নমস্কার বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি।সকলের সুস্থতা কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করতে চলেছি।
আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আবারও নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি মূলত লাইফ স্টাইল সম্পর্কিত একটি পোস্ট করব। আশা করি আপনাদের খারাপ লাগবে না। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক।
গতকাল গরমের ছুটি এবং জামাইষষ্ঠীর হাফ ছুটি থাকা সত্ত্বেও ,হঠাৎ পরীক্ষার রুটিন দিয়ে দেওয়ায় ,আমাদের নৃবিজ্ঞান বিভাগের অধ্যক্ষ মহাশয়া আমাদেরকে একটি এক্সট্রা প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়ার জন্য ডেকেছিলেন। যদিও খুবই অদ্ভুত লাগছিল ,ছুটির দিনে কলেজে ক্লাস করতে যাওয়া ।তার সাথে যে বিষয়টা বিরক্তিকর লাগছিল না সেটা বললেও ভুল হবে। তবুও বাধ্য হয়েই যেতে হয়েছিল। তবে ক্লাসটি যে এতটা আকর্ষণীয় আর মজাদার হবে সেটা ভাবতেই পারিনি। তাই তার কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম ,যাতে আপনাদের মাঝে বিষয়টি তুলে ধরতে পারি।
উপরের ছবি দুটো দেখেই ,আপনারা বুঝতে পারছেন কিছু মাপযোগ চলছে। এটিই আমাদের শেষ সেমিস্টার, আর এই সেমিস্টারে আমাদের পাঠ্য বইয়ের মধ্যে মাপযোগ সম্পর্কিত অনেকগুলি বিষয় রয়েছে, যেগুলি হাতে কলমে করে শেখাটা খুবই দরকার আর তার সাথে খুবই আকর্ষণীয়। আর নিজে হাতে এই কাজগুলি করতে পেরে আমি তো খুবই খুশি হয়েছি। তাই পরবর্তীতে ছুটির দিনে ক্লাস করতে গিয়েও বিরক্তি ভাবটা কেটে গিয়েছিল।
প্রথমেই ক্লাসে ঢুকে স্যার আমাদের এই বিষয়টা সম্পর্কে কিছু কথা বলে আমাদের চারজনকে কিছু যন্ত্রপাতি হাতে ধরিয়ে দিয়ে বললেন, মোট দশজনের মাপ নিতে। চারজনের মধ্যে থেকে আমরা দুজন মেয়ে ছিলাম আর দুজন ছেলে। একজন করে ছেলে আর একজন করে মেয়ে দিয়ে দুটো গ্রুপে ভাগ করে দিয়েছিলেন তিনি। আমার গ্রুপের আমার সহকর্মী বন্ধুটি খুবই পারদর্শী ,সেটা আপনারা হয়তো ছবিতে তাকে দেখেই বুঝতে পারছেন। তাই আমরা দুজন মিলে খুব সহজেই মার্টিনের বিস্তৃত ক্যালিপার, মার্টিনের বিসর্পী ক্যালিপার, নৃমাপক যন্ত্র, মাপক ফিতা আর ভার নির্ধারণ যন্ত্র ব্যবহার করে মোট পাঁচজনের, দেহভার ,দেহ উচ্চতা থেকে শুরু করে মস্তক দৈর্ঘ্য ,পায়ের পাতার দৈর্ঘ্য, নাসা গভীরতা, মুখমন্ডলের দৈর্ঘ্য, প্রস্থ ,নাসা উচ্চতা ,হাতের দৈর্ঘ্য ,পায়ের দৈর্ঘ্য প্রভৃতি নির্ণয় করে ফেলেছিলাম।
যেহেতু আমাদের দুটি দলে ভাগ করে দিয়েছিল আর মোট দশজনের মাপ নেওয়ার কথা ছিল, তাই পাঁচ জনের মাপ আমরা দুজন নিয়েছিলাম আর বাকি পাঁচ জনের মাপ অন্য দুজন নিয়েছিল। এভাবেই খুব সুন্দর ভাবে আমরা মাপগুলি একসাথে করে নিয়ে আমাদের কাজটি সম্পন্ন করেছিলাম। এই ধরনের ক্লাস গুলো করতে সত্যিই খুব ভালো লাগে। আর স্যার যেহেতু আমাদের চারজনকে হাতে-কলমে সবকিছু করার সুযোগ করে দিয়েছিল, তাই খুবই ভালো লাগছিল। নতুন কিছু শিখতে পেরে আমি তো খুবই খুশি।
শ্রেণি | লাইফ স্টাইল |
---|---|
লোকেশন | বনগাঁ |
তারিখ | ২৫/০৫/২০২৩ |
আসলে এক একটা ফটো এক একটা ফোনে তোলায় আমার ঠিক জানা নেই ,কোনটা কার ফোনে তোলা ছিল আর কে তুলেছিল? তাই ডিভাইসের নাম আর ফটোগ্রাফারের নাম উল্লেখ করতে পারলাম না।
আজ আর নয়। আজ এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সকলে আর সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি প্রাক্টিক্যাল ক্লাস নিয়েছেন দেখছি দেখে হাসি পাচ্ছে একটু।আগে কখনো এ ধরনের প্র্যাকটিক্যাল ক্লাস দেখিনি বা করিও নাই।বইয়ে লেখা মাপ গুলো প্যাকটিকালে করেছেন এবং ছুটির দিনেও ক্লাস করতে গিয়ে বিরক্ত হন নি জেনে ভালো লাগলো দিদি। অনেক সুন্দর প্র্যাকটিক্যাল ক্লাস করেছেন এবং আপনার অনুভূতিগুলো প্রকাশ করেছেন অনেক অনেক ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমাদের নৃবিজ্ঞান বিষয়টিতে এইরকমই প্র্যাকটিক্যাল রয়েছে ,তাই মাঝে মধ্যেই করতে হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জামাই ষষ্ঠী তো বউ জামাই আর শাশুড়ির কারবার,, আপনি ছুটি দিয়ে কি করবেন ম্যাডাম? 😅 তবে এত মন দিয়ে প্র্যাক্টিকাল করে ! 😳😳 আমরা তো ফাঁকি দিয়ে বেরিয়ে গিয়ে গানের আসর জমাতাম 🤪। অবশ্য সে জন্যই আজ বেহাল দশা। আচ্ছা এই মাপামাপি কেন করা হচ্ছে শুনি? মানে এটা দিয়ে আসলে কি কাজে লাগে?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাতে কি হয়েছে বউ, জামাই আর শাশুড়ির কারবার ?আমি অন্তত বাড়িতে শুয়ে শুয়ে ঘুমোতে তো পারতাম ছুটিটা দিলে, হি হি হি।
গানের আসর জমাতেন বলেই আপনার গানের গলাটা হয়তো এত সুন্দর । এই মাপামাপি গুলো দিয়ে আমাদের পরের প্রজন্মগুলো জানতে পারবে যে ,আমাদের নাকের উচ্চতা কত ছিল ?মুখের দৈর্ঘ্য কত ছিল ?শারীরিক উচ্চতা কত ছিল ?যেমন আমরা গরিলা শিম্পাজী দের টা এখন জানতে পারছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাপরে বাপ,, কত ধরনের যে প্র্যাক্টিকাল আছে রে বাবা!!! 😳😳😳
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হি হি হি, সত্যিই কত ধরনের যে প্রাকটিক্যাল আছে 😂।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছুটির দিনে এরকম ক্লাস দেখে আপনাদের কাছে যদিও প্রথমে অনেক বেশি খারাপ লেগেছিল এবং অনেক বিরক্ত বোধ করেছিলেন, কিন্তু পরে প্র্যাকটিক্যাল ক্লাসটা করতে পেরে ভীষণ ভালোই লেগেছে। আপনি অনেক মনোযোগ সহকারে এই ক্লাসটা করেছেন দেখেই বুঝতে পারছি। এরকম প্রাকটিক্যাল ক্লাস যদিও আমি কখনো দেখা হয়নি এবং করা হয়নি, কিন্তু আপনার অনুভূতির পোস্টটা পড়ে ভীষণ ভালো লাগলো। অনেক কিছুই জানতে পারলাম সম্পূর্ণটা দেখে এবং পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই প্রথমদিকে বিরক্তিকর লাগলেও পরে এসে খুবই মজা হয়েছিল ক্লাসটি করতে পেরে ।অনেক নতুন কিছু শিখতে পেরেছিলাম ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জামাইষষ্ঠী তাতে তোমার কি...?😂😂
এরকম ছুটির দিনে আমাদেরও অনেক এক্সট্রা ক্লাস করতে হয়েছে, এমনকি এক্সট্রা পরীক্ষাও দিতে হয়েছে। একবার তো একই পরীক্ষায় একই দিনে দুইবার দিয়েছিলাম। যাইহোক পোস্ট পড়েই বুঝতে পারলাম ভালোই মাপামাপি চলছে। 😂
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি না হয় জামাই নাই বা হলাম? তাও তো একটু ছুটির দিনে ঘুমাতে তো পারতাম, হি হি হি।
লাইনটা, হা হা হা হা হা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit