$PUSS আজ আপনাদের সাথে!

in hive-129948 •  4 months ago 

হ্যালো $PUSS প্রেমীরা,


puss_mini_banner9.1.png

সাধারণত এই আইডি থেকে Steem Alliance কমিউনিটিতে পোস্ট করা হচ্ছিলো। কিন্তু আজকে ভাবলাম যে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করি। কারণ $PUSS কয়েন সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই। সে সাথে এটাও জানতে চাই যে, $PUSS কয়েন নিয়ে ভবিষ্যতে আমরা আরো কি কি করতে পারি?

আমি যদি বলি, তাহলে এটাই বলবো যে আমি মনে করি এই কয়েন এর ভবিষ্যৎ অনেক ভালো। কিন্তু যেহেতু এটাই আমার বাংলা ব্লগ অর্থাৎ আপনাদের কয়েন। তাই আপনাদের মতামত অবশ্যই অনেক জরুরী। আমি আশা করবো যে, এই কয়েন সম্পর্কে সকলেই কমেন্ট বক্সে আপনাদের মতামত ব্যক্ত করবেন।

আরো চমক আসছে। তাই এই আইডিতে অবশ্যই নজর রাখবেন। অনেক মজা হবে, তবে মজার সাথে আনলিমিটেড ইনকাম ও হবে।কিন্তু।


A short info about $PUSS



COIN NAME : PUSS

TICKER : PUSS

COIN TYPE : TRC-20

BLOCKCHAIN : TRON

TOTAL SUPPLY : 100,00,00,000.00 PUSS


Contract Address : TX5eXdf8458bZ77fk8xdvUgiQmC3L93iv7


First meme coin of ABB community.

=> Truly Decentralized
=> TRC-20 token
=> Total Supply : 1000000000 PUSS
=> No Presale
=> No Price manipulation
=> No Team allocation
=> Lower Gas


Screenshot 2024-08-24 140026.png


NO SCAM, ONLY FOR FUN

PUSS MEME TOKEN ON TRON BLOCKCHAIN


BUY/SELL INSTANTLY : Direct | SunSwap


IMG_5055.jpg


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

$PUSS যেহেতু আমার বাংলা ব্লগের নেটিভ কয়েন, সেহেতু আমার বাংলা ব্লগের সকল এ্যাক্টিভিটিসের সাথে এর সংযোগ তৈরী করা যাবে খুব সহজেই।

পুশ আমাদের নিজেদের সম্পদ তাই পুশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। পুশ কিছু দিনের মধ্যে যে চমক দেখাল তাতে করে আমার বাংলা ব্লগের যারা যারা কয়েনটি কিনে রেখেছে শুধুমাত্র তারাই যানে কত লাভ হয়েছে। তাই আমরা এই কয়েনটি নিয়ে খুবই আশাবাদী। আর আমাদের প্রানপ্রিয় দাদা যেহেতু কয়েনটি চালু করেছে তাই আমরা আরও বেশি আশাবাদী। কয়েনটি নিয়ে ভবিৎতে আর নতুন নতুন চমক দেখার প্রত্যাশা করছি।

আজকে SUNPUMP এ কমেন্ট করতে গিয়ে কিছু বিষয় দেখে অবাক হয়েছি। মানুষ পুশ কয়েনে ৫/১০ মিনিট ইনভেস্ট করেই লাভবান হয়ে বেরিয়ে যাচ্ছে। পুশের ভবিষ্যৎ যে উজ্জ্বল তা এখান থেকেই বুঝা যায়।

যেমনটা দাদা বলেছেন; টেলিগ্রামে বট ক্রিয়েট করে গেমস আনবেন। এটা চাই। কিছু রিএওয়ার্ড থাকলে ভালো জমবে। তা ছাড়া এটা যেহেতু মেমে কয়েন, মেমে শেয়ারের কন্টেস্ট থাকলে ভালো হয়। আর পুশ নিয়ে তো abb-fun থেকে পোস্ট হচ্ছেই।

ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে আমার বাংলা ব্লগ এর সবার কাছ থেকে যত টুকু জেনেছি, সেই জ্ঞান থেকে বলতে পারি আমার নিজের কয়েন $puss বহুদূর এগিয়ে যাবে। আর $puss কয়েন এর দূর্বার গতিতে ছুটে চলার জন্য আমাদের সবারই $puss এর সাথে থাকা উচিৎ । মানে কিছু কিছু $puss কয়েন কেনা আর হোল্ড করে রাখ দরকার। দূর্বার গতিতে ছুটে চলুক $puss ।

আমার নিজেরও ধারণা এইটা। পুশ এর ভবিষ্যৎ অনেক ভালো। আশাকরি ভবিষ্যতে এটা অনেক ভালো পর্যায়ে যাবে। আর যেহেতু আমাদের কমিউনিটির কয়েন আমাদের একটা আলাদা আধিপত্য থাকবে।

এই পুস, তুমি যে আমাদের নিজেদের গো। তোমায় নিয়ে আশাবাদী হবো না কি পাশের বাড়ির জগাদাকে নিয়ে আশাবাদী হবো? যাহ কি যে বলো না ভাল্লাগে না৷

আর পুসের ভবিষ্যৎ ভালো কি বলছেন? একটা কথা আছে জানেন তো? Morning shows the day. ভবিষ্যৎ পুসের চমৎকার। আমরা সবাই পুসকে ভালোবেসে আনন্দে থাকব৷ পুস আমাদের সব্বার জীবনে আশির্বাদ হয়ে এসছে৷ সবার বিপদে আপদে ব্রহ্মা সহায়ের মতই থাকবে পাশে৷ এইটেই আমার আশা। চাওয়াও বটে৷

আমাদের কমিউনিটি কয়েন আমাদের জন্য অনেক উপকার বয়ে আনবে।পুস কয়েন ভবিষ্যতে আমাদের জন্য চমক বয়ে আনবে।পুস কয়েন নিয়ে সত্যি আমাদের গর্ব করা উচিত। আসলে আমাদের নিজস্ব একটা কয়েন আছে।

শুধু PUSS এর ভবিষ্যৎ উজ্জ্বল নয়, PUSS এর সাথে সাথে আমাদের সবার ভবিষ্যতেও অনেক বেশি উজ্জ্বল মনে করি দাদা। কারণ আমি নিজে PUSS এর প্রেমে পড়ে গিয়েছি। তাইতো অনেক বড় রিস্ক নিয়ে আমি ইনভেস্ট করেছি। যা অন্য কেউই এমন রিস্ক নেবে না। শুধু PUSS কে ভালোবাসি তাই। Love you so much PUSS ❤️❤️❤️

পুস টোকেন ক্রিয়েট করার পর থেকে এই পর্যন্ত যে ঝলক দেখিয়েছে, এতে করে নিঃসন্দেহে বলতে পারি পুস কয়েন এর ভবিষ্যৎ একেবারে উজ্জ্বল। যারা পুস কয়েন কিনে হোল্ড করে রাখতে পারবে,ভবিষ্যতে তারাই লাভবান হবে। তাছাড়া যত বেশি পুস কয়েন হোল্ড করা যায় ততই মঙ্গল।

Puss আমাদের সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ। আর এই পোস্ট আরো বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি এই পোস্টের মাধ্যমে সবাই আরো বেশি উৎসাহ পাবে pusss টোকেন কেনার।

আমাদের কয়েন বিদ্যুৎ গতিতে ছুটে চলছে।এইতো কিছুদিন আগেই মার্কেটে আসলো,কিছুদিনের মধ্যেই আমাদের মন জয় করে ফেলেছে।প্রতি মুহূর্তে ভ্যালু বৃদ্ধি পাচ্ছে।আমরা গর্বিত আমাদের একটি নিজস্ব কয়েন আছে।আমাদের $PUSS কয়েনের যে ভবিষ্যৎ উজ্জ্বল এটা নিয়ে কারো কোন দ্বিধাদ্বন্দ নেই।$PUSS তুমি এগিয়ে চলো,আমরা আছি তোমার সাথে।

Loading...

আমি পুস নিয়ে প্রচন্ড আশাবাদী। পুস ইতোমধ্যেই অনেক গুণ প্রফিট দিয়েছে।আমরা যদি ভালভাবে মার্কেটিং করতে পারি তাহলে আশা করি খুব শীঘ্রই পুস আরো কয়েকগুণ প্রফিট দেবে। প্রথম থেকেই পুসের সাথে আছি,ভবিষ্যতেও থাকব।

$puss to the moon

পুশ সবার জীবনে উন্নতির এক অন্যতম মাত্রা বয়ে আনবে এটাই প্রত্যাশা করি।পুশ তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে....।❤️❤️❤️

$Puss সত্যি দারুণ। পুস আমাদের সবার ভালোবাসার ও ভালোলাগার নাম। অল্প সময়েই পুস সবার মন জয় করে নিয়েছে।আমরা সবাই পুসকে পেয়ে ধন্য।এভাবেই এগিয়ে যাবে ও আমাদের সাথে ভালোবাসার বন্ধনে জড়িয়ে থাকবে পুস সেই প্রত্যাশা করি

পুস কয়েন আমাদের নিজস্ব কয়েন।সেজন্য সবারই উচিৎ পুস কয়েন কিনে হোল্ড করার। দাদার সকল কার্যক্রমের সাথে যুক্ত হওয়া। পুস কয়েনের ভবিষ্যৎ অনেক ভালো। আশা করি আরও মার্কেট ভ্যালু বাড়বে।

এ কয়েন আমাদের জন্য অনেক আশীর্বাদস্বরূপ দাদা। আমি নিজেও বিশ্বাস করি এই টোকেন এর মাধ্যমে আমাদের জীবন অনেক বেশি উজ্জ্বল হবে। আমাদের নিজস্ব টোকেন থাকার কারণে আমরা অনেক বেশি গর্বিত। আমরা নিজেরাই এই টোকেনকে এগিয়ে নিয়ে যাবো। তার সাথে নিজের ভবিষ্যৎ গড়ে তুলবো।

হোল্ড ইজ গোল্ড। তাই আমাদের সকলের উচিত পুস কয়েন কিনে দীর্ঘ দিনের জন্য হোল্ড করা। তাহলে আমরা ভবিষ্যতে এই কয়েন থেকে ভালো কিছু পাবো।

আমরা এখন গর্বের সাথে বলতে পারি এটা আমাদের কয়েন। আমরা সবাই যদি কিছুটা পরিমাণ হলেও puss কয়েন হোল্ড করে রাখি তাহলে একদিন দেখব আমাদের এই কয়েন অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে। আমি এটাই প্রত্যাশা করে যেন puss করেন আরো অনেক বেশি এগিয়ে যাক।

"Wow, হ্যালো $PUSS প্রেমীরা! 🎉 I'm so excited to see you posting here on your Bengali blog! 💬

I love how you're thinking about the future of the PUSS coin and wanting to hear from us, the community. 💡 Your thoughts are super important, and I'm sure everyone will have a lot to say. 🤔

Let's get this conversation started! 📢 Share your ideas and opinions in the comments below. We can't wait to hear them! 💬

And don't forget to keep an eye on this account for more exciting updates! 🔥 The future is looking bright, and with your support, we'll achieve great things together! 🌟

By the way, don't forget to vote for our awesome witness, xpilar.witness, by going to https://steemitwallet.com/~witnesses. Your vote will help us continue contributing to the growth and success of the Steem community. 💪 Let's do this!" 😊