ ধৈর্য আছে বলতে হয় আপনার।।
কলকাতা নিউ মার্কেট ভ্রমণ করে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আসলে বর্তমান সময়ে মার্কেটে অনেক ভিড়।।

এমনিতেও ভাই, কলকাতা নিউমার্কেটে সারা বছরই যেন উৎসব লেগে থাকে। কেনাকাটার শেষ নেই। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।

কলিকাতা নিউমার্কেটের কথা আমি শুনেছি। শুনেছি যে সেখানে নাকে বেশ কম দামে ভাল ভাল জিনিস কিনতে পাওয়া যায়। তবে আপনার এই পোস্টের মাধ্যমে কিন্তু নিউ মার্কেটের বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফিও দেখতে পেলাম। ধন্যবাদ দিদি। কলকাতার নিউ মার্কেটের সুন্দর সুন্দর জুতা আর ব্যাগ ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন আপু ,কলকাতার নিউমার্কেটে অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ।অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

একদিনে তো অনেক জায়গায় ঘোরাঘুরি করেছেন দেখছি। নিউ মার্কেটের শ্রীলেদারের দোকানটি দেখে পুরো স্মৃতি মনে পড়ে গেল। এই দোকানে আমিও কয়েকবার গিয়েছি। আসলেই এই দোকানের জুতোগুলো অনেক বেশি টেকসই হয়। দুইবার কলকাতায় গিয়ে এই দোকান থেকে অনেক জুতা কিনে নিয়ে এসেছিলাম। আপনিও দেখছি একবারে পরিবারের সকলের জন্য জুতা কিনে ফেলেছেন। জুতা গুলো সুন্দর হয়েছে আবার ব্যাগগুলো দেখতে ভালো লাগছে।

অনেক ধন্যবাদ আপু আপনাকে, অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপনিও কলকাতার শ্রীলেদার্স থেকে জুতা কিনেছিলেন আর সেটা হয়েছে জেনে ভালো লাগলো।

ঘুরাঘারি দেখি অনেক করেছেন আশা করি অনেক গুলো পর্ব দেখতে পাবো ৷ আসলে ভারত বর্ষ মানেই অনেক নিত্য নতুন জায়গা ৷ যা হোক ঘুরাঘরি শেষে কলকাতা নিউ মার্কেট হতে জুতো ব্যাগ কেনার মুহূর্ত গুলো ভালো ছিল ৷ আপনা দুই জোড়া জুতো দেখতে বেশ সুন্দর ৷ সেই সাথে আপনাকেও দেখতে দারুন লাগছে ৷

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক প্রশংসনীয় মন্তব্য করার জন্য।

আপনার পোস্ট পড়ে বুঝলাম যে আপনি একজন ভ্রমণ প্রেমী মানুষ। ভ্রমণ প্রেমী মানুষ বিধায় একই দিনে এত জায়গায় ঘোরাঘুরি করেছেন ঘোরাঘুরির পাশাপাশি আপনার দেখছি প্রচুর ধৈর্য রয়েছে যে ধৈর্যটা হয়তোবা অনেকেরই নেই। সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন সেই সাথে কিছু কেনাকাটা ও করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

এত ঘুরতে গিয়ে একসাথে ধৈর্য্য অবশ্য হারিয়ে ফেলেছিলাম, তবুও গেছি যখন একবারে ঘুরে আসলাম ।অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

দিদি কি ঈদ মার্কেট করছেন নাকি? হাহাহা।এতক্ষণ শপিং করলেন।এত ধৈর্য যে কিভাবে হয় আপনাদের। হলুদ ব্যগটি আসলেই সুন্দর।আর আপনার বউদির আপনাকে দেওয়া গিফট এর জুতো গুলোও সুন্দর। ধন্যবাদ আপনার ঘোরাঘুরির অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

না না ভাই ঈদ মার্কেটিং না, তবে পয়লা বৈশাখের মার্কেটিং ছিল। কেনাকাটা করার দিক থেকে মেয়েদের ধৈর্য্য সত্যিই অনেক বেশি হয় । হা হা হা।অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

একসাথে অনেক জায়গায় তো ঘুরেছেন আপু আজকে।আপনার ঘুরাঘুরি পর্ব -১ পড়ে আমারও তো ঘুরতে যেতে মন চাচ্ছে।রোজার পর যাবো😊।অনেক জুতা কিনলেন পরিবারের সবার জন্য।ব্যাগ গুলো সুন্দর ছিল।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

হ্যাঁ আপু, রোজার পর অবশ্যই ঘুরতে যাবেন ।অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

আপু কলকাতার নিউ মার্কেটে ঘুরাঘুরি করে খুব সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। আপনার হলুদ রঙের ব্যাগ আর জুতা গুলো অনেক সুন্দর হয়েছে। আপনার চয়েজ অনেক সুন্দর। ধন্যবাদ আপু।

অনেক ধন্যবাদ ভাই অনেক প্রশংসনীয় একটি মন্তব্য করার জন্য।