হারিয়ে যাবো একদিন আমি। ইসলামিক সংগীত টি কভার রাব্বি আর এস

in hive-129948 •  2 years ago 


আসসালামু আলাইকুম



সবাইকে শুভেচ্ছা" সবাই কেমন আছেন। আশা করি সবাই সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি।





প্রিয় বন্ধুরা" আজ আমি আপনাদের জন্য। একটি ইসলামিক সংগীত নিয়ে এসেছি। এর আগে কখনো ইসলামিক সংগীত বলা হয়নি। আজ এই প্রথম ইসলামিক সংগীত টি হলো। হারিয়ে যাব একদিন আমি। এটাই সত্যি আমরা সবাই একদিন না একদিন হারিয়ে যাবো। এই পৃথিবী থেকে হয়তো কেউ আগে যাবে আবার হয়তো কেউ পরে যাবে। আমরা সবাই প্রিয় জন আপনজন সবাইকে ছেড়ে একদিন না একদিন ঠিক হারিয়ে যাবো।
ছোট্ট একটা মাটির ঘরে একা একা থাকতে হবে। থাকবে না কোন সঙ্গের সাথী কোন প্রিয়জন আপনজন। থাকবে না কোন আলো থাকবে না কোন বাতি। মায়ার ভবন ছেড়ে যেতে হবে একদিন। যার যে রকম কর্ম তার সে সেই রকম ফল। সেই জন্য আমাদের ঐরকম কিছু কথা কাউকে বলা যাবে না। যে কথার কারণে বা ব্যবহারের কারণে আরেক জন কষ্ট পাবে। আমি যদি এমন কিছু করে থাকি বা বলে থাকি। সবাই আমাকে ক্ষমা করে দিবেন। কারন হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন। তো বন্ধুরা চলুন আর দেরি না করে সেই ইসলামিক সংগীত টি শুনে আসি।


ইসলামিক সংগীত: হারিয়ে যাবো একদিন।

শিল্পী: মাহফুজ আলম।



ইসলামিক সংগীত টি কভার করেছি। আমি "রাব্বি আর এস" সবাই মন দিয়ে শুনবেন। সেই সাথে মন্তব্য করতে ভুলবেন না।



ভিডিও লিংক:




হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
ক্ষমা করে দিয়ো তোমরা আমায়, ক্ষমা করে দিয়ো তোমরা আমায়,
ভুল করে থাকি যদি কোনোদিন
হারিয়ে যাবো একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন
বাঁশ বাগানে বা গোরস্থানে হয় তোহ দেবে মোরে কবর
তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর
বাঁশ বাগানে বা গোরস্থানে হয় তোহ দেবে মোরে কবর
তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর
পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনোদিন
হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পরে রবে
আঁধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জালবে
ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পরে রবে
আঁধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জালবে
থাকবে না কেউ জানি আমার পাশে
কাটাব একাকী রাত্রি দিন
হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন।



সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার কোন পরবর্তী পোস্ট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ইসলামী সংগীতটি বেশ সুন্দর গেয়েছেন আপনি। আপনার গলাও বেশ ভালো। ইসলামী সংগীত গুলো শুনলেই মনের মধ্যে একটা ভয় চলে আসে আল্লাহর প্রতি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি সংগীত আমাদের সাথে শেয়ার করার জন্য।

হ্যাঁ ভাই ইসলামী সংগীত গুলো শুনলে মনের মধ্যে একটা আলাদা ভয় চলে আসে। এখন আমি কোথায় আছি, আমি কি করতেছি। ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটি মন্তব্য করেছেন।

আপনার কন্ঠের এই ইসলামিক গানটি শুনে খুবই ভালো লাগলো ভাইয়া। এর আগে আমি হ্যাংআউটে আপনার কন্ঠে অনেক গান শুনেছি কিন্তু কোন সময় ইসলামিক গান শোনা হয়েছিল না। আপনার কন্ঠ অনেক সুন্দর ভাইয়া আপনি এভাবে আমাদের মাঝে আরো সুন্দর সুন্দর জিনিস শেয়ার করবেন এই আশায় রইলো আমার পক্ষ থেকে।

হ্যাঁ ভাই এর আগে কখনো ইসলামী সংগীত বলা হয়নি। তাই ভাবলাম আজ একটি ইসলামী সংগীত আপনাদের মাঝে উপস্থাপন করি। ধন্যবাদ

আজ আপনার গলায় ইসলামিক সংগীত শুনতে পেলে অনেক ভালো লাগলো। ইসলামিক সংগীত গুলো আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর সংগীত কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এত সুন্দর একটি মন্তব্য করে। পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

ইসলামিক গানগুলো শুনতে আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনার কন্ঠে যে কোন গান সুন্দর মানিয়ে যায়। তাই আপনার গাওয়া গানগুলো আমার কাছে ভীষণ প্রিয়। সুন্দর করে ইসলামিক গান গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

এত সুন্দর করে প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনার কন্ঠে অনেক সুন্দর একটি ইসলামী সংগীত পেলাম। আমার কাছে শুনতে বেশ ভালো লাগলো। আপনার কণ্ঠে শুনতে পেয়ে অনেক অসাধারণ লাগলো। প্রত্যেকটা লাইন খুব সুন্দর ভাবে উচ্চারণ করেছেন। এইরকম আরো সংগীত শোনার আগ্রহী রইলাম।

বাহ্ দারুন একটি মন্তব্য করেছেন। অবশ্যই আপু আবার নতুন কোন সংগীত নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ আপু আপনাকে।

ভাইয়া আপনি খুব সুন্দর একটা ইসলামি সংগীত আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই ভালো লেগেছে আপনার ইসলামী সংগীতটি। আপনার গানের গলা যেমন সুন্দর তেমন সুন্দর আপনার গজলের গলা।আপনার জন্য শুভেচ্ছা রইল ভাইয়া।

বাহ্ আপনার মন্তব্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আপু। ধন্যবাদ আপু আপনার জন্য অনেক অনেক দোয়া রইল।

এই গজলটি আমার অনেক পছন্দের একটি গজল। আপনার গলায় অনেক মানিয়েছে গজলটি। খুব সুন্দর ভাবে আপনি সুর তাল লয় মিলিয়ে গজলটি গেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ গজলটি শেয়ার করার জন্য।

এত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। এভাবেই পাশে থাকবেন।

বাহ ভাইয়া আপনি দারুন গিয়েছেন । আপনার কন্ঠে ইসলামিক সংগীতটা শুনতে বেশ ভালই লাগলো

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি অনেক খুশি হয়েছি ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ।