কিছু অবাস্তব মনে হওয়া বাস্তব ঘটনাবলির উল্লেখ

in hive-129948 •  3 years ago 

বিপুলা এ পৃথিবীর কতটুকুই বা আমরা জানি। পৃথিবীতে এমন কিছু বাস্তব আছে যা আমাদের কাছে অভাবনীয় ,যা আমাদের আশ্চর্যান্বিত করে কিন্তু প্রকৃতপক্ষে সেটাই বাস্তব। সেরকমই কিছু অবাস্তব মনে হওয়া বাস্তব ঘটনাবলির উল্লেখ করা হল যা কল্পনাতীত হলেও সত্যি । আশা করি আপনাদের ভালো লাগবে :

maxresdefault.jpg

• একটা গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো গেলেও হাজার প্রচেষ্টা করেও তাকে নিচে নামানো যায় না । আশ্চর্যজনক!!!তাই না?

• চিংড়ি খুবই উপাদেয় এক রান্নার পদ । তবে এই সত্যটি জানেন কি যে চিংড়ি শুধু পিছনের দিকে সাঁতার কাটতে পারে?

• শুনে অবাক হবেন ;তবে তথ্যটি সত্য! যে সবে মাত্র কলা খায় তার প্রতি মশার আকর্ষণ বেশী থাকে।

• প্রসাধনী সামগ্রীর অন্যতম জনপ্রিয় হল লিপস্টিকের ব্যবহার। মহিলারা জেনে হয়তো অবাক হবেন য পৃথিবীতে যত লিপস্টিক আছে, তার বেশির ভাগই উৎপাদন হয় মাছের আঁশ দিয়ে।

• কে জানতো যে ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়? সত্যিই আশ্চর্যজনক!

• মানুষের এক মাথা ভর্তি চুল প্রায় 12 টন ওজন ধরে রাখার পক্ষে যথেষ্ট শক্তিশালী (গড় আফ্রিকান হাতির ওজনের প্রায় অর্ধেকের বেশি) । আপনার চুলগুলি সাধারণ প্রক্রিয়ার দ্বারা কেমন ঠান্ডা, জল বা জলবায়ু পরিবর্তনের দ্বারা ধ্বংস করা যাবে না যদি না খুব ধীর গতিতে সেটিকে আগুনে পোড়ানো হয়।

• অক্টোপাসের শরীরে তিনটি হৃদপিণ্ড আছে।

• জানেন কি ?এক কাপ কফিতে ১০০-এরও বেশি রাসায়নিক পদার্থ উপস্থিত থাকে !

• যারা ক্যালরি হ্রাস করার জন্য ঘাম ঝরাচ্ছেন তাদের জন্য সুখবর ।এক ঘণ্টা চুইংগাম চিবালে শরীরে ৩০ ক্যালরি তাপ ক্ষয় হয়।

• যখন চাঁদ সরাসরি মাথার উপর থাকে, তখন মানুষের দেহের ওজন সবচেয়ে কম থাকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু সত্যি কথা গুলো জানা ছিলো না।
অনেক ধন্যবাদ আপু এতো গুরুত্বপূর্ণ কথা গুলো জানতে পারলাম।

লিপস্টিক যে মাছের আঁশ দিয়ে তৈরি করে এই প্রথমবার জানতে পারলাম আপু।

ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইলো।

Loading...

আপনার পোষ্টের লেখাগুলো শতভাগই চৌর্যবৃত্তি করা।
এ ধরনের post আমাদের কমিটিতে রাখা হয় না। নতুন ইউজার হওয়ার কারণে শুধুমাত্র আপনার পোস্ট Mute করা হচ্ছে। পরবর্তীতে আবার একই ধরনের কাজ করলে আপনার একাউন্ট কমিউনিটি থেকে ব্যান করা হবে।

কমিউনিটির নিয়মাবলী ভালোভাবে পড়ে নিন
https://steemit.com/hive-129948/@rme/privacy-policy-last-updated-privacy-policies-of-amar-bangla-blog-community-30-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/h4hMjcuu

source: https://bongquotes.com/mind-blowing-facts-in-bengali/