ফটোগ্রাফি পোস্ট :এলোমেলো কিছু প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি।

in hive-129948 •  yesterday 

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ-. ২০ শে ডিসেম্বর, শুক্রবার, ২০২৪ খ্রিঃ



কভার ফটো


1000005169.jpg

কয়েকটি ছবি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে থাকি। "আমার বাংলা ব্লগের "মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো।

আজকাল ফটোগ্রাফি করতে আমার কাছে একটু বেশিই ভালো লাগে। আশেপাশে যায় দেখি না কেন ইচ্ছে করে ফটোগ্রাফি করে রাখতে। প্রাকৃতিক যেকোনো দৃশ্য ও ফুলের ফটোগ্রাফি করতে সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি আজকে আপনাদের সাথে সাতটি প্রকৃতির বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করবো। আমি আশা করছি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে আমার ফটোগ্রাফি গুলো দেখে আসি।



ফটোগ্রাফি নং-১


1000005161.jpg

ক্যাপশন:মরা গাছে তাজা ফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১৮ই ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

সেদিন দুপুরে ছাদে গিয়ে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছিলাম। হঠাৎ করেই আজকাল ফটোগ্রাফি করতে একটু বেশি ভালো লাগে। এই ফুলটির নাম আমার জানা নেই। ফুলটি গাছে অনেক সুন্দর লাগছিলো।ফুলটি গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছিল তখন আমি ফুলটি নিয়ে এসে এই মরা গাছে বসিয়ে দিই। মরা গাছে তাজা ফুলটি দেখতে ভীষণ সুন্দর লাগছিলো।তাই এই সুন্দর দৃশ্যটি ক্যাপচার করে রেখেছিলাম।


ফটোগ্রাফি নং-২


1000005164.jpg

ক্যাপশন:কাঁটামুকুট ফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১৮ই ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার দ্বিতীয় ফটোগ্রাফিতে রয়েছে কাঁটামুকুট ফুল। এই ফুলগুলো ব্যক্তিগতভাবে আমার কাছে বেশ ভালো লাগে। যখন থোকায় থোকাই অনেক ফুল ধরে থাকে দেখতে অপূর্ব লাগে। সেদিন দুপুরবেলা ছাদে গিয়ে এই সুন্দর ফুলগুলো ক্যাপচার করেছিলাম। সূর্যের আলোয় ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিলো।যদিও ফুলগুলো অনেকটাই ছোট ছিলো তবুও তার সৌন্দর্য কম ছিলো না।


ফটোগ্রাফি নং-৩


1000005163.jpg

ক্যাপশন:নয়ন তারা ফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১৮ই ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার তিন নাম্বার ফটোগ্রাফিতে রয়েছে নয়ন তারা ফুল। নয়নতারা ফুলের সাথে আমরা কমবেশি সবাই পরিচিত। এই ফুলগুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। সাদা এবং হালকা গোলাপি রঙ ফুল আমার দেখা হয়েছে। বাড়ির আঙিনায় কিংবা বাড়ির ছাদে এই ফুলগুলো ফুটলে সুন্দর্য অনেক বেড়ে যাই। এই ফুলের ফটোগ্রাফি গুলো মেসের ছাদ থেকে ক্যাপচার করেছিলাম। রোদের আলোতে ফুলের সৌন্দর্য যেন দ্বিগুণ প্রকাশ পাচ্ছিলো তাই ফটোগ্রাফি না করে আর পারছিলাম না।

ফটোগ্রাফি নং-৪


1000005162.jpg

ক্যাপশন:সুনীল আকাশ।
ডিভাইস:গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১৮ই ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার চতুর্থ ফটোগ্রাফিতে রয়েছে সুনীল আকাশ। আকাশের সৌন্দর্য বরাবর সবকিছুকে হার মানায়। আকাশের রং আমার কাছে অপূর্ব লাগে। কত সুন্দর সৃষ্টি সৃষ্টিকর্তায়। সৃষ্টির এই অপরূপ সুন্দর্য দেখে বারংবার মুগ্ধ হয়ে যায়। সুনীল আকাশের মাঝে সাদা সাদা মেঘের আভা অপূর্ব সৌন্দর্য অধিকার করে রেখেছিলো।এই সৌন্দর্য দেখে চোখ ফেরানো মানা।সুনীল আকাশের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এই ফটোগ্রাফিটি ক্যাপচার করেছিলাম।


ফটোগ্রাফি নং-৫


1000005166.jpg

ক্যাপশন:উচ্ছে ফুল।
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১৮ই ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার পঞ্চম ফটোগ্রাফিতে রয়েছে উচ্ছে ফুল বা করলার ফুল।এই ফুলগুলো অনেকেরই পরিচিত। উচ্ছে আমরা সবাই কমবেশি খেয়েছি। উচ্ছে গাছে এই হলুদ বর্ণের ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। লতার মতো গাছটাই যখন হলুদ বর্ণের এই ছোট ছোট ফুল গুলো ভর্তি হয়ে থাকে তখন এর সৌন্দর্য মুগ্ধ করে দেয়। আমাদের মেসের ছাদে এই ফুলগুলো ঘুরতে দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছিলো।সেই ভালো লাগা থেকেই এই ফুলগুলো ক্যাপচার করে নিয়েছিলাম।


ফটোগ্রাফি নং-৬


1000005165.jpg

ক্যাপশন:প্রখর রোদ।
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
তারিখ: ১৮ই ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

আমার ৬ নাম্বার ফটোগ্রাফিতে রয়েছে প্রখর রোদের ফটোগ্রাফি। শীতের সময় দুপুর রোদের হাসি আমাদের প্রত্যেকেরই অনেক পছন্দ। দুপুর বেলা এই রোদের তীব্রতা আমাদের গায়ে লাগেনা বরং ভালো লাগে। দুপুরবেলা সূর্যি মামা যখন খারা ভাবে কিরণ দেয় তখন এই ফটোগ্রাফিটি ক্যাপচার করে রেখেছিলাম। সূর্য্যি মামার মিষ্টি হাসি দেখতে যেমন ভালো লাগছিল তেমনি উপভোগ করতে অনেক বেশি ভালো লাগছিলো।প্রায় দুই ঘন্টা মতো রোদ উপভোগ করেছিলাম সেদিন।


ফটোগ্রাফি নং-৭


1000005168.jpg

ক্যাপশন:ফুলের সৌন্দর্য।
ডিভাইস: গুগল পিক্সেল ৭ প্রো
ক্যামেরা: ৫০মেগাপিক্সেল
তারিখ: ১৮ই ডিসেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া

কোনো প্রাণহীন গাছে ফুলের স্পর্শ যে কতটা সৌন্দর্য বাড়ায় তার প্রমাণ এই ফটোগ্রাফি। সুনীল আকাশ তলে, এক প্রাণহীন গাছে, ফুটে আছে জীবন্ত ফুল। ফুলের স্পর্শে যেকোনো কিছুর সৌন্দর্য বেড়ে যায়। অন্য একটি গাছ থেকে ফুলতুলে এনে কিছু সময়ের জন্য এই মরা গাছ কে উপহার স্বরূপ দিয়েছিলাম তার সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে। কিছু সময়ের জন্য হলেও তার সৌন্দর্য দ্বিগুণ হয়েছিলো।এই সুন্দর ফটোগ্রাফিটি আমি মেসের ছাদ থেকে ক্যাপচার করেছিলাম।

আজ এই পর্যন্তই।



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দিদি এলোমেলো হলেও কিন্তু আপনার প্রতিটি ফটোগ্রাফি দারুন ছিল। আমি তো আবার প্রকৃতি প্রেমী। চেষ্টা করি প্রকৃতির প্রেমে নিজেকে উৎসর্গ করে দেই। সব মিলিয়ে আমার কাছে বেশ লেগেছে আপনার ফটোগ্রাফি। ধন্যবাদ আপু আপনাকে।

image.png

আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

মনোমুগ্ধকর সব ফটোগ্রাফি নিয়ে আজকের ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মতন। বিশেষ করে ফুলের ফটোগ্রাফিটি খুব সুন্দর ভাবে করেছেন।

আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার প্রত্যেকটি ফটোগ্রাফির দিকে। খুব যত্ন করে তুলেছেন মনে হচ্ছে প্রত্যেকটি ফটোগ্রাফি। আসলে ভালো ফটোগ্রাফার না হলে এ ধরনের চমৎকার ফটোগ্রাফি করা যায় না। দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর ছিল দিদি।মড়া গাছে ফুল বসিয়ে দিয়ে ফটোগ্রাফি করেছেন বেশ লাগছে। স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে কিছু ফুলের ফটোগ্রাফি ক্যামেরা বন্দি করে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে বেশ অসাধারণ ছবি। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কাঁটামুকুট ফুলের ফটোগ্রাফি। ধন্যবাদ এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

ওয়াও আপনার প্রতিটা তোলা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে।এইরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। ভিন্ন ভিন্ন ফটোগ্রাফি উপভোগ করতে পারি। ফটোগ্রাফির সাথে সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

1000005174.png1000005175.png1000005176.png

তিনটি ম্যান্ডেটরি টাস্ক কমপ্লিট করার পরে স্ক্রিনশট নিয়েছি।

আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে সব থেকে বেশি ভালো লেগেছে নয়ন তারা ফুলের ফটোগ্রাফিটি। আসলে ফটোগ্ৰাফি পোস্ট করতে এবং পড়তে আমার ভীষণ ভালো লাগে। সর্বোপরি ধন্যবাদ আপনাকে এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

বেশ কয়েকটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা সুনীল আকাশের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে আপু।

ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম ৷ চমৎকার কিছু এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করেছেন ৷ প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ মনোমুগ্ধকর এসব ফটোগ্রাফি সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

বিভিন্ন জায়গার এলো মেলো ফটোগ্রাফি হলেও প্রতিটি ফটোগ্রাফি ছিল নজরকাড়া। আমার কাছে আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। চমৎকার ক্যাপচার করেছেন।মরা গাছের তাজা ফুলটি দেখে আরো বেশী ভালো লেগেছে।

এলোমেলো ভাবে আপনি অনেক সুন্দর সুন্দর দেখতে বেশ কিছু ফটোগ্রাফি করেছেন। যেগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। আমার কাছে আপনার তোলা ফুলের ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে দেখতে। একেবারে সবার প্রথমে থাকা মরা গাছে থাকা যে তাজা ফুলের ফটোগ্রাফি করেছেন এটার নাম শিমুল। আর এই ফুলের ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে দেখতে।

মরা গাছে তাজা ফুলের ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। ফুলটা ও খুব সুন্দর আর ব্যাকগ্রাউন্ডে আকাশ থাকার কারণে আরও বেশি ভালো লাগছে দেখতে। দারুন হয়েছে আপনার ক্যাপচার করা প্রত্যেকটা ফটোগ্রাফি। ‌ আপনাকে ধন্যবাদ আপু চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আপনার ফটোগ্রাফি লেভেল তো ফার্স্ট ক্লাস! পুরাই মুগ্ধ হয়ে গেলাম। চমৎকার সব ফটোগ্রাফি করেছেন। মরা গাছে অজানা এক ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে বেশি ভালো লেগেছে। 🌸

প্রকৃতির অপরূপ সুন্দর দৃশ্যগুলো আপনি ফুটিয়ে তুলেছেন এই ফটোগ্রাফির মাধ্যমে। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ। ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হলাম।