পুরোনো স্মৃতির পাতা জুড়ে,
আজও শুধু তুমি।
তোমায় ভেবেই দিনরাত্রি,
পাড়ি দিচ্ছি আমি।
ভাবছো তুমি ভুলেছি তোমায়,
অনেক আগেই আমি।
উল্টে দেখো হৃদয় খাতা,
সবটা জুড়েই তুমি।
আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২১৫
পুরোনো স্মৃতির পাতা জুড়ে,
আজও শুধু তুমি।
তোমায় ভেবেই দিনরাত্রি,
পাড়ি দিচ্ছি আমি।
ভাবছো তুমি ভুলেছি তোমায়,
অনেক আগেই আমি।
উল্টে দেখো হৃদয় খাতা,
সবটা জুড়েই তুমি।