হ্যালো..!!,
আমার প্রিয় বন্ধুরা,
আমি @purnima14 বাংলাদেশী,
আজ-২ রা নভেম্বর, শনিবার ২০২৪ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমি নিজেও ভালো আছি। আমি সবসময় চেষ্টা করি নিজেকে হাসি খুশি রাখার। আমি এখন থেকে আপনাদের সাথে বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করবো। আমি "আমার বাংলা ব্লগের" মাধ্যমে আপনাদের সামনে আমার ক্রিয়েটিভিটি তুলে ধরবো। আজ আমি আমার স্বরচিত একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করবো। ছোটবেলা থেকেই কবিতা লিখতে আমার বেশ ভালই লাগে। আজ আমি আপনাদের সাথে একটি অনুভূতি কবিতা শেয়ার করবো।আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে আমার লেখা কবিতাটি দেখে আসি।
কল্পনায় তুমি
বৃষ্টি পড়ে এ ধরার মাঝে
কি যে ভালো লাগে ।
তোমার কথা পড়লে মনে
আরো ভালো লাগে।
বৃষ্টির এই ছন্দ তালে
মন যে, আমার নাচে ।
মৃদু হাওয়ার সুরে সুরে
তোমার কথা ভাসে।
ভয়ংকর আকাশ ,
ভীষণ কালো ।
তুমি আমার মনের মাঝে,
জাগাও আশার আলো।
কল্পনার ভিড়ে হারিয়ে যায় ,
তোমায় ভেবে ভেবে ।
মুহূর্তটা দারুন হতো
তোমার উপস্থিতিতে।
কবে তুমি আসবে ওগো,
ভিজবে আমার সাথে ।
রিমঝিম এ বৃষ্টি ধারার
অন্ধকার রাতে।
ফাঁকা রাস্তায় হাঁটবো দুজন, একসাথে
একটুখানি তৃপ্তি নিতাম
রাস্তার ধারের চায়ের দোকানের ,
এক কাপ চায়ের স্বাদে।
কত যে ভাবনা,
ভেবে রাখে মন।
কাঁটাবো কবে দুজন মিলে ,
এই শুভক্ষণ।
আমি যদি বৃষ্টি হতাম ,
ভিজিয়ে দিতাম তোমায়।
শীতল করে তোমার হৃদয়,
ভরিয়ে দিতাম ভালবাসায়।
তোমার হাসির কারণ হতাম।
ফুরিয়ে দিতাম ,
সকল দুরাশা দুশ্চিন্তা
আর ক্লান্তির অধ্যায়।
আমি তো বৃষ্টি নই,
বৃষ্টির মুহূর্ত উপভোগ করার সঙ্গী যেন হই।
কবির অনূভুতি
পোস্টের বিবরণ
ডিভাইস: গুগল পিক্সেল ৭প্রো
তারিখ: ২ রা নভেম্বর ২০২৪ খ্রিঃ
লোকেশন: কুষ্টিয়া
প্রিয় বন্ধুরা,আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে সবসময় পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই সুস্থ ও সুন্দর থাকবেন।
আমি পূর্ণিমা বিশ্বাস, আমার ইউজার নেম @purnima14। আমি আমার মাতা-পিতা এবং নিজের মাতৃভূমি ও মাতৃভাষাকে ভালবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে সিভিল টেকনোলজিতে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, কবিতা লিখতে ও আবৃত্তি করতে, গান শুনতে, যেকোনো ধরনের রেসিপি তৈরি করতে ও প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে কাজ করতে পেরে আমি গর্বিত।
@purnima14