"আমার বাংলা ব্লগ"প্রতিযোগিতা -৩২। কার্ড বোর্ড দিয়ে DIY প্রজেক্ট প্রতিযোগিতা ।

in hive-129948 •  2 years ago 

নমস্কার বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি।
আজ আমি আমার বাংলা ব্লগে আয়োজিত প্রতিযোগিতা - ৩২ এ অংশগ্রহণ করার জন্য কার্ড বোর্ড দিয়ে একটি ওয়াল হ্যাঙ্গিং তৈরি করেছি। আশা করি এটি আপনাদের ভালো লাগবে।
সত্যি বলতে এর আগে আমি কখনও এরকম জিনিস তৈরী করিনি আর পারবো কিনা চেষ্টাও করিনি ।তবে অনেক দিনের ইচ্ছা ছিল এরকম নিজে হাতে কিছু তৈরি করার।কিন্তু এসব জিনিস তৈরী করতে অনেক সময় আর ধৈর্য্য দুটোই ভীষণ দরকার। এর মধ্যে প্রথমটা খুবই কম আমার আর দ্বিতীয়টা মোটামুটি আছে বলা চলে। যাইহোক আমি অনেক সময় আর ধৈর্য্য দুটোই নিয়ে আমার আজকের এই কার্ড বোর্ডের ওয়ালমেট তৈরি করেছি। আর এটা তৈরি করে আমি নিজে অনেক বেশী খুশী হয়েছি। প্রথমবার কিছু হলে যতটা আনন্দ হয় ঠিক ততটাই খুশী হয়েছি। বাজার থেকে কিনে যতটা মজা পাওয়া যায় তার থেকে অনেক গুণ বেশী মজা হয় যদি নিজের হাতের তৈরি হয়।
শনিবার রাতে আমি এটি তৈরি করেছিলাম তবে ঠিক করে ফটো তোলার অভাবে আর পোষ্ট করা হয়নি। এত বেশী সময় লেগেছে এটা তৈরি করতে যে তখন আর ফটো তোলার এনার্জি ছিল না আর পরদিন সকালে বাড়ী থেকে চলে আসায় আর ফটো তোলা হয়নি। কিন্তু গতকাল বাড়ী গিয়ে রংখেলার পর আমি আমার তৈরি ওয়াল হ্যাঙ্গিং টার সুন্দর করে কয়েকটি ফোটো তুলে নিলাম। কী যে ভালো লাগছে ঘরের দেয়ালে নিজের তৈরি জিনিস দেখে বলে বোঝাতে পারবো না।
চলুন তবে আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে আমি এটি তৈরি করলাম।

ওয়াল হ্যাঙ্গিং

IMG20230305115855.jpg

IMG20230305115750.jpg

এটি হলো আমার আজকের কার্ড বোর্ড দিয়ে তৈরী ওয়াল হ্যাঙ্গিং।

প্রয়োজনীয় উপকরণ
লাল আর সাদা কাগজ
কার্ড বোর্ড
আঠা
কাঁচি
কম্পাস
পেন্সিল
দড়ি
পিন

প্রস্তুত প্রণালী:

IMG20230304202814.jpg

প্রথমে আমার প্রয়োজনীয় উপকরণ গুলো নিয়ে নিয়েছি।

IMG_20230307_235045.jpg

এবার পেন্সিল আর কম্পাস দিয়ে কার্ড বোর্ডের উপর গোল করে নিলাম।

IMG_20230307_235119.jpg

কাঁচি দিয়ে সেটাকে কেটে লাল কাগজের উপর বসিয়ে কেটে নিলাম।

IMG20230304203551.jpg

IMG20230304205511.jpg

এবার কার্ড বোর্ডের উপর আঠা দিয়ে কাগজটি আটকে নিলাম।

IMG20230304210752.jpg

IMG20230304211058.jpg

এবার সাদা কাজটিকে ভাঁজ করে ছোটো ছোটো করে এইভাবে চৌকো করে কেটে নিলাম।

IMG20230304211820.jpg

IMG20230304211145.jpg

এবার চৌকো কাগজ গুলোকে এই ভাবে মাঝ বরাবর কেটে নিলাম।

IMG20230304211935.jpg

IMG20230304212043.jpg

IMG20230304215627.jpg

কাগজ গুলোকে ভাঁজ করে আঠা লাগিয়ে এই ভাবে তৈরী করে নিলাম।

IMG20230304220020.jpg

IMG20230304221350.jpg

এবার একটা একটা করে আঠা দিয়ে সবগুলোকে কার্ড বোর্ডের উপর বসিয়ে দিলাম।

IMG_20230307_235315.jpg

IMG20230304224550.jpg

আবার পাশ দিয়ে আর একটি সারিতে সবগুলোকে বসিয়ে দিলাম।

IMG20230304225833.jpg

এইভাবে তৃতীয় সারিতেও সবগুলো কাগজ বসিয়ে দিলাম।

IMG20230304230300.jpg

IMG20230304230750.jpg

IMG20230304231331.jpg

এবার লাল কাগজ টিকে ভাঁজ করে এই ভাবে কাঁচি দিয়ে কেটে নিলাম।

IMG20230304231636.jpg

IMG20230304231715.jpg

IMG20230304232308.jpg

IMG20230305002909.jpg

IMG20230304234729.jpg

এইভাবে কাগজ গুলোকে গোল করে করে একটি বড়ো আর ৫ টি ছোটো ফুল তৈরি করে নিলাম।

IMG20230304235907.jpg

IMG20230305003655.jpg

এবার লাল কাগজের পিছন দিকে এইভাবে একটি বড়ো আর একটি ছোটো ফুল এঁকে কেটে নিলাম।

IMG20230305011344.jpg

এবার বড়ো ফুলটাকে কার্ড বোর্ডের পিছনে আর ছোটো ফুলটাকে সাদা কাগজ গুলোর মাঝে বসিয়ে গোল করে তৈরি করা বড়ো ফুলটাকে বসিয়ে দিলাম।

IMG20230305004006.jpg

IMG20230305005528.jpg

এবার সাদা কাগজটিকে এই ভাবে কেটে গোল করে করে তৈরি করে নিলাম ৫ টি স্টিক।

IMG20230305010303.jpg

এবার স্টিক গুলোকে বসিয়ে দিলাম।

IMG20230305011014.jpg

IMG20230305011605.jpg

এবার স্টিক গুলোর নীচে সাদা আর লাল কাগজের তৈরী ছোটো ছোটো ফুলগুলোকে বসিয়ে দিলাম।

IMG20230305010145.jpg

IMG_20230308_122500.jpg

এবার দড়ি টাকে পিন দিয়ে আটকে দিলাম।

IMG20230305115638.jpg

আর তৈরি হয়ে গেল আমার আজকের কার্ড বোর্ডের তৈরি ওয়াল হ্যাঙ্গিং।আশা রাখছি ভালো লাগবে আপনাদের।

পোস্টের বিবরণ:

শ্রেণীকার্ড বোর্ড দিয়ে তৈরী ডাই প্রজেক্ট
ডিভাইসrealme 8i
ফটোগ্রাফার@pujaghosh
লোকেশনবনগাঁ

আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাকে কনটেস্ট ৩২ এর জন্য শুভকামনা জানাই আপু।আপনি খুব সুন্দর একটি ডাই আমাদের মাঝে উপস্থাপন করে দেখিয়েছেন। ওয়ালমেট টি দেখতে অনেক ভালো লাগছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপু।

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে এত উৎসাহ দেওয়ার জন্যে।

কার্ড বোর্ড দিয়ে DIY প্রজেক্ট প্রতিযোগিতা অনেক সুন্দর লাগতেছে। এধরনের ওয়ালমেট গুলো দেখতে ভীষণ ভালো লাগে। চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

বাহ কার্ডবোর্ড দিয়ে খুব চমৎকার একটি ফুলের ওয়ালমেট বানিয়েছেন। আসলে এ প্রতিযোগিতায় নতুন নতুন কিছু কাজ দেখতে পাচ্ছি। আপনার এই ফুলের ওয়ালমেটটি খুব চমৎকার ছিল। আশা করছি ভালো কিছু হবে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন ।

হ্যাঁ ভাই আপনিও ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে।

বাজার থেকে কোন কিছু কিনে আনলে যেমন ভালো লাগে তেমনি নিজের হাতে কোন কিছু তৈরি করে সাজিয়ে রাখলেও আরো বেশি ভালো লাগে। আর এই ধরনের ওয়ালমেট সাজিয়ে রাখলে অনেক ভালো লাগে। দেখতে খুবই সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে।👌👌

অনেক ধন্যবাদ আপু আপনাকে।

ঠিকই বলেছেন এই ধরনের জিনিসগুলো তৈরি করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। খুব সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। কিনে আনার থেকে ঘরের তৈরি জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে।এই ওয়ালমেট গুলো ঘরে ঝুলিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে।

হ্যাঁ আপু নিজে তৈরীর মজাই আলাদা সেটা যেমনই হোক না কেন। অনেক ধন্যবাদ আপু আপনাকে।

প্রথমেই অভিনন্দন জানাই আপনাকে আপু,এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য। আর বেশ ভালো বলেছেন বাজারের কিছু ক্রয় করলে যে মজা পাওয়া যায় তার ছেয়ে নিজে কিছু তৈরি করলে তার থেকে আরো বেশি আনন্দ পাওয়া যায়। বেশ সুন্দর হয়েছে আপনার এই কাজটি।

হ্যাঁ আপু অনেক ধন্যবাদ আপনাকে।

প্রথমেই তো প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নতুন হলেও আপনি কিন্তু অনেক সুন্দর তৈরি করেছেন, যেটা অনেক পুরনো মানুষও এত সুন্দর করে হয়তো তৈরি করতে পারত না। অবশ্যই শুভকামনা রইল আপনার জন্য, আশা করি আপনি আপনার কষ্টের মূল্য অবশ্যই পাবেন।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

প্রতিযোগিতার জন্য খুবই দারুণ একটি ওয়াল হ্যাঙ্গিং তৈরি করেছেন। দেখতে ভীষণ দারুন লেগেছে আপু। সব সময় আপনি যদি প্রতিযোগিতায় জয়েন করেন অবশ্যই ভালো কিছু হবেন। প্রতিযোগিতায় আপনি অবশ্যই বিজয়ী হবেন। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। চেস্টা করেছি ভালো করে তৈরি করার। এখন জানিনা কি হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আপু। খুব চমৎকার একটি ওয়াল হ্যাঙ্গিং উপহার দিয়েছেন। এধরনের কাজ ভীষণ ধৈর্য এবং সময় নিয়ে করতে হয়। জাষ্ট অসাধারণ হয়েছে কাজটি বলতেই হচ্ছে।
দোয়া রইল আপু।

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে অনেক উৎসাহ পেলাম এই মন্তব্য দেখে।

আপু নিজের হাতে কোনো কিছু তৈরি করতে পারলে তার ভাললাগাটাই থাকে অন্যরকম। আর তাইতো আপনি নিজ হাতে কার্ডবোর্ড দিয়ে ডাই প্রজেক্ট তৈরি করেছেন, সেজন্য ভালো লাগাটা অনেক বেশি ছিল। লাল ও সাদা রঙের রঙিন কাগজ ও কার্ডবোর্ড ব্যবহার করে খুবই আকর্ষণীয় একটি ওয়াল হ্যাঙ্গিং তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। অনেক উৎসাহ পেলাম আপনার এমন সুন্দর মন্তব্য দেখে।

নতুন হয়েও আপনি এত সুন্দর ওয়াল হ্যাঙ্গিং তৈরি করেছেন তাহলে পুরনো হলে কত সুন্দর তৈরি করতেন সেটাই ভাবছি। সত্যিই বেশ ভালো লাগছে
এটি দেখতে আর আপনার যে কষ্ট হয়েছে সেটা ওয়াল হ্যাঙ্গিং দেখেই বোঝা যাচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর মন্তব্য করার জন্য।

আপু আপনি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এজন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দর ওয়াল হ্যাংগিং করে আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই সুন্দর হয়োছে। এ ধরনের কাজ করতে অনেক সময়ের দরকার হয়। আপনি খুব সুন্দরভাবে সময় নিয়ে কাজটি শেষ করলেন। আপনাকে অভিনন্দন জানাই আপু।

অনেক ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

প্রথমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।এই ওয়ালমেট দিয়ে ঘরের মধ্যে দেওয়ালে ঝুলিয়ে রাখলে অনেক সুন্দর দেখাবে। বানানোর ধাপ গুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপু আপনাকে।

ধন্যবাদ ভাই আপনাকে।

৩২ তম কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আমার খুবই ভালো লেগেছে আপনি দারুন একটি ফুল জাতীয় ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আর এই ওয়ালমেট তৈরির পদ্ধতিতে ধাপ উপস্থাপন করেছেন খুব সুন্দর ভাবে ফটোগ্রাফির মাধ্যমে যা দেখে খুবই ভালো লাগলো। হয়তো এই কনটেস্টের ৫ জন ব্যক্তির মধ্যে একজন আপনি থাকবেন।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তবে এতো সুন্দর সুন্দর কাজ করেছে সবাই তাতে আমি পুরস্কারের আশা ছেড়েই দিয়েছি 🙂।