বৃত্তের মধ্যে একটি কালারফুল আর্ট।

in hive-129948 •  4 months ago 

হ্যালো..!!

আমার প্রিয় বন্ধুরা,

আমি @purnima14 বাংলাদেশী,

আজ- ২৯ শে অক্টোবর , মঙ্গলবার , ২০২৪ খ্রিঃ



কভার ফটো

1000001348.jpg



আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আমি ছোটবেলা থেকে আর্ট করতে ভীষণ পছন্দ করি। আমি এখন থেকে আমার বাংলা ব্লগে প্রতি সপ্তাহে আর্ট পোস্ট শেয়ার করার চেষ্টা করবো।আজ আমি আপনাদের সাথে একটি কালারফুল আর্ট শেয়ার করবো।আশা করি আপনাদের ভালো লাগবে।চলুন তাহলে দেরি না করে আমার করা কালারফুল আর্ট দেখে আসা যাক।



উপকরণ সমূহ :

1000001318.jpg

▪️ সাদা কাগজ
▪️ পেন্সিল
▪️ রাবার
▪️ স্কেল
▪️কালো জেল কালি
▪️লাল জেল কালি
▪️কম্পাস



ধাপ-১

1000001320.jpg

প্রথমে একটি সাদা কাগজে পেন্সিল এবং কম্পাস এর সাহায্যে বৃত্ত এঁকে নিয়েছি।



ধাপ-২

1000001323.jpg

বৃত্তটির মাঝ বরাবর দুটি দাগ দিয়ে চার ভাগে ভাগ করে নিয়েছি। তারপর একটি বর্গ এঁকে নিয়েছি।



ধাপ-৩

1000001324.jpg

বৃত্তের মধ্যে আরো দুইটি দাগ দিয়ে নিয়েছি। দুটি দাগ দুই পাশে দিয়েছি যা দেখতে গুণ চিহ্নর মতো লাগছে।



ধাপ-৪

1000001325.jpg

এবারে আরেকটি বর্গ এঁকে নিয়েছি। অতিরিক্ত দাগগুলো সব মুছে নিয়েছি।



ধাপ-৫

1000001326.jpg

1000001498.jpg

অতিরিক্ত দাগগুলো সব মুছে নিলে ফুলের পাপড়ির মতো লাগছে। প্রত্যেকটি পাপড়ি মাঋ বরাবর দাগ দিয়ে নিয়েছি।



ধাপ-৬

1000001330.jpg

প্রত্যেকটি পাপড়ির এক পাশ লাল জেল পেন এর সাহায্যে লাল করে নিয়েছি।



ধাপ-৭

1000001494.jpg

পাপড়ির বাকি অংশ কালো করে নিয়েছি। কিছুটা অংশ কালো এবং কিছুটা অংশ লাল করার ফলে দেখতে বেশ ভালোই লাগছিলো।



শেষধাপ

1000001348.jpg

কালারফুল আর্ট সম্পূর্ণ হয়ে গেলে আমি সিগনেচার করে নিয়েছি। এটাই ফাইনাল আউটপুট।

ছবির বিবরণ

ডিভাইস: ভিভো ওয়াই-২০
ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
তারিখ: ৩ রা এপ্রিল ২০২৪ খ্রিঃ
লোকেশন:কুষ্টিয়া



প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।



আমি কে !

Screenshot_20231102_205038_Facebook-01.jpeg

আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@purnima14



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বৃত্তের মধ্যে একটি কালারফুল আর্ট খুবই ভালো লেগেছে আমার। আপনি খুবই সুন্দর ভাবে কালারফুল এই চিত্রটি অংকন করলেন। দেখতে পেয়ে ভালো লাগলো।

এই জাতীয় রঙিন আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। দারুন ভাবে আপনি আর্টের কাজ সম্পন্ন করে দেখিয়েছেন। এক কথা বলতে গেলে কিন্তু অসাধারণ হয়েছে।

বৃত্তের মধ্যে একটি কালারফুল আর্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি তো দেখছি অনেক সুন্দর ভাবে চিত্র অঙ্কন করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর সিট অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

চমৎকার একটি আর্ট করলেন আপনি অনেক ভালো লাগলো দেখে। যেহেতু আপনি বৃত্তের ভিতরে করেছেন খুব সুন্দর হয়েছে। কালারিং আর্ট আমার খুবই পছন্দের।আপনি কালার দেওয়ার কারণে ভিন্ন ধরনের সুন্দর দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

বৃত্তের মধ্যে সুন্দর দেখতে একটা কালারফুল আর্ট করেছেন দেখে খুব ভালো লাগলো। খুবই সুন্দর দেখতে লাগছিল এই আর্ট। দুই কালার দিয়ে এটি করার কারণে দেখতে বেশি সুন্দর লাগছে। এই ধরনের আর্ট গুলো যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি করার জন্য।

একটু বুদ্ধি খরচ করলেই এমন জিওমেট্রিক ডিজাইন বানিয়ে নেওয়া যায়৷ আপনিও তাই করেছেন আপু। লাল কালোর জন্য আর্টটি আরও ফুটেছে।

আপনি চমৎকার একটি আর্ট করেছেন।দেখতে খুবই কালারফুল হয়েছে। এই ধরনের কালারফুল আর্ট দেখতে অনেক ভালো লাগে। অসাধারণ একটি আর্ট করে সবার মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

এই ধরনের জ্যামিতিক আর্টগুলো অনেক মনোযোগ দিয়ে করতে হয়। অনেক ধরনের মাপঝোপ দিয়ে এগুলো করতে হয়। অনেক সময়ের ব্যাপার। আপনি খুব নিখুঁতভাবে পুরো আর্ট করেছেন আপু। লাল এবং কালোর কম্বিনেশন বেশ ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

লাল কালোর সমন্বয়ে কালারফুল একটি বৃত্তের মধ্যে আর্ট ফুটিয়ে তুলেছেন দেখতে চমৎকার লাগছে আপু। প্রথমে বৃত্ত অংকন করে পরবর্তীতে বৃত্তের মধ্যে বর্গ অঙ্কন করে কিভাবে এমন সুন্দর আর্ট করতে হয় সেটা ফুটিয়ে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

বাহ্ আপনি বৃত্তের মধ্যে অনেক সুন্দর একটি কালারফুল আর্ট আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার এই আর্ট টি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো।আশা করছি সামনে আরো ভালো ভালো কিছু আর্ট আপনার কাছে উপহার পাবো।ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে সুন্দরভাবে শেয়ার করার জন্য।

আপনার মতো আমিও ছোটবেলা থেকেই আর্ট করতে ভীষণ পছন্দ করি। যাইহোক আপনার আর্ট তো দেখছি খুব সুন্দর হয়। বেশ ভালো লাগলো আর্টটি দেখে। কালার কম্বিনেশনটাও জাস্ট অসাধারণ হয়েছে। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

বৃত্তের মধ্যে চমৎকার একটি আর্ট করেছেন আপু। আপনার তৈরি করা কালো ও লাল রংয়ের ফুলটি দেখে ভীষণ ভালো লাগলো। খুবই সুন্দরভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

বাহ আপনি দেখতেছি বৃত্তের মধ্যে চমৎকার আর্ট করেছেন। তবে আপনার কালারফুল আর্ট দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আসলে ছোটকালে সবাই কমবেশি বিভিন্ন ধরনের আর্ট করে। তবে আপনার বৃত্তের মধ্যে কালারফুল আর্ট এর কালার গুলো দেখে বেশ ভালই লাগলো। এবং শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর করে বৃত্তের মধ্যে কালারফুল আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

বৃত্তের মধ্যে অনেক সুন্দর একটি কালারফুল আর্ট শেয়ার করেছেন আপু। লাল কালো কালারের কম্বিনেশনটা অসাধারণ ছিল। ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।